26/05/2025
সুপ্রিয় ভাই ও বোনেরা/ সালাম রইল। আপাতত: অনেক জেলাতেই নতুন নিয়োগের জন্য তেমন শূন্য পদ নেই। তবে আশার কথা হলো- সরকার ২০২২-২৩ সাল হতে ১০,০০০ সিনিয়র স্টাফ নার্স পদ সৃষ্টির চেষ্টা করে আসছিল। তার ফল হিসেবে এখন ৫০০০ নতুন পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পদ সৃষ্টির জিও হয়েছে মাত্র। পরবর্তী কার্যক্রম হিসেবে অর্থ মন্ত্রণালয় হতে এ সকল পদের সম্মতি নিয়ে জিও হবে, আ্ইন মন্ত্রণালয় হতে ভেটিং হবে, মন্ত্রি পরিষদ বিভাগের সচিব কমিটির অনুমোদন নিতে হবে। সর্বশেষ স্বাস্থ্য সেবা বিভাগ হতে সৃষ্ট পদের জিও হবে যা মন্ত্রণালয় ও ডিজি নার্সিং এর ওয়েবসাইটে থাকবে- তখই বলা যাবে যে, পদ সৃষ্টি হয়েছে। এজন্য কর্তৃপক্ষ চাইলে আগামী ১ মাসের মধ্যেই পদ সৃষ্টি হতে পারে আবার ৬ মাসও লাগাতে পারে। তাছাড়া সরকার ইচ্ছা করলে পদ সৃষ্টির আগেই বর্তমান শূন্য পদে পোস্টিং দিতে পারে, আবার পদ সৃষ্টির পর (যতদিন পরেই হোক না কেন) নতুন পোষ্টিং দিতে পারে। তবে যথাসময়ে সিদ্ধান্ত হলে সবই জানতে পারব এবং জানাবো সবাইকে,আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। ধন্যবাদ