Amit Parial

Amit Parial Personal Vlog

05/10/2024

গোপিনাথ ব্রহ্মচারীর জ্বালাময়ী বক্তব্য...

19/01/2024

আমার প্রিয় শিক্ষার্থীরা☺️

14/01/2024

শ্রী রাম স্তুতি😊

06/07/2022

❤️❤️❤️

শায়নিকে সমাজ কল্যান অধিদপ্তরে সহায়তার ব্যাপারে চট্টগ্রাম মেডিকেলে কর্মরত একজন হার্টের ডাক্তারের স্বাক্ষর প্রয়োজন ছিলো।ছো...
22/06/2022

শায়নিকে সমাজ কল্যান অধিদপ্তরে সহায়তার ব্যাপারে চট্টগ্রাম মেডিকেলে কর্মরত একজন হার্টের ডাক্তারের স্বাক্ষর প্রয়োজন ছিলো।

ছোট ভাই সজিব মাদ্রাজি এই বিষয়ে উপস্থিত থেকে চট্টগ্রাম মেডিকেলে সহায়তা করে।

রক্তিম ভালোবাসা নীরবে মানুষের জন্য কাজ করা প্রিয় ভাই💕

31/05/2022

২২ মাস বয়সী শায়নীর ওপেন হার্ট সার্জারি।
শিশুটিকে বাঁচাতে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন।
সকল মানবতাবাদী যোদ্ধারা এগিয়ে আসুন 🙏

ভিডিওটি নিজ ওয়ালে শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিন।
--------------------------
বিকাশ/নগদ/রকেট : 01319028689(শায়নীর মা)
--------------------------
শায়নীর মায়ের ব্যাংক একাউন্ট:
Bank:Eastern Bank
Name:SRABANTI
Account No:0041470473245
Branch:(000004-New market branch)
Chittagong.
-----------------------

বাড়ছে আত্মহননের মতো মারাত্মক ব্যাধী।উল্লেখিত ব্যাধী যা মারাত্মক হুমকিতে ফেলবে বর্তমান ও আগামী প্রজন্মকে।রাউজানে এই দুই য...
28/02/2022

বাড়ছে আত্মহননের মতো মারাত্মক ব্যাধী।

উল্লেখিত ব্যাধী যা মারাত্মক হুমকিতে ফেলবে বর্তমান ও আগামী প্রজন্মকে।

রাউজানে এই দুই যুগল নিজেদের জীবনের আলো নিভিয়ে দিয়েছে।এর জন্য প্রথমেই দুই যুগলের প্রতি রইলো তিরস্কার। সাথে সমাজের বানানো নিয়মের প্রতি রইলো ক্ষোভ।

এরা জানে মৃত্যুর পর এদের নিয়ে আলোচনা সমালোচনা হবে।কেউ আফসোস করবে, কেউবা তিরস্কার করবে।কেউবা বচন ছুড়বে ভালোবাসলেই এইভাবে বাসতেই হয়।

এইসব কথার কোনই যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছিনা।জীবিত মানুষের সমাজে কোন মূল্য নেই, তা আমরা সকলেই জানি।তাই তারা দেহের মৃত্যুর মধ্য দিয়ে নিজেদের ভালোবাসার জানান দিয়ে গেলো।যা তারা মনে করলেও আমি মনে করিনা।

যদিও একান্তই নিজ অভিমত ব্যাক্ত করা।

এদের দুইজনের কারণে অন্যরাও আত্মহনন কিংবা আত্মহত্যায় উৎসাহী হচ্ছে।পাশাপাশি তাদের দুটো পরিবারকে ছুড়ে দিলো জীবিত থেকে মৃত্যুর স্বাদ ভোগ করার যন্ত্রণা। এটা কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কাজ হতে পারেনা।

বর্তমানে সমাজ কিংবা পরিবার একটা সম্পর্কের কথা শুনলে সহযোগীতা নয় তিরস্কার করা শুরু করে।সম্পর্ক করা যেন বর্তমান আধুনিক প্রজন্মের জন্য পাপ নয় "মহাপাপ"....

সমাজ ও পরিবার থেকে করা তিরস্কার মানসিকভাবে প্রভাব ফেলে।অনেকে তা সইতে পারে।যারা সইতে পারে সমাজ তাদের ছ্যাকা কিংবা দেবদাসের উপাধিতে আখ্যায়িত করে।অন্যদিকে যারা সইতে পারেনা তারা আত্মহত্যার পথ বেছে নেয়।তখন আমার মতো কিছু সংখ্যক মানুষ তিরস্কার ও করে।দিনশেষে কোন সম্পর্কের বেলায় আমরা তাদের পাশে দাঁড়িয়ে মানসিকভাবে সাপোর্ট করিনা।সাপোর্ট অনেকভাবেই হতে পারে।পছন্দ ভালো কিংবা খারাপ নির্ণয় করতেও সাপোর্ট করা যেতে পারে।পছন্দ ভালো হলে তাদের মিলিয়ে দেয়ার ও সাপোর্ট করা যেতে পারে।

জানি অনেকেই করেন।তবে তা তুলনামূলক খুবই কম।
যার পরিণতি আমার লিখায় নয়। উল্লেখিত ঘটনায় প্রমাণিত।

ওহে দোষ ধরা পটু জাতি।আসুন অন্যের ভুল ত্রুটি নিয়ে সমালোচনায় পরে না থেকে।নিজ দায়িত্ববোধ থেকে ভুল ত্রুটি মনে হলে সংশোধনের জন্য পাশে দাঁড়াই।

প্রতিটা পরিবার নিজেদের বাচ্চাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন।আপনার বাচ্চাকে বন্ধু না বানালে সে আপনাকে ভয় পাবে।সিদ্ধান্তহীনতায় ভুগবে।সিদ্ধান্তহীনতায় ভুগে এইভাবেই ভুল সিদ্ধান্ত নিবে।

যা আপনার জন্য কিংবা সন্তানের জন্য সর্বপরি সমাজের জন্য ভালো হবেনা।

11/12/2021

শত মানুষের প্রাণ বাঁচাতে এক মাস বয়সী নবজাতকের মুখ চেপে ধান ক্ষেতে লুকে থাকতে হলো সেইদিন পীরগঞ্জের মানুষের।এই যেন এক লোমহর্ষক হৃদয় বিদারক ঘটনা।

02/12/2021

dada Narendra Modi 🙏🙏
pappa shakti kapur🙈🙈

08/04/2021

কবিতা:"সর্বপ্রাচীন মহামারী"
কবি:আদিপ্ত ভট্টাচার্য্য
কন্ঠে:অমিত পারিয়াল

06/01/2021

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amit Parial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amit Parial:

Share

Category