তাওবা & তাকওয়া

তাওবা & তাকওয়া সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারি, একদিন উনি সবকিছু ঠিক করে দিবে।

 #কুরআন  #হাদিস
09/11/2025

#কুরআন #হাদিস

আল্লাহ তুমি আমাকে তাওফিক দান করুক,  #কুরআন  #হাদিস
05/11/2025

আল্লাহ তুমি আমাকে তাওফিক দান করুক, #কুরআন #হাদিস

রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন :দোয়া ব্যতীত অন্য কোন কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য ...
03/11/2025

রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন :দোয়া ব্যতীত অন্য কোন কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোন কিছু হায়াত বাড়াতে পারে না । তিরমিজি হাদিস নাম্বার ২১৩৯ #হাদিস #কুরআন

রিজিকের সংকটের সময় পড়ুনরিজিকের সংকট জীবনের এক চরম বাস্তবতা।অনেকে চেষ্টা করেন, পরিশ্রম করেন, তবুও বরকত আসেনা । এই সময়ে...
02/11/2025

রিজিকের সংকটের সময় পড়ুন

রিজিকের সংকট জীবনের এক চরম বাস্তবতা।
অনেকে চেষ্টা করেন, পরিশ্রম করেন, তবুও বরকত আসে
না । এই সময়ে হতাশ না হয়ে আল্লাহর দরজায় ফিরে আসা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি।

রাসূলুল্লাহ আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন,
যা রুজির দরজা খুলে দেয়, হৃদয় প্রশান্ত করে, আর
জীবনে বরকত আনে।

🌿 রিজিকের সময়ের ৩টি সেরা দোয়া

🕋 ১️⃣ সূরা কাসাস: আয়াত ২৪

رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
অর্থ: হে আমার রব! আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।
📖 (সূরা আল-কাসাস: আয়াত ২৪)

ফায়দা:

হতাশা ও অভাব থেকে মুক্তি
নতুন কাজ ও রিজিকের সুযোগ সৃষ্টি

নবী মূসা (আ.) এই দোয়ার পরই রিজিক ও আশ্রয় লাভ করেন

🌿 ২️⃣ হালাল রিজিকের জন্য দোয়া

اللّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনি বিহালালিকা ‘আন হারামিকা, ওয়া আঘনিনি বিফাদলিকা ‘আম্মান সিওয়াক।
অর্থ: হে আল্লাহ! আপনার হালাল রিজিক দিয়ে আমাকে এমনভাবে পরিপূর্ণ করুন, যাতে হারামে না যাই, এবং আপনার অনুগ্রহে এমন স্বয়ংসম্পূর্ণ করুন যাতে অন্য কারো মুখাপেক্ষী না হই।
📚 (তিরমিজি: হাদিস ৩৫৬৩)

ফায়দা:

হালাল পথে রিজিকের স্থিরতা
আত্মসম্মান ও বরকতের বৃদ্ধি
দেনা ও সংকট থেকে মুক্তি

🌿 ৩️⃣ বরকতময় রিজিকের জন্য দোয়া

اللّهُمَّ ارْزُقْنِي رِزْقًا حَلَالًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
উচ্চারণ: আল্লাহুম্মারযুকনি রিযকান হালালান তইয়্যিবান মুবারাকান ফিহি।
অর্থ: হে আল্লাহ! আমাকে এমন হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দিন, যাতে আপনার সন্তুষ্টি থাকে।

ফায়দা:

জীবনে প্রশান্তি আসে
রিজিকে বরকত বৃদ্ধি পায়
পরিবারে কল্যাণ ও নিরাপত্তা বৃদ্ধি পায়

🕰️ আমল করার নিয়ম

1️⃣ প্রতিদিন প্রতিটি দোয়া ৭ বার করে পড়ুন।
2️⃣ দুই রাকাত হাজতের নামাজ পড়ে পড়লে উত্তম।
3️⃣ দোয়ার সময় অন্তর থেকে চাওয়া ও হালাল রিজিকের নিয়ত রাখুন।
4️⃣ দোয়ার পর ইস্তেগফার ও দরুদ শরীফ পড়ুন।

💫 শেষ কথা

রিজিক শুধু আয় নয় — এটি মানসিক শান্তি, পারিবারিক স্থিতি ও আত্মিক সন্তুষ্টির নাম।
আজই এই দোয়াগুলো আমল শুরু করুন,
হয়তো এটাই হবে জীবনের বরকতময় মোড় পরিবর্তনের মুহূর্ত, ইনশাআল্লাহ। 🤍

 #হাদিস
02/11/2025

#হাদিস

06/10/2025
25/09/2025

উদ্দেশ্য যদি হালাল হয়, তাহলে আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর" –ইন শা"আল্লাহ। ❤️

15/09/2025

🕋🌻 ডান কাত হয়ে ঘুমানোর বৈজ্ঞানিক মু’জিযা
⏳ আপনার সময়ের মাত্র ৬০ সেকেন্ড নিন
চলুন একসাথে জেনে নিই...

💐 ১. কেউ কেউ পেটের উপর ভর করে ঘুমান।
💐 ২. কেউ কেউ পিঠের উপর শুয়ে ঘুমান।
💐 ৩. কেউ কেউ বাম কাত হয়ে ঘুমান।
💐 ৪. কেউ কেউ ডান কাত হয়ে ঘুমান।

১. পেটের উপর ঘুমানো:

এই অবস্থায় ঘুমালে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কারণ দেহের ওজন এবং হাড়ের কাঠামো ফুসফুসের উপর চাপ ফেলে।
👈 তাই, পেটের উপর ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।

৩. বাম কাত হয়ে ঘুমানো:

সাধারণভাবে খাবার হজম হতে ২ থেকে ৪ ঘণ্টা সময় লাগে।
কিন্তু বাম কাত হয়ে ঘুমালে হজম হতে লাগে ৫ থেকে ৮ ঘণ্টা, কারণ ডান ফুসফুস বড় হওয়ায় তা হৃদয় এবং যকৃৎকে চাপ দেয়।
ফলে যকৃৎ, যা শরীরের সবচেয়ে বড় অঙ্গ, সঠিকভাবে কাজ করতে পারে না এবং অস্বস্তি তৈরি হয়।
👈 অতএব, বাম কাত হয়ে ঘুমানোও স্বাস্থ্যসম্মত নয়।

৪. ডান কাত হয়ে ঘুমানো:

ডান কাত হলে, বাম ফুসফুস যেহেতু ছোট ও হালকা, তাই চাপ কম পড়ে।
আর যকৃৎ শরীরের নিচে স্থির হয়ে থাকে, ফলে হজম দ্রুত হয়।
💐 তাই, এটাই ঘুমানোর সবচেয়ে উত্তম উপায়—স্বস্তিদায়ক এবং উপকারী।

হাদীস দ্বারা প্রমাণ:

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন তুমি শোবার যায়, তখন নামাযের ওযু করো, তারপর ডান কাত হয়ে শুয়ে পড়ো এবং বলো:
اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ...”
📖 সহীহ বুখারী ও মুসলিম (মত:আলাইহি)

প্রাচীন বাণী:

পিঠের উপর ঘুমানো: রাজাদের ঘুম

পেটের উপর ঘুমানো: শয়তানের ঘুম

বাম কাত হয়ে ঘুমানো: ধনীদের ঘুম (অতিরিক্ত খাওয়ার কারণে)

ডান কাত হয়ে ঘুমানো: পরহেযগার ও আলেমদের ঘুম
🌟 আর এটি-ই ছিল রাসূলুল্লাহ ﷺ -এর ঘুমানোর ভঙ্গি।

📚 এই কল্যাণকর জ্ঞান ছড়িয়ে দিন, কারণ কল্যাণের দিকনির্দেশক তার কার্যসম্পাদনকারীর মতোই পুরস্কার পাবেন।

🕋🤲 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ﷺ

পবিত্র ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা।  ゚  #মহান_২৭শে  #পবিত্র_ঈদে_মিলাদুন্নবী  #সৈয়দ_এমদাদুল_হক_মাইজভাণ্ডারী  #তাজেদারে_হেরম_...
06/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী শুভেচ্ছা। ゚ #মহান_২৭শে #পবিত্র_ঈদে_মিলাদুন্নবী #সৈয়দ_এমদাদুল_হক_মাইজভাণ্ডারী #তাজেদারে_হেরম_tajedare_herm

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তাওবা & তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাওবা & তাকওয়া:

Share