
30/07/2025
আমার একটা অভ্যাস ভাই যত বড় বড় অপরচুনিটি বড় বড় অপশন আমার হাতে থাকুক, আমি ছোটখাটো কোন কিছুই ভুলি না, আমার কাছে সব কিছুই সমান লাগে, অনেক ব্যস্ত থাকার পরেও বড় বড় দুইটা তিনটা পেজে মনিটাইজেশন থাকার পরেও, এই ছোটখাটো পেজগুলোতে আমি পোস্ট করতে ভুলি না এটা আমার অনেক ভালো লাগা কাজ করে, কিছু হোক বা না হোক এগুলো ভালোবাসার অংশ। 🥰🥰