
31/07/2025
আমিরে জামায়াতের হার্টে তিনটা ব্লক ধরা পড়ছে। এমন পরিস্থিতিতে উনার মেডিকেল বোর্ড দ্রুত সিঙ্গাপুর অথবা অন্যদেশে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
কিন্তু তিনি সেই পরামর্শে রাজি হোন নাই। তিনি দেশেই বাইপাস সার্জারি করাবেন। দেশেই চিকিৎসা করাবেন।
এমন নেতাই আমরা চেয়েছিলাম যারা অসুস্থ হলে দেশের মানুষের সাথে একই কাতারে একই চিকিৎসা গ্রহণ করবে। তাদের সন্তানরা আমাদের সাথে একই স্কুল কলেজে পড়বে। তবেই শুধুমাত্র দেশের শিক্ষা চিকিৎসা খাতের উন্নতি হবে।
-