15/08/2025
নিজের পরিস্থিতি কখনো অন্য কেউ বুঝবে না।
ব্যর্থতার পর ব্যর্থতা জীবনে আসতেছেই। জীবনের কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছি না। আশায় থাকি, হয়তো হবে। কিন্তু সে আশায় গুড়ে বালি। এতো এতো টেনশনের মাঝে যখন বিভিন্ন জনের বিভিন্ন কটু কথা শুনতে হয় তখন মনে হয় জীবনে বেঁচে থাকাই বৃথা। আর মাত্র ২টা মাস। তারপর কী হবে আল্লাহ ই ভালো জানে। হয় আমি সময়কে হারাবো অথবা সময় আমাকে হারিয়ে দিবে। এখন সময় চোখ-মুখ বন্ধ করে আল্লাহর উপর তাওয়াককুল করে পরিশ্রম করে যাওয়া।