24Ghanta Television

24Ghanta Television Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 24Ghanta Television, Digital creator, Nirman Samad Trade Centre, Level-2 (2/A), 63/1, Pioneer Road, Kakrail 1000 Dhaka, Dhaka Division.
(1)

30/06/2025

অন্যের মাছ কেটে চলে সংসার

27/06/2025

হিরো আলমের আ/ত্ম/হ/ত্যাচেষ্টার খবর শুনে বুকে জড়িয়ে চিকিৎসার জন্য ঢাকায় নিলেন রিয়া মনি

26/06/2025
26/06/2025

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন হিরো আলম

26/06/2025

ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা।

সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন—তা ছোট হোক কিংবা বড়—সবই এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে।

মেটার পক্ষ থেকে আরও বলা হয়েছে, নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফায়েড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে, যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি, সম্পাদনা ও শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে।

এর আগে রিলস আপলোডের সময়সীমা ছিল সর্বোচ্চ ৬০ থেকে ৯০ সেকেন্ড। তবে নতুন নিয়মে এই সীমাবদ্ধতাও তুলে নেওয়া হয়েছে। এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন—তবে সেটিও রিলস হিসেবেই প্রকাশিত হবে।

*** আয় হবে শুধু রিলস থেকে ***

নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনেটাইজেশনের সুযোগ আর থাকছে না। অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন, তাদের এখন থেকে কনটেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায়।

*** আসছে নতুন ক্রিয়েটিভ টুল ***

মেটা জানিয়েছে, নতুন ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট, ফিল্টার, টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন।

ভিডিও ও রিলস একীভূত করার এ সিদ্ধান্ত ফেসবুকের ভিডিওভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও, আয়ের দিক থেকে অনেক কনটেন্ট নির্মাতাকে নতুন কৌশলে মানিয়ে নিতে হবে।

26/06/2025
25/06/2025
25/06/2025

ভাবছেন বিয়ে করবেন, প্রথমেই চিন্তা, খরচ হবে কত? বসলেন খাতা-কলম নিয়ে। একে তো স্বর্ণের দাম আকাশছোঁয়া, তারওপর অন্যান্য খরচেরও শেষ নেই। হিসাব করতে-করতেই মাথায় হাত। তবে কী খরচের ধাক্কায় এবারও করা হলো না বিয়েটা?

চিন্তার কিছু নেই। এখন থেকে বিয়ের জন্য নিতে পারবেন ২০ লাখ টাকা পর্যন্ত। চলুন জেনে নেই কীভাবে পাওয়া যাবে এই বিশেষ লোন এবং কারা কারা পাবে এটি।

বিয়ের কথা উঠলেই মধ্যবিত্তরা আগে ভাবেন খরচের কথা। গাঁয়ে হলুদ থেকে শুরু করে মূল অনুষ্ঠান পর্যন্ত খালি খরচ আর খরচ। একারণেই বিয়ের বয়স পার হয়ে গেলেও অনেকেই বিয়ের সাহস করে উঠতে পারছেন না। এবার তাদের কথা ভেবেই বিবাহ ঋণের বিভিন্ন সুবিধা এনেছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক।

বিয়ের জন্য ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে এসব ব্যাংক। মাসিক কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ রয়েছে। এই ঋণ পরিশোধে সময় পাবেন সর্বোচ্চ ৫ বছর। তবে কিস্তির সংখ্যা বাড়ালে সুদের পরিমাণও বেড়ে যাবে।

ব্যাংগুলোর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইউসিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইত্যাদি। এ ছাড়া বেশির ভাগ ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ সুবিধায় বিবাহ ঋণ দিচ্ছে।

চাকরিজীবীরাই এই ঋণ নিতে পারবেন। স্থায়ী চাকরি, ভালো আয় হলে অগ্রাধিকার দিবে ব্যাংক। বয়স, চাকরির অভিজ্ঞতা ও আর্থিক লেনদেন ইতিহাস বিবেচনা করে অন্য পেশাজীবী (যেমন: চিকিৎসক, শিক্ষক) এরাও আবেদন করতে পারবেন।

বিয়ের জন্য ঋণ পেতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, চাকরির প্রমাণপত্র (যেমন আইডি কার্ড, নিয়োগপত্র), সর্বশেষ ৩ থেকে ৬ মাসের পে-স্লিপ, ব্যাংক হিসাবের বিবরণী, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ এবং কিছু ক্ষেত্রে অনাপত্তি সনদ (এনওসি) প্রয়োজন হয়।

বিয়ের ঋণের জন্য আবেদন করতে বিয়ের কার্ড, চিকিৎসার কাগজ বা ভ্রমণ পরিকল্পনার কপি দিতে হতে পারে। এর সঙ্গে বর বা কনের সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি চাইতে পারে ব্যাংক।

হঠাৎ সুর পাল্টালেন ট্রাম্প
25/06/2025

হঠাৎ সুর পাল্টালেন ট্রাম্প

হঠাৎ সুর পাল্টালেন ট্রাম্প

খোলামেলা পোশাক নিয়ে যা বললেন রুনা খান
24/06/2025

খোলামেলা পোশাক নিয়ে যা বললেন রুনা খান

কী সেই নিউজ?
23/06/2025

কী সেই নিউজ?

22/06/2025

Address

Nirman Samad Trade Centre, Level-2 (2/A), 63/1, Pioneer Road, Kakrail 1000 Dhaka
Dhaka Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24Ghanta Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24Ghanta Television:

Share