
16/06/2025
"হারিয়ে যাওয়া মাটির ঘ্রাণ | গ্রামের সেই সকাল"
"ভোরের আলো ফোটার সাথে সাথে গ্রামের মাটির রাস্তা ধরে হাঁটতে থাকে সেই বৃদ্ধ। লাঠি হাতে ক্লান্ত শরীর, কিন্তু চোখে স্মৃতির ঝলকানি। রাস্তার পাশে চায়ের দোকানের ধোঁয়া আর মানুষের হাসি তার মন ভরে দেয়। এই মাটিই তার শিকড়, এই মাটিই তার আশ্রয়।"
#মাটিরটান #গ্রামেরমাটি #চায়েরদোকান #ভোরেরশান্তি