Kawsar ahmed Kaif. কাউছার আহমেদ কাইফ

Kawsar ahmed Kaif. কাউছার আহমেদ কাইফ .....!

23/02/2025

ছোট মাধবদী সিদ্দিক নগর নুরজামে মসজিদ ও মাদ্রাসা উন্নয়নের লক্ষ্যে কথা বলছেন হাজী মোহাম্মদ ইলিয়াস ভাই।

17/02/2024

Hello

02/11/2023
ছোট মাধবদী যুব সমাজ এর উদ্যোগে সিলেট শাহজালাল শাহপরান এবং ভোলাগঞ্জ ভ্রমণ।
25/10/2023

ছোট মাধবদী যুব সমাজ এর উদ্যোগে সিলেট শাহজালাল শাহপরান এবং ভোলাগঞ্জ ভ্রমণ।

19/10/2023

মাধবদীতে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মাধবদী সংবাদ দাতা , মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট মাধবদী মহল্লার সুব সমাজের উদ্যোগে একরামুল স্মৃতি সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ ১৬ অক্টোবর বিকাল ৪টায় মাধবদী কলেজ মাঠে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। উদ্বোধন করেন ছোট মাধবদী যুব সমাজের আহ্বায়ক মাহমুদুল হাসান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ। টুর্নামেন্টিতে পাঁচটি দল অংশগ্রহন করে ছোট মাধবদী কিংস ও ছোট মাধবদী লায়ন্স ফাইনালে অবতীর্ণ হয়। ছোট মাধবদী কিংস ১-০ গোলে পরাজিত করে ছোট মাধবদী লায়ন্সকে। খেলায় এসময় আরো উপস্থিত ছিলেন,সামাজিক সংগঠনশুখায়ুর সাধারণ সম্পাদক ফ, আ সাঈদ হাসান কাজল ,মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য হাজী মোহাম্মদ মুজিবুর রহমান,মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক, মাধবদী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিঠু, সমাজ সেবক মোকসেদুর রহমান প্রমূখ।

একটি জীবিত মানুষ ও একদিন একটি জীবন্ত লাশ হয়ে যায়।
21/07/2023

একটি জীবিত মানুষ ও একদিন একটি জীবন্ত লাশ হয়ে যায়।

Page information....
21/07/2023

Page information....

21/07/2023

Happy

19/07/2023

হিরো আলমের উপরে আক্রমণের নিন্দা প্রস্তাব করেছে জাতিসংঘর্ষ সহ বিশ্বের ১২ টি দেশ,
অথচ কিছুদিন আগে মুফতি ফয়জুল করিম তিনি কে মেরে ঠোঁট ফেটে রক্ত বের করা হয়েছে,
এ বিষয়ে কিন্তু কারো কোন বিবৃতি বা নিন্দা প্রস্তাব করা হয়নি।
বারোটি দেশ নয় সারা পৃথিবী ও যদি কথা বলে তাতে আমাদের কিছু আসে যায় না,
আমাদের বাংলাদেশের মানুষের নির্বাচন নিয়ে একটাই চাওয়া, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।
যা,
14 এবং 18 তে দিতে পারে নাই মানুষ, এখন সেই ভোটটাই দিতে চায় বাংলাদেশের মানুষ।
তবে হা, আল্লাহ চায় তো আসার কথাটা হলো জনগণ যেটা চায় ঐইটাই হবে বাংলাদেশে।
ইনশাআল্লাহ।
:::----*কাউছার আহমেদ কাইফ*----::::

Address

Madhobdi. Norshindgi. Dhaka.
Dhaka.
1604

Alerts

Be the first to know and let us send you an email when Kawsar ahmed Kaif. কাউছার আহমেদ কাইফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kawsar ahmed Kaif. কাউছার আহমেদ কাইফ:

Share