Daily Moments

Daily Moments অন্যের চোখে পার্ফেক্ট হওয়ার থেকে নিজের চোখে পার্ফেক্ট হওয়া বেশি গুরুত্বপূর্ণ।

আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া সহজ নয়। যার সাথে লেপ্টে থেকেছি, পাগলামি সাজিয়েছি, আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি, ভুল না করেও ম...
30/06/2024

আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া সহজ নয়। যার সাথে লেপ্টে থেকেছি, পাগলামি সাজিয়েছি, আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি, ভুল না করেও মাথা নত করেছি, বুক ফুলিয়ে কাছের মানুষ বলেছি; ভাবতাম আর যে যাই করুক সে অন্তত আমায় ভুলে যেতে পারবে না।

কিন্তু আমি ভুল ছিলাম। ভুল ছিলাম ভুল জায়গায় বিশ্বাসকে আটকে রেখে। মিথ্যে মায়ায় নিজেকে জড়িয়ে ফেলে। কারণ আমাকে ভুলে যাওয়ার মতো সহজ কিছু আর ছিল না তার কাছে। ভুলে গেল তো এমন ভাবে গেল, যেন আমি কখনো তার পরিচিত কেউ ছিলামই না।

দুঃখ আসলে তার ভুলে যাওয়াতে নয় আমার। দুঃখ তো এখানেই, যেখানে আমার বিশ্বাসটা মিথ্যে প্রমাণ হলো। হয়ে গেলাম বোকা ভীষণভাবে।
দুঃখটা আমার এখানেই আসলে, কেন আমি মানুষ চিনতে ভুল করি বারেবারে!

এই আকাশ স্বাক্ষী, স্বাক্ষী এই কোমল হাওয়া। আমি কথা দিচ্ছি। কথা দিচ্ছি নিজেকে, যে ভুল করতে করতে আমি ঠিক একদিন নিজেকে শুধরে নিবো। সেদিন মুখ চেপে সহ্য করতে হবে না আর কিছু। কারণ সে সুযোগটাই দিবো না কাউকে। কথা দিচ্ছি, আমি একদিন ভেঙে যেতে যেতে পাথর হবো। যাকে কেউ কখনো আর ভা'ঙতে পারবে না এবং সাহসও দেখাবে না।

সম্পর্কের শেষ দিকে চিরচেনা সেই তুমি কেমন অন্য রকম হয়ে গেছিলে। আমার সাথে অহেতুক রাগ দেখাতে। খাপছাড়া কথা বলতে। কখনো না বা ...
26/06/2024

সম্পর্কের শেষ দিকে চিরচেনা সেই তুমি কেমন অন্য রকম হয়ে গেছিলে। আমার সাথে অহেতুক রাগ দেখাতে। খাপছাড়া কথা বলতে। কখনো না বা হুটহাট উদাসীন হয়ে যেতে। পায়ে পা ফেলে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলে যাকে সে মানুষটা কখন পিছিয়ে পড়তো, টের পেতে না। আঙুলের ভাঁজের আঙুল কখন আলগা হয়ে যেতো তুমি অনুভব করতে পারতে না। বুঝতে পেরেছিলাম আমার প্রতি তোমার মায়া কেটে গেছে। তুমি অন্য কারো মোহে আবদ্ধ হয়ে পড়েছ! তখন তোমার ভেতর সম্পর্ক ভাঙার কি চাঞ্চল্যতা-ই না অনুভব করতাম! অথচ তখন ভাবতাম আমার এমন ভাবনা গুলো সঠিক নয়। হয়তো আমাদের ভালোবাসার রং বদলেছে সব ঠিক হয়ে যাবে কিন্তু একটা বারের জন্যও তোমাকে সন্দেহ করার চিন্তা মাথায় আসে নি। সন্দেহ করাটা আমার অন্যায় ছিলো কিন্তু সন্দেহ টাই সত্যি হিসেবে সামনে আসতে লাগলো। তবুও আমার বিশ্বাস হয় না তুমি আমায় ঠকাবে, একটা মূহুর্তের জন্যও আমি মানতে রাজি নই কিন্তু অভিমান ঠিকই আছে অথচ আমি তখনো তোমার প্রেমে পড়তাম। তোমার উদাসীনতার প্রেমে পড়তাম। তোমার অবহেলার প্রেমে পড়তাম। বারংবার প্রেমে পড়তাম তোমার দেওয়া লাল-নীল তীব্র দুঃখের।

23/06/2024

পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাত টাই দিবে! এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ।

সবকিছু উজার করে যারাই ভালোবাসতে যায়, দিনশেষে তারা চরম অবহেলার শিকার হয়! তাদের অগ্রাহ্য করা হয়, তারা গুরুত্বহীন হয়ে পড়ে।

মূলত যাকে বেশি ভালোবাসা যায়, তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়! ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না সহজে।

খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি। আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকারবোধের ব্যাপারটা খুব বিশাল থাকে, যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন। আর সেই অধিকারবোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয়!

দিনশেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন, নিজের ভালো থাকা বিসর্জন দিবেন, সেই একটা সময় পর সবকিছুই অস্বীকার করবে। আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা, যে যন্ত্রণা আপনাকে দেয়া হবে, সেই যন্ত্রণা আপনাকে আ মৃ ত্যু ভোগাবে!

পৃথিবীতে যারাই কাউকে সবকিছুর উর্ধ্বে গিয়ে কাউকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ! খারাপ সময়, একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয়। আর আপনি তা স্বীকার করুন কিংবা না করুন, মানুন আর না মানুন।
Daily Moments

স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের সাথে প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল ফারাক। প্রেম চাইলেই ভেঙ্গে দেয়া য...
17/06/2024

স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষের সাথে প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল ফারাক। প্রেম চাইলেই ভেঙ্গে দেয়া যায়, নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেয়া যায়। তবে সংসার? সংসার কি চাইলেই ভেঙ্গে দেয়া যায়?

জীবন আর কতটুকুই যন্ত্রণা দেয়?
একবার শুধু দুর্ভাগ্যজনক ভাবে স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবের মানুষ জীবন সঙ্গী হলেই নিজের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হয়!

জন্ম, মৃত্যু, বিয়ে তিনটাই ঐ উপরওয়ালার হাতে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় কী, জানেন? এই ভালো মানুষগুলোর কপালেই সবসময় স্বার্থপর স্বভাবের মানুষগুলোই জুটে!

স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক মানুষগুলো কখনোই সঙ্গীর চাওয়া- পাওয়ার ব্যাপারে যত্নবান হয় না। সঙ্গীর প্রতি যত্নবান সেই সাথে শ্রদ্ধাশীল হয় না। এরা সুখ বলতে কেবল নিজের ভালো থাকাকে বোঝে। সঙ্গীর কথা ভুলেও চিন্তা করে না।

তবে সঙ্গী?
সঙ্গীর কথা ভাবার তাদের সময় নেই। সঙ্গীর ভালো থাকা, সঙ্গীর অসহায়ত্ব কিংবা তার মন কখনোই বুঝতে চেষ্টা করে না! উল্টো নিজের চাহিদা পূরণে একটুখানি কমতি হলেই সঙ্গীর উপর চরম মানসিক নি র্যা ত ন শুরু করে দেয়!

জীবন এতটাই হতাশাগ্রস্ত আর একঘেয়ে হয়ে যায় যে, নিজেকে নিজের কাছেই তখন অসহায় লাগে! নিজের ভেতর তিলে তিলে শেষ হতে হয়! মানসিক আর শারীরিক ভাবে ভেঙ্গে যেতে হয়! যেখানে সঙ্গীর প্রতি মানুষের প্রবল আস্থা সেই সাথে প্রত্যাশা থাকে, সেখানে সঙ্গীই যখন স্বার্থপর কিংবা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, তখন চুপচাপ তার দেয়া মানসিক আর শারীরিক যন্ত্রণা আমৃত্যু সহ্য করে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না! আর যদি সেই সংসারে সন্তান এসে থাকে, তাহলে তো নিজেকে নিয়ে, নিজের ভালোর কথা কেউ ভাবতে পারে না!

যারা সঙ্গীকে কষ্ট দিয়ে নিজে সুখ পেতে চায়, তারা সুখ পেলেও সঙ্গীর ভালোবাসা পায় না। আর যারা সঙ্গীর ভালোবাসার চাইতে পৃথিবীর জাগতিক সবকিছুকেই সুখ ভাবে, তাদের থেকে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। এদের কপালে শেষ বয়সে হলেও চরম অবহেলা–অবজ্ঞা আর অসম্মানই জুটে!

যারা সঙ্গীকে ভালো রাখতে প্রাণপণ চেষ্টা করেও তার থেকে অবহেলা পায়, অনাদর পায়, অযত্ন পায়, তারা মূলত ঠকে না। ঠকে তো তারাই, যারা এতকিছুর পরেও সঙ্গীকে তার প্রাপ্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করে। নির্দিষ্ট সময়ে কিংবা শেষ বয়সে ঠিক এরাই সঙ্গীর পা ধরে মাফ চায়।
Daily Moments Oviman-অভিমান

12/06/2024

মাঝেমধ্যে নিজেকে ভীষণ মনে পড়ে। সেই উত্তাল আমি, উত্তাল শৈশব, কৈশোর, স্কুল, পরিজন, বন্ধুরা, সেই বকবকানি, গগন ফাটানো হাসি, রাতভর বান্ধবীদের সঙ্গে চ্যাটিং করা, মায়ের বকুনি, সেই সুখ, সেই দুঃখ, সেই আবেগ আর দুচোখ ভরা স্বপ্ন। নিমিষেই সব কোথায় যেন হারিয়ে গেল। বছরের পর বছর যাবে, সব হারিয়ে যাবে অতল গহ্বরে।, 💔

🥱🥱
05/06/2024

🥱🥱

😊😌
02/06/2024

😊😌

30/05/2024

হিংসা! একটি ভয়ংকর অসুখ। এই রোগে একবার আক্রান্ত হলে বিবেক নামক বস্তুটি একটু একটু করে নিঃশেষ হয়ে যায়। ফলস্বরূপ ব্যক্তি অনা...
05/02/2023

হিংসা! একটি ভয়ংকর অসুখ। এই রোগে একবার আক্রান্ত হলে বিবেক নামক বস্তুটি একটু একটু করে নিঃশেষ হয়ে যায়। ফলস্বরূপ ব্যক্তি অনায়াসেই মিথ্যা, কপটতা, গিবতের মতো তুচ্ছ এবং ঘৃণ্য কাজে লিপ্ত হয়। অতঃপর আসে কেবল আত্মার দারিদ্রতা।

20/01/2023

বেহায়া দেখবেন?
নিজেকে দেখুন 😊
বাড়ির লোক এতো বারন করার পরেও কী ভাবে নির্লজ্জের মতো ফোন ঘেঁটেই চলেছেন 😂😂

20/01/2023

পুচকির ট্রেন ভুত, 🥱

😂😂
20/01/2023

😂😂

us somosa bhai🙂
24/12/2022

us somosa bhai🙂

24/12/2022

কিছু কিছু ছেলে মেয়েদের দিকে এমন ভাবে তাকায় যেন তার হারিয়ে যাওয়া বউ খুঁজে পেয়েছে🤣

Address

Dhaka

Telephone

+8801968410404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share