Bikashe-Aboni-বিকাশে অবনী

  • Home
  • Bikashe-Aboni-বিকাশে অবনী

Bikashe-Aboni-বিকাশে অবনী সনাতনের ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের মুল ?

07/07/2025
05/07/2025

যোগীর সাথে আমার ছবি প্রসঙ্গে

দেশে যারাই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকারের জন্য কথা বলবে, তাদেরই সংখ্যালঘু বিরোধীচক্র ভারতের দালাল, 'র'-এর এজেন্ট প্রভৃতি বিবিধ উপাধিতে ভূষিত করে তাদের নিয়ে মিথ্যা বানোয়াট প্রপাগাণ্ডা ছড়াবে। এ প্রসঙ্গে একটি কথা না বলে পারছি না, কারণ আমার মৌনতার সুযোগে যারা যোগী আদিত্যনাথের সাথে আমার ছবি দেখিয়ে দিনের পরে দিন মিথ্যাচার করছে, তাদের বলতে চাই-আমার সাথে বিজেপির যোগী আদিত্যনাথের দেখা হয়নি; আমার সাথে দেখা হয়েছে সনাতন ধর্মের নাথ সম্প্রদায়ের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং গোরক্ষনাথ মঠের মঠাধীশ যোগী আদিত্যনাথের সাথে। উত্তর প্রদেশের প্রশাসনিক প্রধানের সাথে। তার রাজনৈতিক দর্শন কী সেটা আমার বিষয় নয়। অর্থাৎ আমার সাথে দেখা হয়েছে আধ্যাত্মিক এবং প্রশাসনিক ব্যক্তিত্বের, রাজনৈতিক ব্যক্তিত্বের নয়। বিষয়টি একটি দৃষ্টান্ত দিয়ে বলা যায়, যেমন- বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির। তিনি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে তাই তিনি শুধু দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় নয়, তিনি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়েরই বর্তমানে অবিভাবক। তিনি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান, তাই তার সাথে দেখা করা, মিটিং করা মানে হেফাজতে ইসলামের সাথে দেখা করা বা মিটিং করা হয় না। আশাকরি বিষয়টি বুঝতে পেরেছেন।

দু'টি বিষয়ে উত্তর প্রদেশে অবস্থিত গোরক্ষপুরের এ নাথ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আমার দেখা হয়। প্রথমত নাথ সম্প্রদায়ের একটি এনসাইক্লোপিডিয়া তৈরির জন্য বাংলাদেশের নাথ সম্প্রদায়ের সাথে যুক্ত ময়নামতি, আদিনাথ, চন্দ্রদ্বীপ, কক্সবাজারের গোরখঘাটা প্রভৃতি স্থান; রাণী ময়নামতি, গুপিচন্দ্র, গোবিন্দচন্দ্র, কবি শুকুর মাহমুদ প্রভৃতি নাথপন্থার সাথে যুক্ত ব্যক্তিত্ব; 'গুপিচন্দ্রের সন্ন্যাস' প্রভৃতি নাথগ্রন্থ সম্পর্কে প্রবন্ধগুলি লিখে দেয়ার দায়িত্ব আমাকে দেয়া হয়। এনসাইক্লোপিডিয়াটি তৈরির অন্যতম দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. রাজশরণ শাহী স্যার।

দ্বিতীয়ত তাদের সাথে আমার যোগাযোগ হয় 'গ্লোবাল কন্ট্রিবিউশান অফ নাথ পন্থ' নামক ত্রিদিবসীয় আন্তর্জাতিক কনফারেন্সের মাধ্যমে । ২০-২২ মার্চ, ২০২১ ভারতের গোরক্ষপুরে অবস্থিত দীন দয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নাথপন্থার উপরে সেই কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। সেই কনফারেন্সে নেপাল, কম্বোডিয়া, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, স্পেন, জামানি, ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকেরা অংশগ্রহণ করেন। এমনকি পাকিস্তান থেকেও একজন গবেষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কনফারেন্সটি অনলাইন এবং অফলাইন দু'টি মাধ্যমেই হয়। কনফারেন্সটির ডিটেইলস আমার এই ফেইসবুক পেজেই শেয়ার দেয়া আছে। কেউ চাইলে আমার ফেইসবুকে সার্চ করে বিষয়টির সত্যতা দেখে নিতে পারেন। বিষয়টি যদি গোপনীয় হতো তবে নিশ্চয়ই আমি আমার ফেইসবুকে শেয়ার দিয়ে রাখতাম না। ত্রিদিবসীয় আন্তর্জাতিক কনফারেন্সের প্রথমদিনেই আমি আমার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করি। আমার বিষয় ছিলো, বাংলাদেশে নাথপন্থার গৌরবময় ঐতিহ্য এবং পরম্পরা। কনফারেন্সটি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধন করেন। আমার গবেষণা প্রবন্ধে বিদ্বৎসমাজ সকলেই অত্যন্ত খুশি হয়।

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে একাডেমিক এবং গবেষণা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাথে আমার দেখা হয়, কোনো রাজনৈতিক কারণে নয়। তাই এ বিষয়টি নিয়ে দিনের পরে দিন মিথ্যাচার ও অপপ্রচার না করার জন্য অপপ্রচারকারীদের অনুরোধ করছি এবং তাদের আমি সুমতি কামনা করছি।

ড. শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী

04/07/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্ত্তী আজ ইসলামপন্থী মৌলবাদী সন্ত্রাসীদের একটি সংঘবদ্ধ মব হামলার শিকার হয়েছেন।

জানা গেছে, ড. চক্রবর্ত্তী হয়তো ২০১৮ বা ২০২১ সালে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন, কিন্তু প্রশাসনিক নানা জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন পর, সম্প্রতি তাঁর পদোন্নতি-প্রক্রিয়ার অংশ হিসেবে একটি মৌখিক পরীক্ষার দিন নির্ধারণ করা হয়। আজ শুক্রবার ছিল সেই গুরুত্বপূর্ণ দিন।

প্যানেলে ছিলেন চারজন পরীক্ষক—তাঁদের একজন হিন্দু নারী, বাকিরা মুসলমান। পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবেই চলছিল। ঠিক এমন সময়, এক সংগঠিত মৌলবাদী গোষ্ঠী পরীক্ষাকেন্দ্রে ঢুকে পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করে তোলে। তারা শুধু পরীক্ষার প্রক্রিয়ায়ই বাধা দেয়নি, বরং এক ধরনের সহিংস পরিবেশ তৈরি করে ড. চক্রবর্ত্তীর ওপর হুমকি ও সন্ত্রাস চাপিয়ে দেয়।

প্রশ্ন উঠছে—একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের পদোন্নতির মতো একটি উচ্চমানের একাডেমিক কার্যক্রমে এই ধরনের মব হিংসার ঘটনা কীভাবে সম্ভব?

আরও গভীরভাবে ভাবলে, আরও বড় প্রশ্ন উঠে আসে—ড. কুশল বরণ চক্রবর্ত্তীর 'অপরাধ' কি শুধুই এই যে, তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন? তাঁর চিন্তা, তাঁর অবস্থান, তাঁর স্বাধীন মন কি এই সমাজে নিরাপদ নয়?

এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের হারিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের মত একটি বিদ্যাপীঠে মুক্তচিন্তার, মানবিকতার, এবং সংবিধানিক অধিকারের প্রতি এমন আগ্রাসন শুধু উদ্বেগজনকই নয়, বরং ভবিষ্যতের জন্য একটি ভয়াবহ সংকেত

হিন্দু নারীকে ধ*র্ষণের পর হ*ত্যার চেষ্টা‼️পলিথিন প্যাঁচানো হাত-পা বাঁধা এক হিন্দু নারীকে উদ্ধার করা হয়েছে। অসমর্থিত সূত্...
29/06/2025

হিন্দু নারীকে ধ*র্ষণের পর হ*ত্যার চেষ্টা‼️

পলিথিন প্যাঁচানো হাত-পা বাঁধা এক হিন্দু নারীকে উদ্ধার করা হয়েছে। অসমর্থিত সূত্রে জানা যায়,তাঁর বাড়ি বরিশাল রুপাতলী গ্যাস্টারবাইন এলাকায়।

বরিশাল ভোলা সড়কে তালুকদার মার্কেট এলাকার জঙ্গলের মধ্য থেকে খুব ভোরে এই নারীকে উদ্ধার করে পুলিশ।

যতদূর জানা গেছে,গতকাল সন্ধ্যায় ভোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। ধারণা করা হচ্ছে,তিনি ধর্ষণের শিকার।
কাজল চন্দ্র-
২৯-৬-২৫ ইং

#নারী_নির্যাতন_বন্ধ_করুন

মুরাদ নগরের ঘটনাটি সভ্যতার গালে এক চপেটাঘাত! একজন হিন্দু নারীর উপর যে পাশবিক ও নারকীয় নির্যাতন চালানো হয়েছে, তার তীব্র ন...
28/06/2025

মুরাদ নগরের ঘটনাটি সভ্যতার গালে এক চপেটাঘাত! একজন হিন্দু নারীর উপর যে পাশবিক ও নারকীয় নির্যাতন চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
এই লজ্জা শুধু একটি নির্দিষ্ট এলাকার নয়, এই লজ্জা সমগ্র দেশের। আমরা কোনো দল, ধর্ম বা পরিচয় দেখতে চাই না; আমরা শুধু অপরাধীর পরিচয় দেখতে চাই।
প্রশাসনের কাছে জোর দাবি, এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বাংলাদেশের মাটিতে এমন অমানবিকতার কোনো স্থান নেই।
#নারী_নির্যাতন_বন্ধ_করুন

28/06/2025

মুরাদ নগরের ঘটনাটি সভ্যতার গালে এক চপেটাঘাত! একজন হিন্দু নারীর উপর যে পাশবিক ও নারকীয় নির্যাতন চালানো হয়েছে, তার তীব্র নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
এই লজ্জা শুধু একটি নির্দিষ্ট এলাকার নয়, এই লজ্জা সমগ্র দেশের। আমরা কোনো দল, ধর্ম বা পরিচয় দেখতে চাই না; আমরা শুধু অপরাধীর পরিচয় দেখতে চাই।
প্রশাসনের কাছে জোর দাবি, এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। বাংলাদেশের মাটিতে এমন অমানবিকতার কোনো স্থান নেই।
#নারী_নির্যাতন_বন্ধ_করুন

26/06/2025

#সনাতনটিভি

ঢাকায় খিলক্ষেতে কালী মন্দিরের মা কালির প্রতিমা  বুলডোজার দিয়ে ভাংচুর করা হয়েছে
26/06/2025

ঢাকায় খিলক্ষেতে কালী মন্দিরের মা কালির প্রতিমা বুলডোজার দিয়ে ভাংচুর করা হয়েছে

02/05/2023

এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। লম্পট-বখাটে-খুনী কাউছারের ফাঁসি চাই।

👉 লাভ জিহাদ- এর পরিণতি 👇নামঃ- ডলি বর্মন, পিতাঃ- বিলাসু বর্মন , পড়াশোনাঃ- দশম শ্রেণির ছাত্রী,স্থানঃ- থানা কালিয়াগঞ্জ, উত...
21/04/2023

👉 লাভ জিহাদ- এর পরিণতি 👇

নামঃ- ডলি বর্মন,
পিতাঃ- বিলাসু বর্মন ,
পড়াশোনাঃ- দশম শ্রেণির ছাত্রী,
স্থানঃ- থানা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।

আজ ভোরবেলায় মৃত অবস্থায় দেহ ভেসে ওঠে পুকুরে।
জাভেদ আখতার আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে।

🔳 লাভ জিহাদ :একজন মুসলিমের কাছে,একজন হিন্দু গনিমতের মাল ছাড়া কিছুই না,প্রতিনিয়তই আমরা এসব পোস্ট দেখে থাকি,দেহের চাহিদা মিটে গেলেই,সব শেষ হয়ে যায়,তাই সবাইকে বলবে একটু সচেতন হন 🙏🙏🙏🙏🙏

বিধর্মী কে ভালোবাসার প্রতিদান নিজ ধর্মে কি ওদের জন্য ছেলে নেই! ঈশ্বর কি ওদের মাথায় কি একটু বুঝার মত জ্ঞান দেইনি না কি জন্মশত্রুে জ্ঞানহীন।

#সংগৃহীত

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bikashe-Aboni-বিকাশে অবনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share