16/07/2025
এনসিপির নেতা নাহিদ বেগম জিয়ার উক্তিকে ট্রল করে বলেছে - " আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি "
নাহিদ খুব ভালো করেই জানে , কোন্ প্রসঙ্গে বেগম জিয়া চরম ক্ষুন্ন হয়ে বলেছিলেন - " গোপালগঞ্জ জেলার নামই বদলে দেয়া হবে "
দুইদিন আগে এই এনসিপির নেতাকর্মীরাই খালেদা জিয়ার শাড়ী ভাগ করেছে , তারেক রহমানের বিড়ালকে ভাগাভাগি করে নিয়েছে । ১-২-৩-৪ বলে, জঘণ্য কুৎসিত স্লোগান দিয়েছে ।
তারপরও তাদের উপর যখন হামলার ঝুঁকি তৈরি হয়েছে বিএনপি এবং তৃণমূল উদ্বিগ্ন হয়েছে , পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে , মীর্জা ফখরুলও বিবৃতি দিয়েছেন।
বাচ্চা ছেলেরা আরেকটু ম্যাচিউর হবে , দম নিয়ে টিকে থাকার রাজনীতি আয়ত্ব করবে - এটাই কামনা।
বিএনপি ব্যাশিং করতে যেয়ে হারিয়ে যাওয়াটা হবে সবচেয়ে বড় বেকুবী , হাসিনার মতো কালপ্রিট ১৮ বছর ভারতের পুরো ইন্টিলিজেন্স মাঠে নামিয়েও বিএনপির একটা খুঁটিও ভাঙ্গতে পারেনি । পাঁচ হাজার নেতাকর্মীর লাশের উপর দাঁড়িয়ে এই দল।
বিএনপিকে নিয়ে এতো নোংরামীর পরও আমরা বাচ্চাদের বলি - " তারা জুলাই যোদ্ধা , আমাদের সম্পদ "
তাদের উপর হায়নার পাল আক্রমণের চিন্তা করা মাত্র আর কোনো দল এগিয়ে আসুক না আসুক বিএনপি আসবেই।
আপনি এটাকে বিএনপির দূর্বলতা, বেহায়াপনা বলতেই পারেন , বাট ট্রুলি এটাই শহীদ জিয়ার আদর্শ।
গুড লাক এনসিপি তবে অহংকার আরো একটু কমাতে হবে👍