06/08/2024
আমরা ৯০%মুসলিম হয়েও যদি ১০% সংখ্যালঘু অমুসলিম ভাই বোনদের রক্ষা না করতে পারি তাহলে এই স্বাধীনতার মূল্য কি?
তারাও তো এদেশের নাগরিক,আপনার আমার যা অধিকার তাদেরও সেই অধিকার সমান প্রাপ্য।
তাহলে কেন এই অরজকতা?
আমাদের ছাত্র ভাইয়েরা যে স্বাধীনতার জন্য অকতরে জীবন বিলিয়ে দিলো, আমরা কি তা ভেতর থেকে অনুভব করতে পারছি?
মনে রাখবেন এই দেশ যেমন আপনার আমার সবার।
এটাও মনে রাখবেন এই দেশে যা কিছু গড়ে উঠেছে, চলমান আছে,ভবিষ্যতে হবে সবই আপনার আমার সবার কষ্টার্জিত পয়সায় তৈরি।
রাষ্ট্র যেমন জনগনের, তেমনি এর অভ্যন্তরিন সম্পদও জনগনের,এর হেফাজত আমাদেরই করতে হবে।
আসুন সবাই মিলে ইঞ্চি ইঞ্চি সম্পদ রক্ষা করি,
কাউকে প্রতিপক্ষ না ভেবে, ভাই মনে করে সম্প্রীতির এক মেল বন্ধন তৈরি করি।
আসুন আমরা সবাই মিলেমিশে, কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াই,দেশটাকে সুন্দর করে সাজাই,আমাদের দেশটাকে সুজলা, সুফলা, শস্য শ্যামলা করি।
প্রতিহিংসা ভুলে যাই,একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে বরং সমকোক্ষীয় সহযোগী হই।
দিন শেষে আমদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
দল-মত,ভক্তি-বিভক্তি,ধর্ম- বর্ণ,জাত-পাত,ধনী -গরীব সব ভুলে যান,আমাদের একটাই পরিচয় "আমরা 🇧🇩 বাংলাদেশী,আমাদের দেশ বাংলাদেশ,লাসবুজের বাংলাদেশ। """