
11/10/2024
আমার ক্যামেরার গল্পটা শুরু হয় ২০১৬-১৭ইং থেকেই..। Mohammad Mi Ju II ভাইকে দেখে আমি inspire হই..। এবং ইচ্ছা করত যদি আমারও একটা ক্যামেরা থাকত তাহলে আমিও ছবি তুলতাম । কিন্তু পারিবারিক সমস্যার জন্য সুযোগ হয় নাই..। কিন্তু ক্যামেরার প্রতি ভালবাসা বিন্দু মাত্র কমে যায় নাই..। ২০২০ সালে আমার সাথে ঘটে যায় অন্য একটি দুর্ঘটনা..। হয়ত জীবনও ঘটনাটা ভুলার মতন নয়.। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই সময় আমার জীবনের একটা অন্ধকার সময় পাড় করি...। কিন্ত তখনও মনের ভিতরে ক্যামেরার প্রতি ভালবাসা কমে যাইয় নি... পরবর্তী সময়ে আমার বাবা মারা যায় ২০২৩ সালে জুন মাসের ২ তারিখে..। তখন শুধু মানসিক ভাবেই নয় আর্থিক ভাবও ক্ষতির মধ্যে পড়ি..। পরবর্তী ৬মাস পরে আম্মু ........ যায় 😢.. তখন পুড়া দমে একলা হয়ে পড়ি..। আস্তে আস্তে নিজকে গুছিয়ে নেওয়ার চেষ্টা..। অনেক দিন পড়ে প্রায় ১বছর পর একটা আশার আলো খুজে পাই..। আমার অফিসের এক বড় কাউসার তার মাধ্যমে Badhon Kumar Pranob ভাইয়ের সাথে পরিচয়..। এবং প্রোগ্রামের যাওয়ার সুযোগ হয়..। এবং কাজ শিক্ষার সুযোগ পাই..। ধন্যবাদ কাউসার ভাই এবং বাঁধন ভাইকে..। স্বপ্ন পূরনের একটা মাধ্যম হওয়ার জন্য..।
তবে যারা আমাকে ক্যামেরা কিনতে এবং মানসিক ভাবে সাহস যোগাই তারা হচ্ছে Al Mahmud Fahad ভাই, Jamil Rafi ভাই..ধন্যবাদ ভাইদেরকে..। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিক..। অবশেষে আল্লাহর রহমতে স্বপ্নের ক্যামেরা sony a7iii কিনতে পারলাম..। 11/08/2024 😇😇
আরেক জন আছে সে আমাকে শুধু টাকা দিয়েই নয়ং বরং মানসিক ভাবেও শক্তি দিয়েছে । আমার বেষ্টু । ওর মতন আমাকে কেউ সাহস যোগাই নাই..। আল্লাহ ওকে উত্তম প্রতিদান দিক..।
#আল্লাহর রহমত ছাড়া দূর সময় গুলো পাড় করতে পারতাম না..। আল্লাহ রহমতে এখন অনেক অনেক ভাল আছি..।