31/07/2025
বাসর ঘর থেকে, প্রেমিকার কাছে শেষ চিঠি..!!📝
ভালো আছো?
আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি.! পুরো খাটটা গোলাপ ফুল দিয়ে সাজানো, ওরা হয়তো জানে না আমার গোলাপ ফুল ভালো লাগেনা ! হঠাৎ নিঃশব্দে এসি চলতেছে। পুরো দম বন্ধ একটা পরিবেশ, আমার আজ বিয়ের প্রথম রাত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুণে গুণে ৭-৮ বছর এর বড়। খুব বড়লোক বোধ হয়। বাড়ির অবস্থা দেখে তাই মনে হচ্ছে।আমাকে ওরা প্রচন্ডভাবে সাজিয়েছে! পুরো শরীর জুড়ে আমার ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহুর্তে কোথায় আছো? নিশ্চয়ই তোমাদের বাড়ির পিছনের রাস্তায় বসে আছো? আচ্ছা তুমি কি খুব কষ্টে আছো?
মনে আছে? আমরা কতদিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম। পরিকল্পনা করতাম এই রাতটা নিয়ে! মনে আছে? কিন্তু আমি বারবার বলতাম বেশি স্বপ্ন দেখোনা। দেখবে পূরণ হবে না..! আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে। তুমি আমাকে নিশ্চয়ই ভালোবাসোনা। যদি ভালোবাসো স্বপ্ন ভাঙ্গার কথা কেনো বলো। সবই ঠিকঠাক ভাবে আছে।ওরা কিন্তু আমাকে তোমার মনের মত করেই সাজিয়েছে। তুমি চেয়েছিলে এই দিন আমার চেয়েও সুন্দর আর কাঁচকে লাগবে না, সাত্যই আমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে.!তুমি চেয়েছিলে মুখ দেখে আজকের রাত কাটিয়ে দিতে। আমিও চেয়েছিলাম! তবে চাইলে সব হয় না বাস্তবতা অনেক বড় কঠিন!আমি বালিশের নিচে কুৎসিত একটা প্যাকেট পেয়েছি... আর হয়তো কোনদিন স্বপ্ন হাতছানি দিবেনা! তুমি কিন্তু একদম ভেঙে পড়বেনা, সবকিছু ঠিক হয়ে যাবে! তুমি একটা ফুটফুটে মেয়েকে বিয়ে করবে। তাকে নিয়ে সুখে থাকবে আমায় যতটুকু ভালবাসতে তাকে কিন্তু আমার থেকে বেশি ভালবাসতে হবে" আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববেনা! ঘুম থেকে সকালে উঠবে! এলাম ঘড়ির দায়িত্ব তো, ৩ বছর আমি নিলাম আর কত বলো! আর সব সময় চুল আঁচড়াবে, আর আমি ঠিক করে দেবো এই আশায় আবার বসে থেকো না! তুমি খুব ভালো, দেখো তোমার কপালে আমার থেকেও ভালো একটা মেয়ে জুটবে, সে তোমায় খুব বেশি ভালোবাসবে। কারণ তুমি খুব ভালো! আর হ্যাঁ লাষ্ট একটা কথা তুমি আমায় বলেছিলে আমি তোমাকে ভালোবাসি কি-না! ভালোবাসি কিনা সেটা জানিনা, তোমায় ছাড়া আমি বাঁচবো না! তোমায় একদিন না দেখলে কথা না বললে ভালো লাগে না, একে যদি ভালবাসা বলে তাহলে তোমায় খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি রাগ করি কেন জানো? আমি রাগ করলে তোমার ভালোরাসা বেশি পাই তাই। এমনিতেই রাগ করি! একটু রাগ করলে তুমি কত কিছু কর তাই প্রতিদিন রাগ করি।তোমায় খুব ভালোবাসি তাই তোমার সাথে রাগ করি, আর দেখি আমায় তুমি
ওই বয়সের ভালোবাসা সফল হতে ভাগ্য লাগে। আমার সে ভাগ্য নেই।আমার জন্য চিন্তা করো না।নিজের খেয়াল রেখো, সব সময় সব কাজ ঠিকমতো করো। হয়তো এই কথা আমার শেষ কথা! আমি তোমায় ছাড়া আর কাউকে নিয়ে বাঁচতে পারবো না।তোমাকে এই জনমে না পেলে পরের জনমের জন্য। অপেক্ষা করবো আমি।আমি যাচ্ছি তুমি আসিও। এই বলে আমি মুখে বিষের বোতল নিলাম।❤️🩹
মেয়েটি আত্মহত্যা করল!
কিন্তু আফসোস-চিঠিটা ছেলেটির কাছে পৌঁছালো না!
কারণ মেয়েটির বিয়ের খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে।!
তাদেরকে কে, স্যালুট জানাই।
ভালোবাসলে এমন ভাবে ভালোবাসুন। আপনি মরে গেলেও মানুষ বলতে পারবে। তাদের ভালোবাসা সত্যি কারে ভালোবাসা ছিলো।
বেঁচে থাকুক ভালোবাসা অমর হয়ে