Tangon24 TV_ টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon

Tangon24 TV_  টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon welcome�
Pls Like & Follow 🇧🇩
মোঃ ইরফান কবির
ঠাকুরগাঁও, রংপুর।। ঢাকা, বাংলাদেশ।। https://youtu.be/MfhAsX1skg4?si=Yzi4fFs0-BoJ3ArU

বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের ক্যাডার ও ৮নং বড়বাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকরাম আলী কে বিজয়ের মালা পরায় দিচ্ছেন...
03/08/2025

বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের ক্যাডার ও ৮নং বড়বাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকরাম আলী কে বিজয়ের মালা পরায় দিচ্ছেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগের সাথে কারা ছিল এখন আপনারাই বলেন,
তাছাড়া আমি জানতাম এই লোক আওয়ামী লীগ করে এখন শুনি বিএনপি করে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ ও সাধারন সম্পাদক রাশেদ চৌধুরীকে দলের শৃংখলা ভঙ্গ, উস্কানিম...
02/08/2025

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ ও সাধারন সম্পাদক রাশেদ চৌধুরীকে দলের শৃংখলা ভঙ্গ, উস্কানিমূলক বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ ও সাধারন সম্পাদক রাশেদ চৌধুরীকে দলের শৃংখলা ভঙ্গ, উস্কানিম...
02/08/2025

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ ও সাধারন সম্পাদক রাশেদ চৌধুরীকে দলের শৃংখলা ভঙ্গ, উস্কানিমূলক বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে।।

02/08/2025

বালিয়াডাঙ্গীতে

02/08/2025

BNP neta Zulfikar Ali Sha

সাংগঠনিক শৃংখলা ভঙ্গের  অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইলিয়াস আলী ও সাদ্দাম হোসেন কে  সাংগঠনিক পদ...
02/08/2025

সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইলিয়াস আলী ও সাদ্দাম হোসেন কে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ঠাকুরগাও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে জানা যায়( বর্তমান-২ পিক)।। আগে-৩ পিক।।

১. গুলি খেয়েও ওকে ফেলে দিইনি। রক্তে ভেজা শরীরটা পেছনে টেনে নিতে থাকি। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটাও কষ্ট। তবু ছাড়িনি ও...
01/08/2025

১. গুলি খেয়েও ওকে ফেলে দিইনি। রক্তে ভেজা শরীরটা পেছনে টেনে নিতে থাকি। আমার পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটাও কষ্ট। তবু ছাড়িনি ওকে। আর তখন ইমাম হাসান বলে উঠল কাঁপা কণ্ঠে, “ভাই, আমার শরীরে আর শক্তি নাই… তুমি আমাকে ছেড়ে দাও।”

সে বলছিল “ছাড়ো”, আর আমি প্রাণপণ ধরে রাখছিলাম—যেনো রাষ্ট্রের গুলির সামনে বন্ধুর শরীরটা একা পড়ে না থাকে।

২. যখন দেখি কিছুই করার নেই, তখন শেষ চেষ্টা হিসেবে বলি, “ভাই, ও পুলিশের ছেলে, ওকে অন্তত বাঁচান।”
কিন্তু কী ভয়ানক ছিল সেই জবাব!
পুলিশ বলল—“বাঁচাইতাছি, আগে তুই এখান থেকে চলে যা, না হলে তোকে গুলি করব।”

এই হলো এই রাষ্ট্রের নিষ্ঠুরতা—যেখানে পরিচয় দিয়েও জীবন মেলে না, যেখানে বন্ধুর প্রাণের মিনতি শুধু উপহাস হয়ে ফিরে আসে।
যেখানে মানুষ নয়, ক্ষমতা আর ভয়ই একমাত্র ভাষা।
শহীদ ইমাম হাসানের রক্ত সেই ভাষাকে চিরকাল নীরব করে দিয়েছে।

01/08/2025

ষাড় নয়,বরং স্যার।।

বালিয়াডাঙ্গী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান  বালিয়াডাঙ্গী তে স্যারকে অভিনন্দন 🌹💝
01/08/2025

বালিয়াডাঙ্গী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান
বালিয়াডাঙ্গী তে স্যারকে অভিনন্দন 🌹💝

01/08/2025

নিম্নমানের খাবার রোগীদের দেয়।। পীরগনজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

31/07/2025

বালিয়াডাঙ্গী থানার সামনে Army X Police এর যৌথ চেকপোস্ট
লাহিড়ী থেকে যারা বাইক নিয়ে আসেন লাইসেন্স হেলমেট ছাড়া আসবেন না, সাবধান রেফারেন্স ও কাজ হচ্ছে না,আমার ভাই পুলিশ, আমার ভাই আর্মি তে আছে কোনো কথায় শুনছে না,,
সাবধান BRTA এর কাগজপত্র ছাড়া বাইক নিয়ে আসবেন না,,
ধন্যবাদ
Stay Legal
stay ride safe,, have a nice day

ইশরাকের বিপরীতে মেয়র পদে লড়তে চান হিরো আলম
31/07/2025

ইশরাকের বিপরীতে মেয়র পদে লড়তে চান হিরো আলম

Address

Sher-E/Bangla Nagar, Shyamoli
Dhaka
5140

Alerts

Be the first to know and let us send you an email when Tangon24 TV_ টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tangon24 TV_ টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon:

Share