
24/09/2025
বর্তমান ই-কমার্স ব্যবসা নিয়ে আসলেই আপনি সফল হয়ে যাবেন যদি নিচের কথা গুলো কাজে লাগান।
ই-কমার্স ব্যবসায় নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য শুধু সেল এর উপর ফোকাস করলেই হবে না। আমরা অনেকে ভাবি একটি Website তৈরী করবো আর একটি Facebook পেইজ খুলে ফেলবো। আর সেখানে শুধু বুস্ট করবো আর সেল আসবে। আর Brand তৈরী হয়ে যাবে।
না রে ভাই Brand তৈরী হওয়া এত সহজ না।
আপনি একটি প্রডাক্ট মার্কেটে নিয়ে এসেই যদি সেল এর দিকে ফোকার্স করেন। তাহলে আপনার সাময়িক সেল হবে। অধিকাংশ মানুষ এই ভুল এর জন্য বেশিদূর পযর্ন্ত এগিয়ে যেতে পারে না।
আপনার সেল এর পাশাপাশি আপনার প্রচার এর দিকে বেশি লক্ষ্য রাখতে হবে। আপনার মার্কেটিং যত হবে আপনার প্রডাক্ট সম্পর্কে মানুষ জানবে বেশি। এর পাশাপাশি আপনার Website and Page কে বিশ্তত করে তুলুন। প্রডাক্ট এর মূল্য বাজার অনুযায়ী রাখুন।
আরো জানতে এবং যেকোনো বিষয় জানতে যোগাযোগ করতে পারেন আামার সাথে।