News420

News420 A to Z News of the whole world

23/05/2025

পরীক্ষা দিতে এসে প্রেমিকের হাত ধরে পালানোর চেষ্টা, নিজ বাবার হাতেই ধরা পড়লো মেয়ে

23/05/2025

বাদামের কি কাজ,, ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট

23/05/2025
23/05/2025
22/05/2025

রাজধানীতে ভ'য়া'ব'হ দুর্ঘটনা সিসি ফুটেজ

পদত্যাগের বিষয়ে ভাবছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় প্রধান উপদেষ্টা...
22/05/2025

পদত্যাগের বিষয়ে ভাবছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানান, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন ও পদত্যাগের বিষয়ে ভাবছেন তিনি।

এছাড়াও প্রধান উপদেষ্টা আলোচনায় বলেছেন, “ আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.....। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমিতো এভাবে কাজ করতে পারবো না। যদিনা রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো "

22/05/2025

Celebrity cricketlegue

কেয়া পায়েল

10/04/2023

••"আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড়
নেয়ামত হলো সুস্থতা!••🌸

🌸 #আলহামদুলিল্লাহ!•🌺

05/03/2023

মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি আমাদের,,
অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যত😞

09/10/2022

শাক সবজির ইংরেজী নাম:✅🟢❤️

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

19/09/2022

কিছু ইংরেজি শব্দের স্বাভাবিক উচ্চারণ যেগুলো আমরা প্রায়ই ভুল করি।
1. tiny (ঠাইনি, টিনি নয়)- অতি ক্ষুদ্র, পুচকে
2. politician (প/ফলি'টিশন, পলিটিশিয়ান নয়)- রাজনীতিক, রাজনীতিবিদ/-বাজ
3. nadir (নেইডিআ(র) UK, নেইডার, US, নাদির নয়)- নিম্নতম বিন্দু
4. apex (এইপেক্স, অ্যাপেক্স নয়) - শীর্ষবিন্দু
5. radii (রেইডিআই) radius (ব্যাসার্ধ) এর plural
অনুরূপ, syllabi (সিলেবাই), syllabus (পাঠ্যসূচি) এর plural
6. data (ডেইঠা) - উপাত্ত।
7. annihilate (অ্যানাইআলেইট, অ্যানিহিলেট নয়)- সম্পূর্ণরূপে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা।
8. behave (বিহেইভ, বিহ্যাভ নয়) - আচরণ করা।
9. epitome (এপিটমি, এপিটম নয়) - সারসংক্ষেপ
10. succinct (সাকসিঙকট্, সাসিংকট্ নয়)- সংক্ষিপ্ত
11. nature [নেইচা(র)/নেইচার)
12. natural (ন্যাচরাল্)

Blew (ব্লু, ব্লিউ নয়)
Brew (ব্রু, ব্রিউ নয়)
Drew (ড্রু, ড্রিউ নয়)
Flew (ফ্লু, ফ্লিউ নয়)
Grew (গ্রু, গ্রিউ নয়)
Shrew (শ্রু, শ্রিউ নয়)
Shrewd (শ্রুড, শ্রিউড নয়)
Threw (থ্রু, থ্রিউ নয়)

adverb এর শেষে -ically থাকলে উচ্চারণ হবে "ইকলি", 'ইক্যালি' নয়।
Basically (বেইসিকলি, ব্যাসিক্যালি নয়)
Automatically (ওটোম্যাটিকলি, অটোম্যাটিক্যালি নয়)
Diplomatically (ডিপ্লোম্যাটিকলি, ডিপ্লোমেটিক্যালি নয়)
Politically (প/ফলিটিকলি, পলিটিক্যালি নয়)
Practically (প্র‍্যা/ফ্র‍্যাক্টিকলি, প্রাক্টিক্যালি নয়)
Scientifically (সায়েন্টিফিকলি, সায়েন্টিফিক্যালি নয়)
Specifically (স্পেসিফিকলি, স্পেসিফিক্যালি নয়)
Economically (ইকোনোমিকলি, ইকোনোমিক্যালি নয়)
illogically (ইলজিকলি, ইলজিক্যালি নয়)

আরও জানতে পড়ুন MASTER MINI-BOOK

18/09/2022

1. বঙ্গবন্ধুর জন্মদিন—১৭মার্চ
জাতীয় শিশু দিবস -- ১৭ মার্চ
2. খাঁটি বাংলা উপসর্গ --২১ টি৷
২১দফার প্রথম দফা--রাষ্ট্র ভাষা বাংলা চাই।
3. বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ - চীন
ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ - চীন
4. তাসখন্দ চুক্তি ১৯৬৬ সালে
ছয় দফা ১৯৬৬ সালে
5. কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷
জসীম উদ্দীনের মৃত্যু--১৯৭৬সালে
6. সুফিয়া কামালের জন্ম--১৯১১সালে ৷
বঙ্গভঙ্গ রদ হয়--১৯১১সালে ৷
7. জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক -৩য়
জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়
সবজি উৎপাদনে বিশ্বে –তৃতীয়
মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি
8. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে
- চতুর্থ
মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ
আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।
ধান উৎপাদনে - চতুর্থ।
ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী
হয়-৪বার ।
ঢাকা মহানগর ৪ টি নদী দ্বারা বেষ্টিত।
বাংলাদেশ বিশ্বের ৪র্থ দেশ হিসেবে
নিজেদের ১০০ তম টেস্টে জয় লাভ করে।
ছাগল উৎপাদনে চতুর্থ
9.
দুদক এর চেয়ারম্যান - ইকবাল মাহমুদ -৫ম
৫ম বাংলাদেশী হিসেবে ওয়ানডে
হাট্রিক করলেন তাসকিন আহমেদ
10. যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ
দলের অভিষেক হয়--- ৭ম
বাংলাদেশের সংবিধান ৭ টি তফসিল
বা schedule- এ বিভক্ত
বাংলাদেশে সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি
আম উৎপাদনে বিশ্বে - ৭ম
আলু উৎপাদনে বিশ্বে - ৭ম
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে
বাংলাদেশের অবস্থান-৭ম
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে -৭ম
11. জনসংখ্যায় বিশ্বে -৮ম
রেমিট্যান্স প্রাপ্তিতে -৯ম
হামের প্রকোপের তালিকায়
বাংলাদেশের অবস্থান বিশ্বে --- অষ্টম।
জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান
বিশ্বে --- অষ্টম।
12. মোবাইল ব্যবহারকারী দেশ হিসেবে
বিশ্বে -১০ম
চা উৎপাদনে বিশ্বে-১০তম
টি২০ ক্রিকেটে - ১০ম
আত্মহত্যার দিক থেকে বিশ্বে-১০ম
স্মার্ট কার্ডের মেয়াদ হবে --- ১০ বছর।
বর্তমানে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ---
১০টি
13. মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়েছিল—১১টি সেক্টরে বাংলাদেশের
সংবিধানের ১১ টি ভাগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির -১১তম
14. প্রধানমন্ত্রী - শেখ হাসিনা - ১২তম
পি.এস.সি চেয়ারম্যান-ড. মোহম্মদ সাদিক-১৪তম
15. ওয়ানডে তে ১০০তম ম্যাচ খেলেছিল-
ভারতের বিপক্ষে এবং তাতে জয়ও লাভ
করেছিল।
ওয়ানডে তে ১০০তম জয় আফগানিস্তানের
বিপক্ষে।
16. Commonwealth এর সদস্যপদ লাভ –১৯৭২
সালে
WHO এর সদস্যপদ লাভ –১৯৭২সালে
ILO এর সদস্যপদ লাভ – ১৯৭২ সালে
IBRD (World Bank) এর সদস্যপদ লাভ– ১৯৭২
সালে
UNESCO এর সদস্যপদ লাভ– ১৯৭২সালে
IAEA এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
IMF এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
17. NAM এর সদস্যপদ লাভ – ১৯৭৩ সালে
FAO এর সদস্যপদ লাভ– ১৯৭৩ সালে
ESCAP এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
ADB এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
RED CROSS এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
18. UN এর সদস্যপদ লাভ- ১৯৭৪ সালে
OIC এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
IDB এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
FIFA এর সদস্যপদ লাভ–১৯৭৪ সালে
19. INTERPOL এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে
IFC এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে
20. WTO এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে
UNICAD এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে
21. কাজী নজরুল জন্ম- ১৮৯৯ সাল
জীবনানন্দ দাস জন্ম- ১৮৯৯ সাল।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when News420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share