05/07/2025
যোগীর সাথে আমার ছবি প্রসঙ্গে
দেশে যারাই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকারের জন্য কথা বলবে, তাদেরই সংখ্যালঘু বিরোধীচক্র ভারতের দালাল, 'র'-এর এজেন্ট প্রভৃতি বিবিধ উপাধিতে ভূষিত করে তাদের নিয়ে মিথ্যা বানোয়াট প্রপাগাণ্ডা ছড়াবে। এ প্রসঙ্গে একটি কথা না বলে পারছি না, কারণ আমার মৌনতার সুযোগে যারা যোগী আদিত্যনাথের সাথে আমার ছবি দেখিয়ে দিনের পরে দিন মিথ্যাচার করছে, তাদের বলতে চাই-আমার সাথে বিজেপির যোগী আদিত্যনাথের দেখা হয়নি; আমার সাথে দেখা হয়েছে সনাতন ধর্মের নাথ সম্প্রদায়ের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং গোরক্ষনাথ মঠের মঠাধীশ যোগী আদিত্যনাথের সাথে। উত্তর প্রদেশের প্রশাসনিক প্রধানের সাথে। তার রাজনৈতিক দর্শন কী সেটা আমার বিষয় নয়। অর্থাৎ আমার সাথে দেখা হয়েছে আধ্যাত্মিক এবং প্রশাসনিক ব্যক্তিত্বের, রাজনৈতিক ব্যক্তিত্বের নয়। বিষয়টি একটি দৃষ্টান্ত দিয়ে বলা যায়, যেমন- বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। তিনি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে তাই তিনি শুধু দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নয়, তিনি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়েরই বর্তমানে অবিভাবক। তিনি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, তাই তার সাথে দেখা করা, মিটিং করা মানে হেফাজতে ইসলামের সাথে দেখা করা বা মিটিং করা হয় না। আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।
দু'টি বিষয়ে উত্তর প্রদেশে অবস্থিত গোরক্ষপুরের এ নাথ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আমার দেখা হয়। প্রথমত নাথ সম্প্রদায়ের একটি এনসাইক্লোপিডিয়া তৈরির জন্য বাংলাদেশের নাথ সম্প্রদায়ের সাথে যুক্ত ময়নামতি, আদিনাথ, চন্দ্রদ্বীপ, কক্সবাজারের গোরখঘাটা প্রভৃতি স্থান; রাণী ময়নামতি, গুপিচন্দ্র, গোবিন্দচন্দ্র, কবি শুকুর মাহমুদ প্রভৃতি নাথপন্থার সাথে যুক্ত ব্যক্তিত্ব; 'গুপিচন্দ্রের সন্ন্যাস' প্রভৃতি নাথগ্রন্থ সম্পর্কে প্রবন্ধগুলি লিখে দেয়ার দায়িত্ব আমাকে দেয়া হয়। এনসাইক্লোপিডিয়াটি তৈরির অন্যতম দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. রাজশরণ শাহী স্যার।
দ্বিতীয়ত তাদের সাথে আমার যোগাযোগ হয় 'গ্লোবাল কন্ট্রিবিউশান অফ নাথ পন্থ' নামক ত্রিদিবসীয় আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে । ২০-২২ মার্চ, ২০২১ ভারতের গোরক্ষপুরে অবস্থিত দীন দয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নাথপন্থার উপরে সেই কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। সেই কনফারেন্সে নেপাল, কম্বোডিয়া, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, স্পেন, জামানি, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকেরা অংশগ্রহণ করেন। এমনকি পাকিস্তান থেকেও একজন গবেষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কনফারেন্সটি অনলাইন এবং অফলাইন দু'টি মাধ্যমেই হয়। কনফারেন্সটির ডিটেইলস আমার এই ফেইসবুক পেজেই শেয়ার দেয়া আছে। কেউ চাইলে আমার ফেইসবুকে সার্চ করে বিষয়টির সত্যতা দেখে নিতে পারেন। বিষয়টি যদি গোপনীয় হতো তবে নিশ্চয়ই আমি আমার ফেইসবুকে শেয়ার দিয়ে রাখতাম না। ত্রিদিবসীয় আন্তর্জাতিক কনফারেন্সের প্রথমদিনেই আমি আমার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করি। আমার বিষয় ছিলো, বাংলাদেশে নাথপন্থার গৌরবময় ঐতিহ্য এবং পরম্পরা। কনফারেন্সটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করেন। আমার গবেষণা প্রবন্ধে বিদ্বৎসমাজ সকলেই অত্যন্ত খুশি হয়।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে একাডেমিক এবং গবেষণা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাথে আমার দেখা হয়, কোনো রাজনৈতিক কারণে নয়। তাই এ বিষয়টি নিয়ে দিনের পরে দিন মিথ্যাচার ও অপপ্রচার না করার জন্য অপপ্রচারকারীদের অনুরোধ করছি এবং তাদের আমি সুমতি কামনা করছি।
ড. শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী