Bangla Trend 02

  • Home
  • Bangla Trend 02

Bangla Trend 02 ❣️❣️❣️❣️

অভিনয়ের জন্য বেডি মানুষ সেরা রেহহহহ😓🙏এটা কি হইলো রে ভাই 🫢
16/07/2025

অভিনয়ের জন্য বেডি মানুষ সেরা রেহহহহ😓🙏
এটা কি হইলো রে ভাই 🫢

যারা পিছনে সমালোচনা করে তাদেরকে বসিয়ে একটা ধা!ক্কা দিতে পারলে শান্তি লাগতো🙂
16/07/2025

যারা পিছনে সমালোচনা করে তাদেরকে বসিয়ে একটা ধা!ক্কা দিতে পারলে শান্তি লাগতো🙂

14/07/2025

আটার রুটি, খাসির মাংস, তোমার প্রেমে আমি ধ্বংস"

মেহেরীন যখন আদালতে উ*ন্মা*দের মতো তার বাবা - মায়ের নামে অভিযোগ করছিলো তখন তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাড়িয়ে ছিল আর তার...
13/07/2025

মেহেরীন যখন আদালতে উ*ন্মা*দের মতো তার বাবা - মায়ের নামে অভিযোগ করছিলো তখন তার মা কাঠগড়ায় মাথা নিচু করে দাড়িয়ে ছিল আর তার বাবা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলো। মেহেরীন তার বাবা মায়ের একমাত্র সন্তান। হয়তো তারা এই সন্তানের সমস্ত চাহিদা চাওয়া মাত্রই পূরণ করেছেন, নিজেরা কষ্ট করে হলেও তার স্বাদ আহ্লাদ পূরণ করতে কার্পণ্য করেননি। কিন্তু আজ তার সন্তান বলছেন, সে সমস্ত পৃথিবীকে জানাতে চায় তার বাবা - মা "অ*প*রা*ধী"। আপনাদের অনেকরই হয়তো ঐশীর কথা মনে আছে। পু*লি*শ বাবার সন্তান অগাধ টাকাপয়সা পেয়ে বখে গিয়ে একসময় তার বাবা - মাকেই শেষ করে দিয়েছিলো।
আমার মনে আছে একবার ছোটবেলায় স্কুল শেষে স্কুলের মাঠে বন্ধুদের সাথে খেলতে গিয়ে, জুতা হারিয়ে ফেলেছিলাম। সারা মাঠে আমি দোয়া ইউনুস পড়ে কেঁদে কেঁদে আল্লাহ কে ডেকে জুতা খুঁজতে থাকলাম, কারণ আমি জানতাম স্কুল থেকে সরাসরি বাসায় না গিয়ে, মাঠে খেলে জুতা হারিয়ে ফেলার কারণে আমাকে শা*স্তি পেতে হবে, স্কুলের জুতা ছাড়া কয়েকদিন স্কুলে গিয়ে স্যারের কাছেও শা*স্তি পেতে হবে। প্রয়োজনীয় জিনিস গুলো বছরে ২/১ বার কেনা হয়, চাইলেই যখন তখন পাওয়া যায় না, ( আমার বাবা - মা যে অভাবী ছিলেন এমনটাও না, তারা এভাবেই আমাদের বড় করেছেন) অপেক্ষা করতে হয়।
আজকে মেহেরীন কিংবা ঐশীর এই অস্বাভাবিক আচরণের দায় তাদের বাবা - মাকেও নিতে হবে। সন্তানকে আদর ভালোবাসার নামে একটা বেয়াদব জেনারেশন তৈরি করেছেন তারা। তাদের কাছে এটা Good parenting! চোখের সামনে সন্তান নিজের জিনিসপত্রের যত্ন করছে না, বড়দের সামনে শান্ত থাকছে না, যখন যা মন চায় পেয়ে যাচ্ছে, প্রথম প্রথম এই কাজগুলো বাইরের মানুষের সাথে বেশি করে, তখন এই অতি আধুনিক বাবা -মায়ের কুসুম কুসুম হাসি পায়, সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে আমার বাচ্চার যা জি*দ! যা চায় তাই দিতে হয়!তারপর এই অত্যাচার যখন খারাপ চাহিদা নিয়ে শুরু হয়, তখন তারা হঠাৎ করে লাগাম টানতে গিয়ে নিজেরাই ভি*লেন হয়ে যাচ্ছেন।
তাই সন্তানকে কিছুটা অভাব দেখানো উচিৎ, তাদের বোঝানো দরকার চাইলেই সবকিছু পাওয়া যায় না, অর্জণ করতে ও অপেক্ষা করতে হয়, ভুল করলে শা*স্তি পেতে হয় আর ভালো কাজে প্রশংসা ও আদর পাওয়া যায়।
আর না হলে এইভাবেই, নিজের কে নিজেরই প্রতিপক্ষ হিসেবে আদালতে আবিষ্কার করতে হবে।
C... rime Sultana
#চলো_একসাথে_বাঁচতে_শিখি

সোহাগের ক'ব'রের সামনে তার স্ত্রী সন্তান!
12/07/2025

সোহাগের ক'ব'রের সামনে তার স্ত্রী সন্তান!

একবার ভাবুন তো, এটা আপনার বুকের উপর পরলে কি হবে!😊💔
12/07/2025

একবার ভাবুন তো, এটা আপনার বুকের উপর পরলে কি হবে!😊💔

ইমাম নুরুল আমিন মাদানী, চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি...
11/07/2025

ইমাম নুরুল আমিন মাদানী, চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবাড়ি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি লেখাপড়া সম্পূর্ণ করেন।

আজ খুতবা চলা অবস্থায় খুতবা পছন্দ না হওয়ায় এক স*ন্ত্রা*সী চা*পাতি দিয়ে তার উপর অতর্কিত হা*ম*লা চালায়। খুতবা পছন্দ না হওয়া কি মারার কারণ হতে পারে?

কি এক সময়ে আছি ভাই? সবার উপর থেকে কি মায়া-দয়া উঠে গেলো? এইসব তো চরম গজবের লক্ষণ। হে আল্লাহ, তুমি হেফাজত করো।

ব্যাবসায়ীকে পাথর মেরে হত্যাকারী।
11/07/2025

ব্যাবসায়ীকে পাথর মেরে হত্যাকারী।

11/07/2025

এই ভাবে প্রকাশ্যে পাথর ছুঁড়ে মানুষ হ*ত্যা*র দৃশ্যে আমি নির্বাক। আমি স্তম্ভিত। এ আমার দেশ নয়। মৃত্যু উপত্যকায় আমাদের বসবাস।

10/07/2025
10/07/2025

ছেলে "বাবাকে" বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। নোটিশ এসেছে বাড়ি ছাড়ার!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Trend 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share