বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর I can go far with your support
(2)

🩸 রক্ত দিন, জীবন বাঁচান 🩸বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর এর পপক্ষ থেকে O+ পজেটিভ লাল ভালোবাসা উপহার দিয়েছেন..!👉 আপন...
02/09/2025

🩸 রক্ত দিন, জীবন বাঁচান 🩸
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর এর প
পক্ষ থেকে O+ পজেটিভ লাল ভালোবাসা উপহার দিয়েছেন..!

👉 আপনার অল্প কিছু রক্ত অন্য কারো নতুন জীবন দিতে পারে।
👉 একজন দাতা ৩ মাস পরপর রক্ত দিতে পারেন, এতে শরীরের কোনো ক্ষতি হয় না।
👉 রক্ত দিলে নতুন রক্তকণিকা তৈরি হয়, শরীর থাকে সতেজ ও সুস্থ।

⚠️ দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা কিংবা গুরুতর অসুস্থতায় প্রতিদিন অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়।
আপনার দেওয়া এক ব্যাগ রক্তই হতে পারে কারো শেষ ভরসা।

❤️ আসুন, নিয়মিত রক্ত দানে অভ্যস্ত হই।
✋ আজ রক্ত দিন, আগামীকাল হয়তো আপনার প্রিয়জনের প্রয়োজন হতে পারে।

#রক্তদান #মানবসেবা #জীবন_বাঁচান
সকলে রক্তের গ্রুপ বলে যান

আলহামদুলিল্লাহ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর এর পক্ষ থেকে ১ ব্যাগ লাল ভালোবাসা উপহার।
31/08/2025

আলহামদুলিল্লাহ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর এর পক্ষ থেকে ১ ব্যাগ লাল ভালোবাসা উপহার।

গাজী রাসেল মাহমুদ 🩸 রক্ত দিন, জীবন বাঁচান 🩸👉 আপনার অল্প কিছু রক্ত অন্য কারো নতুন জীবন দিতে পারে।👉 একজন দাতা ৩ মাস পরপর র...
29/08/2025

গাজী রাসেল মাহমুদ
🩸 রক্ত দিন, জীবন বাঁচান 🩸

👉 আপনার অল্প কিছু রক্ত অন্য কারো নতুন জীবন দিতে পারে।
👉 একজন দাতা ৩ মাস পরপর রক্ত দিতে পারেন, এতে শরীরের কোনো ক্ষতি হয় না।
👉 রক্ত দিলে নতুন রক্তকণিকা তৈরি হয়, শরীর থাকে সতেজ ও সুস্থ।

⚠️ দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা কিংবা গুরুতর অসুস্থতায় প্রতিদিন অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়।
আপনার দেওয়া এক ব্যাগ রক্তই হতে পারে কারো শেষ ভরসা।

❤️ আসুন, নিয়মিত রক্ত দানে অভ্যস্ত হই।
✋ আজ রক্ত দিন, আগামীকাল হয়তো আপনার প্রিয়জনের প্রয়োজন হতে পারে।

সকলে রক্তের গ্রুপ বলে যান।
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_মাধাইয়া_ইউনিয়ন
#রক্তদিনজীবনবাঁচান #মানবসেবা #রক্তদান_জীবনদান

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহ...
29/08/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহটা আরো বাড়বে!
প্লিজ

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

https://www.facebook.com/share/1FpkUeuqfM/

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহ...
27/08/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
যাতায়াত বাবদ খরচের বিষয়টা আগে কলে বলে নেবেন তাহলে তার আগ্রহটা আরো বাড়বে!
প্লিজ

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
ধন্যবাদঃ - বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর

নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি কি আমরা তৈরী করতে পারছি? নাকি পুরনো সংস্কৃতিই টিকিয়ে রাখছি? ছাত্র-জনতার কাছে প্রশ্...
01/06/2025

নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি কি আমরা তৈরী করতে পারছি? নাকি পুরনো সংস্কৃতিই টিকিয়ে রাখছি? ছাত্র-জনতার কাছে প্রশ্ন!
Md Sarjis Alam Hasnat Abdullah

এর সাথে গাজী রাসেল মাহমুদ – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
24/04/2025

এর সাথে গাজী রাসেল মাহমুদ – আমাকে তার সেরা ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

20/04/2025

🔥আফগানিস্তানের সর্বোচ্চ শক্তিশালী ফোর্স 313 এর সামরিক প্রশিক্ষণের আরও একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেখুন লিংক কমেন্টে👇👇

😥
19/04/2025

😥

07/04/2025

প্রস্তুত তো

02/04/2025

আলহামদুলিল্লাহ কেরণখাল মাদক-কারবারী গ্রেফতার। চান্দিনা মাদকমুক্ত করব ইনশাআল্লাহ। সাধু সাবধান🙂

Address

Dhaka Chandragati

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সোনাপুর:

Share