05/05/2025
মানব চরিত্রের একটি খারাপ দিক রাগ। কারো রাগ যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাগান্বিত মানুষ বেসামাল হয়ে যায়, তখন অন্যের
ওপর জুলুম করে। রাগের কারণে মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তখন খুনখারাবি পর্যন্ত হয়ে যায়। ঘর-সংসার ভেঙ্গে যায়। গীবত সমালোচনার পেছনেও মানুষের রাগ কাজ করে। প্রতিপক্ষের উন্নতি সহ্য হয় না। শয়তান রাগের ইন্ধন জোগায়। কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। রাগ নিবারণ অপরিহার্য। নচেৎ জীবনের সমূহ বিপর্যয় অনিবার্য। এক সাহাবি রাসূল (সা:) এর কাছে এসে বললেন, ইয়া রাসূল্লালাহ! আমাকে অল্প কথায় কিছু নছিহত করুন। রাসূল (সা:) বললেন শুধু বর্জন করো। (বুখারী)। এ থেকে বুঝা যায়, ক্রোধ বর্জন করার গুরু