
30/06/2024
আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া সহজ নয়। যার সাথে লেপ্টে থেকেছি, পাগলামি সাজিয়েছি, আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি, ভুল না করেও মাথা নত করেছি, বুক ফুলিয়ে কাছের মানুষ বলেছি; ভাবতাম আর যে যাই করুক সে অন্তত আমায় ভুলে যেতে পারবে না।
কিন্তু আমি ভুল ছিলাম। ভুল ছিলাম ভুল জায়গায় বিশ্বাসকে আটকে রেখে। মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে ফেলে। কারণ আমাকে ভুলে যাওয়ার মতো সহজ কিছু আর ছিল না তার কাছে। ভুলে গেল তো এমন ভাবে গেল, যেন আমি কখনো তার পরিচিত কেউ ছিলামই না।
দুঃখ আসলে তার ভুলে যাওয়াতে নয় আমার। দুঃখ তো এখানেই, যেখানে আমার বিশ্বাসটা মিথ্যে প্রমাণ হলো। হয়ে গেলাম বোকা ভীষণভাবে।
দুঃখটা আমার এখানেই আসলে, কেন আমি মানুষ চিনতে ভুল করি বারেবারে!
এই আকাশ স্বাক্ষী, স্বাক্ষী এই কোমল হাওয়া। আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছি নিজেকে, যে ভুল করতে করতে আমি ঠিক একদিন নিজেকে শুধরে নিবো। সেদিন মুখ চেপে সহ্য করতে হবে না আর কিছু। কারণ সে সুযোগটাই দিবো না কাউকে। কথা দিচ্ছি, আমি একদিন ভেঙে যেতে যেতে পাথর হবো। যাকে কেউ কখনো আর ভা'ঙতে পারবে না এবং সাহসও দেখাবে না।