Mr হাসির কারখানা

Mr হাসির কারখানা ভালো খারাপ সত্য মিথ্যা সব ধরনের পোস্ট করি বলে কেউ খারাপ কমেন্ট করবেননা প্লিজ🙏 ভালো না লাগলে ইগনোর করুন সমস্যা নাই,🙂

কারণ পেইজের নামই তো হাসির কারখানা,😆

আমি হাসি পছন্দ করি এবং মানুষকে হাসানো পছন্দ করি,সবার থেকে আমি একটু অন্য রকম,শত কষ্টের মাঝেও হাসি মুখে থাকি,

16/07/2025

এনসিপির নেতা নাহিদ বেগম জিয়ার উক্তিকে ট্রল করে বলেছে - " আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি "
নাহিদ খুব ভালো করেই জানে , কোন্ প্রসঙ্গে বেগম জিয়া চরম ক্ষুন্ন হয়ে বলেছিলেন - " গোপালগঞ্জ জেলার নামই বদলে দেয়া হবে "
দুইদিন আগে এই এনসিপির নেতাকর্মীরাই খালেদা জিয়ার শাড়ী ভাগ করেছে , তারেক রহমানের বিড়ালকে ভাগাভাগি করে নিয়েছে । ১-২-৩-৪ বলে, জঘণ্য কুৎসিত স্লোগান দিয়েছে ।
তারপরও তাদের উপর যখন হামলার ঝুঁকি তৈরি হয়েছে বিএনপি এবং তৃণমূল উদ্বিগ্ন হয়েছে , পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে , মীর্জা ফখরুলও বিবৃতি দিয়েছেন।

বাচ্চা ছেলেরা আরেকটু ম্যাচিউর হবে , দম নিয়ে টিকে থাকার রাজনীতি আয়ত্ব করবে - এটাই কামনা।

বিএনপি ব্যাশিং করতে যেয়ে হারিয়ে যাওয়াটা হবে সবচেয়ে বড় বেকুবী , হাসিনার মতো কালপ্রিট ১৮ বছর ভারতের পুরো ইন্টিলিজেন্স মাঠে নামিয়েও বিএনপির একটা খুঁটিও ভাঙ্গতে পারেনি । পাঁচ হাজার নেতাকর্মীর লাশের উপর দাঁড়িয়ে এই দল।

বিএনপিকে নিয়ে এতো নোংরামীর পরও আমরা বাচ্চাদের বলি - " তারা জুলাই যোদ্ধা , আমাদের সম্পদ "
তাদের উপর হায়নার পাল আক্রমণের চিন্তা করা মাত্র আর কোনো দল এগিয়ে আসুক না আসুক বিএনপি আসবেই।

আপনি এটাকে বিএনপির দূর্বলতা, বেহায়াপনা বলতেই পারেন , বাট ট্রুলি এটাই শহীদ জিয়ার আদর্শ।

গুড লাক এনসিপি তবে অহংকার আরো একটু কমাতে হবে👍

16/07/2025

আজকের গোপালগঞ্জের এই ঘটনার দায়ী বর্তমান সরকার,কারণ কোনো সংস্কার ই করে নাই,

16/07/2025

দুর আজকে ফেসবুকে ঢুকলেই গোপালগঞ্জ সামনে আসে,একদম বিরক্ত হয়ে গেছি🙄

12/07/2025

কতো দেখছি ভাই ২ দিন পরে বাঙালি,আবেগ দুঃখ কষ্ট মায়া সব ভুলে যাবে এটা ভাই বাংলাদেশ🙂

দেখতে বিদেশিদের মতো হওয়ায় ভাইরাল গরিব মায়ের মেয়ে ইরামনিকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা সন্দেহ ছড়াচ্ছে। আমার একটাই প্রশ্ন“চি...
11/07/2025

দেখতে বিদেশিদের মতো হওয়ায় ভাইরাল গরিব মায়ের মেয়ে ইরামনিকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা সন্দেহ ছড়াচ্ছে।

আমার একটাই প্রশ্ন“চিত্রনায়িকা মাহিয়া মাহি এত সুন্দর হলেও তার ছেলেটা কিন্তু কালো হয়েছে। তাই বলে মাহির ছেলেকে কেউ গরীবের বাচ্চা বলেনা কেনো??🙄
এটা মাহির সন্তান না এটা বলেনা কেনো??

নাকি গরিবের ঘরে সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করা অন্যায়??🙄

আসলে আমরা মানুষ হিসেবে লজ্জিত।😢

26/06/2025

যুক্তরাষ্ট্র না জড়ালে হিজরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হতো!
আয়াতুল্লাহ আলী খামেনি

23/06/2025

ইরানের সাহসিকতা ও বদান্যতা যেভাবে দেখিয়েছে।
মাথা নত না করে যেভাবে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে।

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দুই শক্তিকে একাই কাবু করছে।

এরপর ইরান হেরে গেলেও আর দুঃখ থাকবেনা।

লড়াই করে যারা যুদ্ধে হারে তারাও জয়ী।

হারবে তো সেসব কাপুরুষেরা যারা অন্যের দয়ায় বাঁচে

সবাই ইরানের জন্য দোয়া করুন,

23/06/2025

⚠️শতর্ক বার্তা⚠️
মে'য়েরা ফেসবুকে ছবি ছাড়া থেকে বিরত থাকুন!
AI দিয়ে আপনাদের ন.গ্ন ভি'ডিও বানাতে ১ মিনিট ও সময় লাগবে না!

07/06/2025

সকালে ছিলো বাপ-চাচাদের মাথা গরম, আর এখন মা-চাচীদের মাথা গরম কারণ টা আপনারা বলুন?😑

26/05/2025

এখন যারা ফেসবুকে বিপ্লবী স্ট্যাটাস দেয়-তারা তাদের নিজের ছবি ছাড়া অনেকেই ৫ই আগস্টের আগে মাঠে ঘাটে কোথাও দেখা যায়নি😑

22/05/2025

দিন দিন মানুষের মন থেকে একদমই মায়া দয়া উঠে যাচ্ছে🥲বিস্তারিত👇

13/05/2025

অটো রিকশা ভেঙ্গে ফেলা কোনও স্থায়ী সমাধান?

কর্মসংস্থান সৃষ্টি না করে গরিবের উপরে বোল্ডোজার উঠিয়ে কি প্রমাণ করতে চাইছেন?

অন্য দিকে দেশের মিলিয়ন মিলিয়ন টাকা লুটপাট করা লোকদের কোটি টাকা ঘুষ খেয়ে দেশত্যাগ করার সুযোগ করে দেন, এটাই কি সংস্কার?

আল্লাহ তোদের বিচার করবে একদিন ঠিক আওয়ামী লীগের মতো তোদেরও সেম অবস্থা হবে গরিবের বদদোয়ায়,

বড় বড় কোম্পানির কতো কতো অবৈধ কারখানা নিয়ে কতবার রিপোর্ট হলো, গত কিছুদিন আগেই যমুনা টেলিভিশনের এলপিজি গ্যাস নিয়ে রিপোর্ট হলো (৬৯০ টাকার গ্যাস কিভাবে ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা হয়), অথচ আপনাদের আগে নজর যায় ওই অটোরিকশার উপরেই!

আসলে কথা একটাই.............

সরকারের দায়িত্বে থাকা চরিত্রের মানুষটা বদলায়, চরিত্র একই থাকে।

লক্ষ লক্ষ বেকার জীবন নিয়ে যুদ্ধ করছে, কোনও সরকার আজ পর্যন্ত এমন কোনও পদক্ষেপ নেয়নি এই বেকারত্ব ঘোচাতে (আসলে নেতাদের কথাটাই সত্যি, তোমরা কাজ/চাকরি করলে রাজনীতি করবে কে? আমার হো* তেল দিবে কে?)

বড় বড় স্কৃনের সামনে প্রেজেন্টেশন করলেই বেকারত্ব ঘুচবে না, কথায় কথায় ইংলিশ ফুটালেই বেকারত্ব ঘুচবে না, নিতে হবে শক্তিশালী কোনও পদক্ষেপ, আছে কি এমন কোনও প্ল্যান?

#সমাজবিরোধীপ্রবৃত্তি াসির_কারখানা #সেয়ার

Address

Dhaka

Telephone

+97466403250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr হাসির কারখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr হাসির কারখানা:

Share