06/04/2025
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি Boমাও উড়ে আসেনি।
It will be written in the history page - Pakistan was one of the world's nuclear power, yet a boo mother did not fly to take Gaza. The Nile of the Egyptian, the Biver has gone up to the century, and the century of Africa's desert. But at the side of the Gaza children trembled trembles in the thirst and fell on the ground. Saudi Arabia, the Arab Emirates was the luxury of the oil Sea, the luxury empire of the oil, but the ambulance of Gaza was standing in the street without being petrol, nicely, Silence is their only scream. The highest expectations - looking at many eyes of the expectation was looking at Turkey. The dream of the leadership, the 'spoil claimed to be the Ummah. Nevertheless, they did nothing for Gaza. No evil-related help, military cooperation, not security security, diplomatic aggression of the system. The Muslims of the whole world were 50 lakh soldiers, tanks, missiles, warfare, satellite, detective forces, modern technology, even modern technology even in the hydrogen nuclear bomb- but, there was no shade in the sky of Gaza. Ga'a nobody left the jar. Everything will be in history. Like Gaza - the Muslims in the dark side of the wrath, including Kashmir, Ughur, Rohingya. However, most will be written in the most merchant-'they were silent. Everyone was silent. He was deeper than death.
মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।
সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।
সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..
গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গা*জার দিকে কেউ হাঁটেনি।
সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'
Shironamhin 0.2 fans