
30/04/2025
সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর জন্য বই জমা দেয়ার সময় বাড়ল ১৫ মে ২০২৫ পর্যন্ত!
তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্রিকা কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। সূচনা থেকেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রাণিত করে আসছে। বই জমা দেওয়ার পর স্বনামখ্যাত বিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যবেক্ষণ-পর্যালোচনার ভিত্তিতে শ্রেষ্ঠ গ্রন্থসমূহ নির্বাচিত হয়।
সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জন্য সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর জন্য বই জমা দেয়ার সময় বাড়ল ১৫ মে ২০২৫ পর্যন্ত!
বিস্তারিত https://sulkurl.com/kzg