28/01/2025
Bআমাদের এই মুহুর্তে করণীয়।
১/ প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা।
২/ প্রফেসর ইউনুসকে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য চাপ দেয়া। দক্ষ, তরুণদেরকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা।
৩/ দেশের মধ্যে আওয়ামী লীগারদের দাবড়ানির উপ্রে রাখার জন্য সব রকমের কৌশল নেয়া। আওয়ামী লীগের পক্ষে কেউ কথা কইলেই দাবড়ানি দেয়া। তারপরে ওর ইনকাম ট্যাক্স ফাইল নিয়া টান দেয়া।
৪/ দেশের বাইরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেইন মিশনগুলোকে সক্রিয় করা। এদের সবার সানডে মানডে ক্লোজ কইর্যা দেয়া সম্ভব।
৫/ পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দেয়া। তারপরে ধইর্যা ধইর্যা ইনকাম ট্যাক্স ফাইল নিয়া টান দেয়া। সবার সম্পদের খোজ নেয়া।
৬/ ভারতীয় সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করা। ইন্ডিয়ার সাথে লটরপটর যারা করতে যাবে তাদের সামাজিক লজ্জা দেয়া।
৭/ মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা। তাদের সোশ্যাল মিডিয়া ফলো করা। এদের সবার হয় ইনকাম ট্যাক্স ফাইলে গেঞ্জাম বা অপ্রদর্শিত আয় আছে। ফাইল ওপেন করেন প্যাটের জিলাপি ঘুটা হয়া যাবে।
৮/ সকল হত্যাকারী, গুমকারী পুলিশ, র্যাব, ডিজিএফআইয়ের কর্মকর্তাদের প্যাকেট করে ফেলা। বাধা দিতে থাকলে কৌশল নেয়া যেন বাধা দিতে না পারে। আমার কাছে জা /উড়ামো স্ট্রাটেজি আছে, শিওর শট।
৯/ ইন্ডিয়ায় একটা মুসলমান নির্যাতনের ঘটনা ঘটলে হাউকাউ লাগায়ে দেয়া।
১০/ পোথমালু, দিল্লি স্টারকে দশবার জাউ ড়ার জাউ ড়া বলে গালি দেয়া।
সোহরাওয়ার্দীর বডিগার্ড কইছে ভদ্রলোকের সাথে ভদ্রতা আর জা /উড়াদের সাথে ডাবল জাউড়ামি। নাহলে আপনি কলে মর্ছেন।