
22/07/2025
সরি ইউনুস সাব,
আজকে না বললেই নয়।
কিছু না বুঝলেও মানুষের পকেট থেকে টাকা কীভাবে বের করতে হয়, সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন। আপনারা হেলিকপ্টারে চড়ার টাকা ঠিকই পান, একজন উপদেষ্টা ৩-৪টা গাড়ি ব্যবহার করেও সরকারি খরচে চলেন। আপনি ১০ মাসে ১১ বার বিদেশ সফর করেন, সবই রাষ্ট্রের পয়সায়। ইউনুস বিশ্ববিদ্যালয় বানানোর জন্যও বাজেট পায়।
আপনাদের সব কিছু চলে রাজকীয়ভাবে। কিন্তু আজ আমার দগ্ধ ভাই-বোনেরা হাসপাতালে পড়ে আছে, তাদের চিকিৎসার জন্য আপনারা এক টাকাও বরাদ্দ দিতে পারলেন না?
ভিক্ষুকের মতো জনগণের কাছেই হাত পেতে ভিক্ষা চান!
লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে!
আরও টাকা তুলুন! যত পারেন উঠান! কারণ এই রাষ্ট্রের হাতে এখন দুর্দশাগ্রস্তদের জন্য এক ফোঁটা সহানুভূতি পর্যন্ত নেই—টাকা তো বহু আগেই শেষ!!