
04/04/2025
আপনার স্ত্রী/ পার্টনার এর সাথে সম্পর্কের টানাপোড়েনের সময় অভিযোগের তীরটা সবসময় কী একটু নারীর দিকেই তাক করা থাকেনা? ভেবে বলুন তো! জীবনে যতবার ফাইট হয়েছে, কতবার আপনার নিজেকে অপরাধী মনে হয়েছে? অথচ আপনি কিন্তু জাজমেন্টাল হয়ে বন্ধুদের বলে বেড়ান-সে বড্ড সেনসিটিভ!
নারীকে সেনসিটিভ ভাবার আগে কখনো ভেবে দেখেছেন যে কেন সে এভাবে রিয়েক্ট করছে?
ধরেন যে সে আপনার উপর অভিমান করেছে। কিংবা রেগে আছে। অথবা ধরেন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আপনার কী মনে হয়, এমনি এমনি সে এমন করছে? সে কী কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দূরত্ব তৈরি করেছে? না, এমনি এমনি সে করেনি। এমনি এমনি সে আবেগপ্রবণ হয়ে ওঠে না, বা কঠিন হয়ে যায় না। বেশিরভাগ সময়, এটি তার প্রতি আপনার ব্যবহারের রিয়েকশান। অথচ আপনার অভিযোগ তার প্রতি।
যদি আপনি তাকে শুধু অবহেলা, অসম্মান, বা উদাসীনতা দেখিয়ে যান, তাহলে সমস্যাটা সে নয়, সমস্যাটা আপনি!
হ্যাঁ, আপনি।
আপনি তার ভুলগুলো ধরার আগে, তার সমস্যা খোঁজার আগে নিজের সমস্যা খুঁজে দেখেন। আপনি যে তাকে টক্সিক বলছেন, অথচ খেয়াল করে দেখুন তো, সম্পর্কের শুরুর দিকে সে এমনটা ছিল কিনা? নাকি বারবার আপনার আঘাত পেয়ে সে অবসাদ গ্রস্থ হয়ে গেছে, হয়ে গেছে ক্লান্ত। হয়ত সে কারণেই আজকাল তাকে আপনার কাছে টক্সিক মনে হয়।
অথচ তার সাথে খোলামেলা আলাপ করে দেখুন, সে আপনার কাছ থেকে খুব বেশি কিছু চায় না। সে চায়না আপনি তাকে তুলু তুলু করবেন। অনেক বায়না পুরণ করে দেবেন। সে শুধু চায় আপনি তাকে একটু সময় দেবেন। তার চোখের দিকে অবারিত তৃষ্ণা নিয়ে যেমন করে তাকাতেন স্রেফ ওভাবে তাকাবেন। তাকে মূল্য দেবেন। এবং সম্মান করবেন।