Rabiul Islam

Rabiul Islam I am Rabiul Islam from Dhaka Bangladesh.

06/08/2024

আমরা ৯০%মুসলিম হয়েও যদি ১০% সংখ্যালঘু অমুসলিম ভাই বোনদের রক্ষা না করতে পারি তাহলে এই স্বাধীনতার মূল্য কি?
তারাও তো এদেশের নাগরিক,আপনার আমার যা অধিকার তাদেরও সেই অধিকার সমান প্রাপ্য।
তাহলে কেন এই অরজকতা?
আমাদের ছাত্র ভাইয়েরা যে স্বাধীনতার জন্য অকতরে জীবন বিলিয়ে দিলো, আমরা কি তা ভেতর থেকে অনুভব করতে পারছি?
মনে রাখবেন এই দেশ যেমন আপনার আমার সবার।
এটাও মনে রাখবেন এই দেশে যা কিছু গড়ে উঠেছে, চলমান আছে,ভবিষ্যতে হবে সবই আপনার আমার সবার কষ্টার্জিত পয়সায় তৈরি।
রাষ্ট্র যেমন জনগনের, তেমনি এর অভ্যন্তরিন সম্পদও জনগনের,এর হেফাজত আমাদেরই করতে হবে।
আসুন সবাই মিলে ইঞ্চি ইঞ্চি সম্পদ রক্ষা করি,
কাউকে প্রতিপক্ষ না ভেবে, ভাই মনে করে সম্প্রীতির এক মেল বন্ধন তৈরি করি।
আসুন আমরা সবাই মিলেমিশে, কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের পাশে থেকে সহযোগিতার হাত বাড়াই,দেশটাকে সুন্দর করে সাজাই,আমাদের দেশটাকে সুজলা, সুফলা, শস্য শ্যামলা করি।
প্রতিহিংসা ভুলে যাই,একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে বরং সমকোক্ষীয় সহযোগী হই।
দিন শেষে আমদের পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
দল-মত,ভক্তি-বিভক্তি,ধর্ম- বর্ণ,জাত-পাত,ধনী -গরীব সব ভুলে যান,আমাদের একটাই পরিচয় "আমরা 🇧🇩 বাংলাদেশী,আমাদের দেশ বাংলাদেশ,লাসবুজের বাংলাদেশ। """

01/08/2024

এই বৃষ্টি হয়তো রাজপথে ঝরা রক্ত ধুয়ে যাবে,উবে যাবে টিয়ারগ্যাস এর উটকো গন্ধ,
কিন্তু সন্তান হারা মা-বাবার বুকে বয়ে যাওয়া রক্ত কি মুছে যাবে?

01/08/2024

কারার ঐ লৌহকপাট
ভেঙে ফেল,কররে লোপাট।।

এই শহরে বৃষ্টি ঝরে না,ঝরে টিয়ারগ্যাস আর রাবার বুলেট🥲🥲🥲🥲
29/07/2024

এই শহরে বৃষ্টি ঝরে না,ঝরে টিয়ারগ্যাস আর রাবার বুলেট🥲🥲🥲🥲

15/07/2024

স্পেনেরই জয় হলো,,,

12/07/2024

সবাই কেমন আছেন,,,

11/07/2024

রোদ-বৃষ্টি

07/07/2024

প্রকৃতি আমায় খুব টানে,,,

06/07/2024

Making a giant fish tandoori

30/06/2024
29/06/2024

জীবন মানে কি🤔🤔🤔

কথাগুলা বড়ই সত্য,তাই কপি পেস্ট করলাম,(ফটো আমি দিছি)আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চা...
23/09/2023

কথাগুলা বড়ই সত্য,তাই কপি পেস্ট করলাম,(ফটো আমি দিছি)

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

বিকেলের নাস্তা বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে মামা পঞ্চাশটাকার মিলায় দেই।

এসব ঝানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন।

ইদানিং সাহসে কুলায় না।

চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!
পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চা।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

এই ধরেন মাছের বাজার। গরিবের মাছগুলোও আর কেনা যায় না। পিচ পিচ করা মাছ খুঁজি আজকাল। সেখানেও ভিড়। মিন মিন করে বলি, একটা ছোট্ট সাইজের মাছ দ্যান না! একা মানুষ এতো বড় দিয়েন না।

চুপ করে বের হয়ে চলে আসি।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

কোনো মেহমান বেড়াতে এলে গল্প মুখস্ত করি। আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। ইশ আসতে বলতে পারি না। একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য। মেহমান নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাবো। তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচি। কায়দা করে যে কয়দিন চলা যায় আরকি।

ইদানিং খরচ বাঁড়াতে সাহসে কুলায় না।

এই গরমে জামাকাপর কিনে হবে কী! এমনতো না কোনো অনুষ্ঠানে যাবো। নিজেকে বুঝ দেই- যা আছে তাই দিয়েই চলো। পোষাকে পরিচয় নয়। নীতিবাক্য নিজেরে শুনাই।

কারণ ইদানিং খরচে কুলায় না।

আহা দ্রব্যমূল্য! আহা!
ধনীগুলো আরো ধনী হোক। আর আমরা নাহয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে।

এই গল্প হাজার হাজার মানুষের।

কী করবো ইদানিং খরচে কুলায় না।
©
সংগৃহীত

Address

Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Rabiul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabiul Islam:

Share