Ipaedia Publication

Ipaedia Publication The innovative publishing company in Bangladesh is dedicated to producing high-quality books for readers.

কুরআনের প্রতি কেন এত অবহেলা? কুরআন আজ আমাদের কাছে এতটাই গুরুত্বহীন যে, খেল তামাশা, গল্প গুজব ও অহেতুক কাজের জন্য সময় বের...
23/12/2024

কুরআনের প্রতি কেন এত অবহেলা?
কুরআন আজ আমাদের কাছে এতটাই গুরুত্বহীন যে, খেল তামাশা, গল্প গুজব ও অহেতুক কাজের জন্য সময় বের করতে পারলেও কুরআনুল কারীম তেলাওয়াত ও অনুধাবনের জন্য একটুখানি সময় বের করতে পারিনা। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায় অথচ কুরআনুল কারীম ধরেও দেখা হয়না। কুরআনের উপর ধুলার আস্তরণ জমে যায় অন্তরটাও নিফাকের আঁধারে ঢেকে যায় তবু বোধোদয় হয়না, গাফলতের ঘুম ভেঙ্গে জেগে ওঠার প্রয়োজন অনুভব করিনা।
আল্লাহ তাআলা তো এই কিতাবকে আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন, মানুষের দাসত্ব থেকে বের হয়ে রবের গোলামীর দিকে ফেরার জন্য পাঠিয়েছেন। এই কিতাবের মাধ্যমে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মতের সম্মান দান করেছেন। এই কিতাব ধারণের মাধ্যমেই সাহাবায়ে কেরাম দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছেন।
এই কিতাবের সাথে আমাদের সম্পর্ক হৃদয়ের, এই কিতাব আমাদের দিলের খোরাক। কিন্তু দুঃখজনক ব্যাপার হল আজ আমরা এই কিতাব থেকে বহু দূরে। তেলাওয়াত, তাদাব্বুর, আমল কোনটার সাথেই সম্পর্ক নেই আমাদের।
অথচ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দাওয়াত জি'হ।দ তালিম রাষ্ট্রপরিচালনা ইত্যাদি ব্যাস্ততা স্বত্তেও নিয়মিত তেলাওয়াত তাদাব্বুরে সময় দিতেন। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে কুরআন মাজীদ তিলাওয়াত করতেন। নামাযে, নামাযের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে সর্বাবস্থায় তিনি তিলাওয়াত করতেন। উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা বলেন,

عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى قَامَ حَتَّى تَفَطَّرَ رِجْلاَهُ قَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ أَتَصْنَعُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ فَقَالَ ‏ "‏ يَا عَائِشَةُ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏"‏

নামাযে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজী এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন যে, তাঁর পা মুবারক ফুলে যেত।....... - মুসলিম ২৮২০
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিলাওয়াত করার পাশাপাশি মাঝে মাঝে সাহাবীদের থেকেও তিলাওয়াত শুনতেন। এক হাদীসে এসেছে,

عَنْ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم اقْرَأْ عَلَيَّ قَالَ قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ إِنِّيْ أَشْتَهِيْ أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِيْ قَالَ فَقَرَأْتُ النِّسَاءَ حَتَّى إِذَا بَلَغْتُ (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيْدٍ وَجِئْنَا بِكَ عَلٰى هٰؤُلَآءِ شَهِيْدًا)قَالَ لِيْ كُفَّ أَوْ أَمْسِكْ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ

একবার নবীজী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে তিলাওয়াত করে শোনাব, আপনার উপরই তো কুরআন নাযিল হয়েছে! নবীজী বললেন, আমার মনে চাচ্ছে, কারো থেকে তিলাওয়াত শুনি। এই কথা শুনে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন এ আয়াতে পৌঁছলেন-

فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍۭ بِشَهِیْدٍ وَّ جِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا
সুতরাং (তারা ভেবে দেখুক) সেদিন তাদের কি অবস্থা হবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজনকে সাক্ষী উপস্থিত করব আর আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব? -সূরা নিসা ৪১
এতটুকু তিলাওয়াত করার পর নবীজী বললেন, থামো। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজী থামতে বলার পর আমি তাঁর দিকে তাকিয়ে দেখি, তাঁর দুচোখ বেয়ে অশ্রু ঝরছে। - বুখারী ৫০৫৫
রাসুলের সাহাবী এবং পরবর্তী সালাফে সালেহীনরাও কুরআনুল কারীমের সাথে গভীর সম্পর্ক রাখতেন। কুরআনুল কারীমকেই তারা ব্যক্তি সমাজ রাষ্ট্রের জন্য আলোর বাতিঘর মনে করতেন। তাঁদের দিনের বড় একটা অংশ বরাদ্দ থাকতো নামাযে ও নামাযের বাইরে তিলাওয়াত ও তাদাব্বুরের জন্য। এভাবে প্রতি মাসে অন্তত কয়েকটি খতম করতেন তাঁরা।
এবার একটু নিজেদের অবস্থার দিকে তাকাই, আমাদের অবস্থা হল অন্য সব কাজের জন্য সময় বের করতে পারলেও কুরআনের জন্য একটু সময় বের করতে পারিনা। যারা নিজেদেরকে দ্বীনদার বলে মনে করি তাদের অবস্থাও খুব বেশি ভাল নয়। যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে অধিকাংশই বলতে পারবেনা শেষ কবে তাদাব্বুরের জন্য কুরআন নিয়ে বসেছিলেন। শুধু তাদাব্বুর নয় তেলাওয়াতেও আমাদের উদাসীনতা চোখে পড়ার মত। সারা বছরেও দুই তিন খতম তেলাওয়াত করতে পারিনা। এই উদাসীনতার কারণে আমাদের অন্তর থেকে সাকীনাহ, দ্বীনের ব্যাপারে দৃঢ়তা ও হেদায়াত ধীরে ধীরে বিদায় নিচ্ছে। এখন আর সহজে অন্তর নরম হয়না, মোনাজাতে কান্না আসেনা। এর থেকে মুক্তির জন্য তাদাব্বুরের সাথে তিলাওয়াত এবং খুশু খুযূর সাথে নামায আদায়ে মনোযোগী হওয়া জরুরী। আল্লাহ তাআলা সহজ করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।

সাইদনায়া কারাগারের আনুমানিক একটি চিত্র। উপরের সাদা অংশ মাটির উপরে, আর বাকি পুরো নিচের অংশ ভূগর্ভের ভিতরে।
10/12/2024

সাইদনায়া কারাগারের আনুমানিক একটি চিত্র।

উপরের সাদা অংশ মাটির উপরে, আর বাকি পুরো নিচের অংশ ভূগর্ভের ভিতরে।

08/12/2024

সাবাহাল খাইর। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটি বিজয়ের দ্বারপ্রান্তে। আহ্! বিলাদুস শাম।

আমাদের পূর্বপুরুষগণ কুরআনকে মনে করতেন আল্লাহর পক্ষ থেকে আসা চিঠি। তারা বাতের আঁধারে কুরআনের তাদাব্বুর করতেন। দিনের আলোতে...
05/12/2024

আমাদের পূর্বপুরুষগণ কুরআনকে মনে করতেন আল্লাহর পক্ষ থেকে আসা চিঠি। তারা বাতের আঁধারে কুরআনের তাদাব্বুর করতেন। দিনের আলোতে কুরআনের বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখতেন। কুরআনের ইলম অন্বেষণে নিজেকে নিয়োজিত রাখতেন।
ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বই। কুরআন থেকে আমরা দিনদিন দূরে সরে যাচ্ছি কিন্তু আমাদের

কোনো খেয়াল-ই নেই আমরা কোন জিনিস থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ তায়ালার কালাম, যা দিয়ে আল্লাহ তায়ালা উম্মতে মোহাম্মদি কে সম্মানিত করেছেন৷ কিন্তু আমরা সেই কুরআন এর সাথে দুরত্ব তৈরি করেই চলেছি। আমাদের এই অবহেলার ভয়ংকর দিক নিয়ে এবং অবহেলা দূর করার উপায় নিয়ে লেখা অল্প কথার সুন্দর একটা বই, মাশা-আল্লাহ।
ছোট্ট একটা বই কিন্তু সংক্ষিপ্তভাবে অনেক সুন্দর করে মূল্যবান দিকনির্দেশনা দেয়া হয়েছে। কুরআন অবহেলার পরিনাম কি, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কুরআন অস্বীকার করে তাদের লক্ষণগুল নিয়েও আলোচনা করা হয়েছে। সর্বশেষ কুরআন পাঠ, তাফসীরে পাঠ, তাদাব্বুর, কুরআন নিয়ে চিন্তার সুন্দর গাইডলাইন দিয়ে দেয়া হয়েছে।

আপনারা সকলেই অবগত আছেন যে,  'যেভাবে কুরআন অবহেলা করছেন' বইটি  প্রকাশিত হওয়ার মাধ্যমে আইপিডিয়া পাবলিকেশন-এর যাত্রার সূচনা...
10/07/2024

আপনারা সকলেই অবগত আছেন যে, 'যেভাবে কুরআন অবহেলা করছেন' বইটি প্রকাশিত হওয়ার মাধ্যমে আইপিডিয়া পাবলিকেশন-এর যাত্রার সূচনা হয়।

এই অল্প সময়ের ভেতর আমরা ১ হাজার ফলোয়ারের মাইলফলক ছুঁতে যাচ্ছি। তাই এই খুশির দিনে একটি আয়োজন নিয়ে হাজির হলাম। আয়োজনটি হলো শেয়ার ও মেনশন প্রতিযোগিতা।

নিয়ম খুবই সহজ। এ পোস্টটি আপনি পাবলিক করে শেয়ার দিন। এ পোস্টের কমেন্টবক্সে সর্বনিম্ন ৫ জনকে মেনশন দিন। মোট ৪ জনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ।

সময়সীমা : আজ ১০-ই জুলাই থেকে থেকে ১৮-ই জুলাই পর্যন্ত আয়োজন চলবে।
(ফলাফল ঘোষণা করা হবে ২০-ই জুলাই)

যেভাবে পড়বেন ঈদের নামায...
16/06/2024

যেভাবে পড়বেন ঈদের নামায...

ঈদ মোবারক! ❣️ঈদের শুভেচ্ছা জানবেন সম্মানিত পাঠক/পাঠিকাগণ।
16/06/2024

ঈদ মোবারক! ❣️
ঈদের শুভেচ্ছা জানবেন সম্মানিত পাঠক/পাঠিকাগণ।

পাঠ প্রতিক্রিয়া — عبد العزيز    ••—••  গোটা কুরআন মুসলিম মিল্লাতের জন্য মহান আল্লাহ তায়ালার অশেষ করুণা। কুরআন এমন এক ম...
19/05/2024

পাঠ প্রতিক্রিয়া
— عبد العزيز

••—••

গোটা কুরআন মুসলিম মিল্লাতের জন্য মহান আল্লাহ তায়ালার অশেষ করুণা। কুরআন এমন এক মহাগ্রন্থ যেটা সমস্ত মানুষদের জন্য হেদায়েত স্বরূপ। যা মানুষকে দুনিয়ার যাবতীয় ধ্বংস ও ফেতনা থেকে মুক্ত থাকার কায়দা কানুন বাতলিয়ে দেয়‌ । কোরআন থেকে দূরে থাকাই মানে জীবনের পেরেশানি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া । কুরআনের পথ - নির্দেশনায় মানুষ খুজে পায় সঠিক পথের মানদন্ড । কুরআন হলো আল্লাহর কালাম । শ্রেষ্ঠ উপদেশমালা । মুসলিম উম্মাহর সঠিক পথে চলার জন্য কুরআনই একমাত্র অনুশরণ ও অনুকরনী গ্রন্থ ।

কিন্তু পরিতাপ ও অফছোছ এর বিষয় হলেও বাস্তবতা হলো আমরা আমাদের দৈনন্দিন , ব্যক্তিগত, পারিবারিক, সমাজ, ও রাষ্ট্রীয় জীবনে বিভিন্ন ভাবে কুরআনকে অবহেলা করে যাচ্ছি। আমরা কুরআন কে কিভাবে অবহেলা করছি সেটা আমাদের অনেকের অজানা। কুরআন পড়া থেকে শুরু করে যাবতীয় অধ্যায়নে আমাদের অনীহা রয়েছে। কুরআনের নীতিমালা থেকে শতধামাইল দূরে গিয়ে আমরা মানব রচিত কিছু নীতিমালার কাছে ধাড়স্থ হয়েছি । এ কারনেই আমরা ধ্বংসের নিপতিত আজ । মুসলিম উম্মাহর এই অধঃপতন আজ কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই ।

মুসলিম দাওয়াহ সিরিজ ১ " যেভাবে কুরআন অবহেলা করছেন" এই সংক্ষিপ্ত কিতাবটিতে লেখক কুরআনকে কিভাবে আমরা অবহেলা করছি, আমাদের অজান্তেই যে কিভাবে কোরআন কে অবহেলা করা হচ্ছে, কেন করছি, এর পরিনাম কি হতে পারে , এই সবকিছু নিয়ে সংক্ষিপ্ত ও পর্যাপ্ত আঁকারে বর্ননা করেছেন। ৪৭ পৃষ্ঠার এই সংক্ষিপ্ত কিতাবটিতে আপনি প্রতি লাইনে লাইনে দেখতে পাবেন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তের কোরআন অবহেলা করার বাস্তব চিত্র। উঠে এসেছে ঈমান আকিদা ও বাস্তব কর্মের ক্ষেত্রে আমরা কতটা তুচ্ছের সাথে অবহেলা করছি কোরআন কে । তাই সকলের ই বইটি শুধু পড়া না , পড়ার পরে বইটির বিষয়বস্তু নিয়ে চিন্তা করা‌ উচিত।
কিতাবের শেষ পৃষ্ঠায় আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ এর একটি কথা আনা হয়েছে... তোমাদের পূর্বপুরুষগণ সম্মান ও মর্যাদার উচ্চাসনে ছিলেন (কোরআনের বাহক হয়ে) ইসলামের পরিচয় ধারণ করে। আর তোমরা লাঞ্ছিত অপদস্থ হয়েছো কোরআন পরিত্যাগ করে।
[ যাওয়াবে শেকওয়াহ, আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ ]

বর্তমান সময়ের সংকট থেকে বাচতে হলে, পরকালে রসূল ﷺ এর কুরআনের অভিযোগ থেকে রক্ষা পেতে হলে কুরআনের সাথে সম্পর্ক জোড়ালো করা ছাড়া অন্য কোন উপায় নাই। কুরআন শেখা, নিয়মিত তেলাওয়াত করা, কুরআনের আয়াত নিয়ে গভীর চিন্তায় মগ্ন হওয়া, কুরআনের আইন জীবনের প্রতিটি রন্ধে রন্ধে বাস্তবায়ন করা ছাড়া আখেরাতে বাঁচার দ্বিতীয় কোন পথ নেই।

বই - যেভাবে কুরআন অবহেলা করছেন
লেখক - মাওলানা MD Shariful Islam
Ipaedia Publication

পাঠ_অনুভূতি Amatullah Mira •• যুগে যুগে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর পথ প্রদর্শনের জন্য নবী রাসূল পাঠিয়েছেন।হযরত মুহাম্ম...
16/05/2024

পাঠ_অনুভূতি
Amatullah Mira

••

যুগে যুগে আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর পথ প্রদর্শনের জন্য নবী রাসূল পাঠিয়েছেন।হযরত মুহাম্মদ ﷺ হলেন সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তায়ালা আমাদের পথ প্রদর্শনের জন্য যে কিতাব রসূলুল্লাহ ﷺ কে দান করেছেন তা হলো আল - কুরআন। এটি এমন মহাপবিত্র গ্রন্থ যার শুরুতেই আল্লাহ তায়ালা ঘোষণা দিয়েছেন,
"এটিই সেই কিতাব; যাতে কোন সন্দেহ - সংশয়ের অবকাশ নেই। মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক।
[সূরা আল বাকারা : (০২) : ০২]
গোটা কুরআন কারীম জুড়ে মুসলিম উম্মাহর পথ নির্দেশনার আলোচনা আছে। কুরআন এমন এক মহাগ্রন্থ, যা মানুষকে দুনিয়ার যাবতীয় ধ্বংস ও ফেতনা থেকে মুক্ত রাখে। কুরআনের পথ - নির্দেশনায় মানুষ খুজে পায় সঠিক পথের দিশা। কুরআন হলো আল্লাহর মজবুত রশি। শ্রেষ্ঠ উপদেশগ্রন্থ। মুসলিম উম্মাহর সঠিক পথে চলার জন্য কুরআন একমাত্র অনুকরনীয় গ্রন্থ। কিন্তু অনুতাপের বিষয় আমরা আমাদের জীবনে বিভিন্ন ভাবে কুরআনকে অবহেলা করে যাচ্ছি। আমরা কুরআনের মজবুত রশি ধরতে পারছি না। কুরআন পড়া থেকে শুরু করে যাবতীয় অধ্যায়নে আমাদের অনীহা রয়েছে। কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা মানব রচিত কিছু নীতিমালার কাছে আত্মসমর্পণ করেছি। এ কারনেই আমরা ধ্বংসের মুখে। " যেভাবে কুরআন অবহেলা করছেন" এই সংক্ষিপ্ত কিতাবটিতে লেখক কুরআনকে কিভাবে আমরা অবহেলা করছি, কেন করছি, এর পরিনাম কি, এই সবকিছু নিয়ে সংক্ষিপ্ত কিন্তু খুবই চমৎকার আলোচনা করেছেন।
বর্তমান সময়ের সংকট থেকে বাচতে হলে, পরকালে রসূল ﷺ এর কুরআনের অভিযোগ থেকে রক্ষা পেতে হলে কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা জরুরি। কুরআন শেখা, নিয়মিত তেলাওয়াত করা, কুরআনের আয়াত নিয়ে গভীর চিন্তায় মগ্ন হওয়া, কুরআনের আইন জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করা।

" তারা কি কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? নাকি তাদের অন্তর তালাবদ্ধ"?
( Surah Muhammad (47) : 24)

••

বই - যেভাবে কুরআন অবহেলা করছেন
লেখক - মাওলানা শরীফুল ইসলাম
আইপিডিয়া পাবলিকেশন

লেখক মাওলানা MD Shariful Islam সাহেবের ক্লিক। লোকেশন : দাম্মাম, সৌদি আরব।
10/05/2024

লেখক মাওলানা MD Shariful Islam সাহেবের ক্লিক।

লোকেশন : দাম্মাম, সৌদি আরব।

আমাদের পাবলিকেশনের প্রথম প্রকাশিত বই ❝যেভাবে কুরআন অবহেলা করছেন❞ Sayem Muhammad ভাই এবং তার বুকশপ জ্ঞানের বাজার থেকে সংগ...
08/05/2024

আমাদের পাবলিকেশনের প্রথম প্রকাশিত বই ❝যেভাবে কুরআন অবহেলা করছেন❞ Sayem Muhammad ভাই এবং তার বুকশপ জ্ঞানের বাজার থেকে সংগ্রহ করতে পারবেন। ইনশাআল্লাহ

Ipaedia Publication —এর ❝যেভাবে কুরআন অবহেলা করছেন❞ বইটি আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ।
মানিকগঞ্জের কেউ চাইলে , সরাসরিও সংগ্রহ করতে পারবেন।

যেভাবে কুরআন অবহেলা করছেন
01/05/2024

যেভাবে কুরআন অবহেলা করছেন

Address

Islami Tower, Banglabazar, 1100 Dhaka
Dhaka Division

Alerts

Be the first to know and let us send you an email when Ipaedia Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ipaedia Publication:

Share

Category