যত্তসব

  • Home
  • যত্তসব

যত্তসব video creators,Videos, personal blogs,

বিভিন্ন ধরণের ড্রাইভিং লাইসেন্সের ফি:লার্নার ড্রাইভিং লাইসেন্স:আবেদন ফি:০১ (এক) ক্যাটাগরি-৫১৮/-টাকা (শুধু মোটরসাইকেল অথব...
22/06/2025

বিভিন্ন ধরণের ড্রাইভিং লাইসেন্সের ফি:
লার্নার ড্রাইভিং লাইসেন্স:

আবেদন ফি:
০১ (এক) ক্যাটাগরি-৫১৮/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)
০২ (দুই) ক্যাটাগরি-৭৪৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)
স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফি:

অপেশাদার:
অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ৪৪৯৭/-টাকা ।
পেশাদার:
পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৭৭২/-টাকা ।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ৪১৫২/- টাকা ।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা ।
পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ৫১৮/- টাকা হরে জরিমানা প্রদান করতে হবে।

ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফী

হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৯৩২/-টাকা।
ড্রাইভিং লাইসেন্স সংশোধন ফি

ড্রাইভিং লাইসেন্স সংশোধন ফি ১০৪৭ টাকা ।
ডাক বিভাগের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের বিতরণ করা হবে তাই ফি’র সাথে অতিরিক্ত ৬০/- টাকা প্রদান করতে হবে

অপেশাদার ড্রাইভিং লাইসেন্স:

মোটরসাইকেল (পর্যন্ত 250cc):
মোটরসাইকেল (251cc – 500cc):
গাড়ি (পর্যন্ত 1500cc):
গাড়ি (1501cc – 2500cc):
পেশাদার ড্রাইভিং লাইসেন্স:

হালকা যানবাহন (পর্যন্ত 2500kg):
মাঝারি যানবাহন (2501kg – 6500kg):
ভারী যানবাহন (6501kg – উপরে):
আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স:

3 বছরের জন্য:
1 বছরের জন্য:
ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়া:

অনলাইনে: https://brta.gov.bd/
সরাসরি:
BRTA-এর অনুমোদিত ড্রাইভিং স্কুলের মাধ্যমে।

প্রয়োজনীয় কাগজপত্র:

জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
আবেদনপত্রের সত্যায়িত ফটোকপি
মেডিকেল সার্টিফিকেট
২ কপি পাসপোর্ট সাইজ ছবি
নির্ধারিত ফি প্রদানের রশিদ

তথ্য সংগ্রহ

ফিতা দিয়ে গবাদিপশুর ওজন নির্ণয় পদ্ধতিগবাদিপশুর খামার ব্যবস্থাপনায় লাভবান হতে গবাদিপশুর ওজন নির্ণয় অবশ্যই জানতে হবে। খুব ...
31/05/2025

ফিতা দিয়ে গবাদিপশুর ওজন নির্ণয় পদ্ধতি

গবাদিপশুর খামার ব্যবস্থাপনায় লাভবান হতে গবাদিপশুর ওজন নির্ণয় অবশ্যই জানতে হবে। খুব সহজেই ফিতা দিয়ে গবাদিপশুর ওজন নির্ণয় পদ্ধতি এর বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

সংশ্লিষ্টরা বলছেন, খামারে লাভ করতে হলে যে কয়েকটি বিষয় গুরুত্ব দিতে হবে তার মধ্য অন্যতম হলো গবাদিপশুর ওজন নির্ণয়। নিয়ম মেনে এই ওজন দেয়া উচিত।

প্রতিদিন বা সপ্তাহান্তে গবাদিপশুর ওজন ডায়েরিতে লিপিবদ্ধ করা উচিত। ওজনের ওপর নির্ভর করে খাদ্যসহ অন্যান্য যত্নও নিতে হবে। অনেকের ধারণা গবাদিপশুর ওজন নির্ণয় করতে হয়তো অনেক অনেক বড় উপকরণ দরকার।

না, ফিতা দিয়েই গবাদিপশুর ওজন মাপা যাবে। তবে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ফিড মাষ্টার; বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নামের অ্যাপ ব্যবহার করে করা যাবে।

খুব সহজে গবাদিপশুর ওজন নির্ণয় করা যাবে লাল রঙে দেয়া লিঙ্কে প্রবেশ করে। ফিতা দিয়ে গবাদিপশুর ওজন নির্ণয় করতে এখানে ক্লিক করুন

প্রিয় খামারিরা ওজন মাপার এই সহজ পদ্ধতিটি ব্যবহার করে অবশ্যই উপকার হবে আপনাদের। এছাড়া এ বিষয়ে যে কোন জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে জেনে আপনাদের কাছে তুলে ধরবো।

ফিতা দিয়েই গবাদিপশুর ওজন নির্ণয় পদ্ধতি সংবাদটির এর তথ্য বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

খামারিদের মতে, চেষ্টা করুন প্রতি মাসে অন্তত একবার আপনার খামারে ফ্যাটেনিং গরুর ওজন নিয়ে দেখতে গ্রোথ কেমন পেলেন। অর্থাৎ কত টাকার ইনপুট (খাওয়া) দিলেন আর কত টাকার আউটপুট (মাংস) আসলো।

কেননা আপনি শুধু গবাদিপশুকে খাওয়ালেন কিন্তু কতটুকু আউটপুট আসলো তা না জানলে হিসাবটা ঠিকমতো করতে পারবেন না। আর হিসাবটা ঠিক মতো না করতে পারলে খামারে ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

🐄মনে করি, গরুটির দৈর্ঘ্য ৭০ ইঞ্চি এবং বেড় ৬০ ইঞ্চি। তাহলে গরুর আনুমানিক ওজন হবে (৭০X৬০X৬০)/৬৬০ = ৩৮১ কেজি (প্রসঙ্গত, প্রধান সূত্রে পাউন্ডে হিসেব করা হয়েছে কিন্তু এখানে সুবিধার জন্য কেজিতে দেখিয়ে ৬৬০ দ্বারা ভাগ করা হয়েছে)। এই সূত্রের সাহায্যে যে ওজন পাওয়া যাবে তা হলো গরুর নাড়িভুড়িসহ সবকিছুর ওজন।

👉 শেয়ার করে টাইমলাইনে রেখে দিন অনেকের উপকারে আসবে ।
খামার বাড়ি গবাদিপশু পালন ও কৃষি কৃষি ও খামার।

Copy :The Natural beauti

অনলাইনে ভিডিও তৈরি করে কিভাবে আপনি আয় করতে পারেন – একটি পূর্ণাঙ্গ গাইড (বাংলায়)বর্তমানে ভিডিও কনটেন্ট ইন্টারনেট দুনিয়ার ...
21/05/2025

অনলাইনে ভিডিও তৈরি করে কিভাবে আপনি আয় করতে পারেন – একটি পূর্ণাঙ্গ গাইড (বাংলায়)

বর্তমানে ভিডিও কনটেন্ট ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। YouTube, Facebook, Instagram, TikTok সহ নানা প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্ট তৈরি করে লাখো মানুষ আয় করছেন। আপনি যদি অনলাইনে ভিডিও তৈরি করে নিজের পরিচিতি গড়তে এবং ইনকাম করতে চান, তাহলে নিচের ধাপগুলো আপনাকে সাহায্য করবে।

১. আপনি কী ধরনের ভিডিও বানাবেন? (নিচের আইডিয়াগুলোর মধ্যে থেকে বেছে নিতে পারেন):

শিক্ষামূলক ভিডিও (Education / Tutorial)

বিনোদনমূলক ভিডিও (Comedy / Short Films / Vlog)

রিভিউ ভিডিও (Product Review, Mobile Unboxing)

লাইফস্টাইল বা ভ্লগ (Daily Vlog, Travel)

খবর বা সমসাময়িক বিষয় (News & Commentary)

অনুপ্রেরণামূলক গল্প (Motivational)

ইসলামিক/ধর্মীয় ভিডিও

খেলা/গেমিং ভিডিও (Game Streaming)

২. কী দিয়ে ভিডিও বানাবেন?

হ্যান্ডসেট: শুরুতে স্মার্টফোন দিয়েই ভালো ভিডিও করা যায়। যেমন: Samsung, iPhone, Xiaomi ইত্যাদি।

অ্যাপ বা সফটওয়্যার:

ভিডিও তোলার জন্য: Phone Camera, Open Camera (Android)

এডিট করার জন্য:

মোবাইল: CapCut, InShot, Kinemaster, VN

পিসি: Adobe Premiere Pro, DaVinci Resolve, Filmora

সাউন্ড কোয়ালিটি:
ভালো সাউন্ডের জন্য আপনি Boya বা Lavalier মাইক্রোফোন ব্যবহার করতে পারেন।

৩. ভিডিও বানানোর প্রক্রিয়া (ধাপে ধাপে):

ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন বা আইডিয়া তৈরি করুন

– আপনি কী বলতে বা দেখাতে যাচ্ছেন, তার পরিকল্পনা করে নিন।

ধাপ ২: ভিডিও শ্যুট করুন

– আলো এবং ব্যাকগ্রাউন্ড যেন পরিষ্কার থাকে। হাতে ধরে বা ট্রাইপড দিয়ে ভিডিও করুন।

ধাপ ৩: ভিডিও এডিট করুন

– শুরু ও শেষে ইন্ট্রো-আউট্রো যোগ করুন
– শব্দ ঠিক করুন, অপ্রয়োজনীয় অংশ কেটে দিন
– সাবটাইটেল/টেক্সট যোগ করলে ভালো হয়

ধাপ ৪: ভিডিও প্রকাশ করুন

– YouTube, page, TikTok, Instagram – যেখানেই পোস্ট করুন, ভালো ক্যাপশন ও হ্যাশট্যাগ দিন।

৪. ভিডিও থেকে আয় করার উপায়:

YouTube Monetization: সাবস্ক্রাইবার ও Watch Hour পূর্ণ হলে আয় শুরু

Facebook In-stream Ads

Sponsorship / Brand Deal

Affiliate Marketing (ভিডিওতে পণ্য সাজেস্ট করে)

কোর্স বা ডিজিটাল পণ্য বিক্রি

স্টার / গিফট / ফ্যান সাবস্ক্রিপশন (Facebook / TikTok)

৫. টিপস:

প্রথমে নিঃস্বার্থভাবে দিতে শিখুন – ধৈর্য ধরুন

নিয়মিত কনটেন্ট দিন (Consistency is key)

ভিউ নয়, কনটেন্টের মানে গুরুত্ব দিন

ট্রেন্ড ফলো করুন, তবে নিজের স্টাইল বজায় রাখুন

ভিজুয়াল ও সাউন্ডে ভালো মান বজায় রাখুন

দর্শকদের কমেন্ট/রেসপন্স দিন, এনগেজ করুন

উপসংহার:

ভিডিও কনটেন্ট এখন শুধুই বিনোদনের মাধ্যম নয়, বরং একটি ফুল-টাইম ক্যারিয়ারও হতে পারে। যেকোনো সাধারণ মোবাইল দিয়ে শুরু করা যায়। প্রয়োজন শুধু আপনার আগ্রহ, পরিকল্পনা ও ধারাবাহিকতা।

আপনি চাইলে আমি আপনার জন্য ভিডিও আইডিয়া বা স্ক্রিপ্টও বানিয়ে দিতে পারি। আপনি কোন ধরনের ভিডিও বানাতে আগ্রহী?


#যত্তসব

17/03/2025

#শুভ #জন্মদিন #বাংলার #মহানায়ক
#মুজিব #শেখ_মুজিব

ঠাকুর গাঁও সদর হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি হয়েছে  ছবিটি শেয়ার করে  দরিয়ে দিতে সহযোগিতা করুন।  #বাচ্চা_চুরি
12/03/2025

ঠাকুর গাঁও সদর হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি হয়েছে ছবিটি শেয়ার করে দরিয়ে দিতে সহযোগিতা করুন।
#বাচ্চা_চুরি

এমনও হয়, একই গাছের একই ডালে দুটো আম একই সময়ে বেড়ে উঠে। একটি হয়তো আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ব হওয়ার জন্য আরও সময়ে...
22/02/2025

এমনও হয়, একই গাছের একই ডালে দুটো আম একই সময়ে বেড়ে উঠে। একটি হয়তো আগেই পেকে যায় এবং অন্যটি পরিপক্ব হওয়ার জন্য আরও সময়ের প্রয়োজন হয়।

এই আমগুলোর মাধ্যমে প্রকৃতি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়: অন্যরা আমাদের আগে সফল হয়েছে বলে আমরা ব্যর্থ নই। এর অর্থ শুধু এটুকুই—আমাদের সময় এখনো আসেনি।

তাই ধৈর্য ধরতে হবে, শক্ত থাকতে হবে এবং হতাশায় ভেঙে পড়া যাবে না।

আমরা হয়তো আমাদের নিজস্ব সাফল্যের খুব কাছেই আছি।

সুতরাং নিজে পিছিয়ে পড়লে কিংবা কাছের কেউ এগিয়ে গেলে— ধৈর্য্য, অধ্যবসায় এবং বিশ্বাস ধরে রাখাটা অতীব জরুরী।

21/02/2025

আজ ২১শে ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

18/02/2025

অনেক দিন বাদে আজ সকালে উঠলাম।

বিস্তারিত কমেন্টে
31/01/2025

বিস্তারিত কমেন্টে

17/01/2025

আসুন এ কটু ড্যান্স হয়ে যাক....
#ড্যান্স
#ভাইরালভিডিওシ
#নতুননাচ

 #বাংলাদেশ  #নওমুসলিম  #নতুন  #সার্পোট  #দিনাজপুর
15/01/2025

#বাংলাদেশ
#নওমুসলিম
#নতুন
#সার্পোট
#দিনাজপুর

. #সার্পোট
13/01/2025

. #সার্পোট

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when যত্তসব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share