Tangon24 TV_ টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon

Tangon24 TV_  টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon welcome�
Pls Like & Follow 🇧🇩
মোঃ ইরফান কবির
ঠাকুরগাঁও, রংপুর।। ঢাকা, বাংলাদেশ।। https://youtu.be/MfhAsX1skg4?si=Yzi4fFs0-BoJ3ArU

ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ:১৯১৯ সালের ২২ মে, বাংলা ১৩২৬ সালের ৮ জ্যৈষ্ঠ ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ বালিয়াডাঙ্গী উপজেলা...
26/09/2025

ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ:
১৯১৯ সালের ২২ মে, বাংলা ১৩২৬ সালের ৮ জ্যৈষ্ঠ ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালে চড়তা মিডল ইংলিশ স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন। ১৯৩৫ সালে ঠাকুরগাঁও হাইস্কুলে এবং পরে কলকাতা পার্ক সার্কাস স্কুলে ভর্তি হন। পার্ক সার্কাস স্কুল থেকে ম্যাট্রিক ও কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই.এস.সি পাশ করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ সেকেন্ড ক্লাস পেয়ে পাস করেন। অসম্ভব মেধাবী ছিলেন তিনি। প্রখর স্মরণশক্তি ছিল তাঁর। প্রতিটি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন। কলকাতার শিক্ষাজীবন সম্পর্কে তাঁর রচিত ‘আমার জীবন’ গ্রন্থে বলেছেন-‘কলকাতা যাওয়ার সুযোগ না হলে আর যাই হোক আমার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ হতো না। জীবনেও প্রতিষ্ঠিত হতে পারতাম না। তৎকালে কলকাতাই ছিল শিক্ষা, সংস্কৃতি ও রুচি গড়ে উঠবার প্রাণকেন্দ্র।
আই.এস.সি পরীক্ষার পর হাইস্কুলে মাস্টারি করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর ‘অল ইন্ডিয়া পেটেন্ট এন্ড ডিজাইনস’ অফিসে চাকরি করেন। পরবর্তীতে রেলওয়ে বিভাগের ইঞ্জিনিয়ার হিসেবে মধ্য প্রদেশের রায়পুর এবং ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানের লাহোর, কোয়েটা ও ইরানের মিরজাওয়ায় চাকরি করেন। ১৯৫০ সালে পশ্চিম পাকিস্তান থেকে চট্টগ্রামে বদলি হয়ে আসেন। তখন তাঁর দুচোখে ভিন্ন কিছু করার স্বপ্ন। দেশ ও জাতির জন্য বড়কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ মানুষের সোনার হরিণের চাকরি ছেড়ে দেন। ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ ১৯৬৩-১৯৬৪ সালে রাজশাহী ও কুষ্টিয়া সুগার মিল নির্মাণ কাজের সুযোগ পান। তিনিই প্রথম বাঙালি যিনি সুগার মিলের মত বৃহৎ শিল্প কারখানা নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করতে পেরেছিলেন। এধরনের বড় ও গুরুত্বপূর্ণ কাজ অবাঙালিদের জন্য এককভাবে নির্ধারিত ছিল। ব্যবসা বাণিজ্য চাকরি এবং শিল্পকারখানায় বাঙালিদেরকে কোণঠাসা করে রেখেছিল তারা। পশ্চিম পাকিস্তানিরা সবকিছুতেই প্রাধান্য বিস্তার করেছিল। এরকম এক বিরূপ পরিবেশে ১৯৬৪ সালে ‘ন্যাশনাল জুট মিল’ নামে একটি বৃহৎ জুট মিল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ। দু’শ বিঘার উপর প্রতিষ্ঠিত জুট মিলটি ১৯৬৭ সালের মাঝামাঝিতে চালু হয়। প্রথম বছরেই মিলটি লাভ করে।১৯৫৯ সালে, প্রয়াত প্রকৌশলী এজাবুদ্দিন আহমেদ "ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি" (বর্তমানে বন্ধ) নামে একটি কোম্পানি শুরু করেন। তার নির্মাণ কোম্প

এবার ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের সম্পদ ক্রোকদুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ইমরান হোসেনের আবেদন...
25/09/2025

এবার ঠাকুরগাঁও -২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের সম্পদ ক্রোক

দুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ঠাকুরগাঁও- ২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলামের রাজউক পূর্বাচল প্রকল্পের একটি প্লট এবং ঠাকুরগাঁও হরিপুরের বাংলো বাড়ি সহ বেশকিছু স্থাবর সম্পদ বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ক্রোকের আদেশ দিয়েছে।

 #চিকিৎসার জন্য ইবনে সিনায় ৫০% ছাড়!! #ঠাকুরগাঁও  #দিনাজপুর
25/09/2025

#চিকিৎসার জন্য ইবনে সিনায় ৫০% ছাড়!!
#ঠাকুরগাঁও #দিনাজপুর

24/09/2025

ভাউলার হাট(৩) বনাম পীরগনজ লোহাগাড়া (৪)
জয়ী # পীরগনজ লোহাগাড়া
ভেন্যু # বালিয়া ডাঙ্গীপাইলট উচ্চ বিদ্যালয়।।

24/09/2025
24/09/2025

যশোর জেলা সদর # এক নারীকে নিয়ে ‘দুই স্বামীর’ হাতাহাতি,, অতঃপর.এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশোর্ধ্ব দুই ব্যক্তি। দুজনই ওই নারীকে নিজের স্ত্রী দাবি করছেন। একপর্যায়ে শুরু হয়হাতাহাতি। দুজনের টানাটানি ও হাতাহাতি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এই দৃশ্য দেখা যায় রে স্থানীয়রা খবর দিলে তিনজনকেই থানায় নিয়ে যায় পুলিশ। এতে আরও উত্তেজনা বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ওই তিনজনকেই ১৫১ ধারায় রাপদ হেফাজত) মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতেপাঠায়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

24/09/2025

প্রেমের সমাধি ছবির পরিচালক।।
#ঠাকুরগাঁও #দিনাজপুর

24/09/2025

এক স্ত্রীকে নিয়ে দুই স্বামী টানাটানি হিন্দু ধর্মাম্বলী মহিলার সাথে।
যশোর কোতয়ালী থানায় একি লংকাকান্ড।
#হিনদু

ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ:১৯১৯ সালের ২২ মে, বাংলা ১৩২৬ সালের ৮ জ্যৈষ্ঠ ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ বালিয়াডাঙ্গী উপজেলা...
23/09/2025

ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ:
১৯১৯ সালের ২২ মে, বাংলা ১৩২৬ সালের ৮ জ্যৈষ্ঠ ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালে চড়তা মিডল ইংলিশ স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হন। ১৯৩৫ সালে ঠাকুরগাঁও হাইস্কুলে এবং পরে কলকাতা পার্ক সার্কাস স্কুলে ভর্তি হন। পার্ক সার্কাস স্কুল থেকে ম্যাট্রিক ও কলকাতা ইসলামিয়া কলেজ থেকে আই.এস.সি পাশ করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ সেকেন্ড ক্লাস পেয়ে পাস করেন। অসম্ভব মেধাবী ছিলেন তিনি। প্রখর স্মরণশক্তি ছিল তাঁর। প্রতিটি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন। কলকাতার শিক্ষাজীবন সম্পর্কে তাঁর রচিত ‘আমার জীবন’ গ্রন্থে বলেছেন-‘কলকাতা যাওয়ার সুযোগ না হলে আর যাই হোক আমার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ হতো না। জীবনেও প্রতিষ্ঠিত হতে পারতাম না। তৎকালে কলকাতাই ছিল শিক্ষা, সংস্কৃতি ও রুচি গড়ে উঠবার প্রাণকেন্দ্র।
আই.এস.সি পরীক্ষার পর হাইস্কুলে মাস্টারি করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর ‘অল ইন্ডিয়া পেটেন্ট এন্ড ডিজাইনস’ অফিসে চাকরি করেন। পরবর্তীতে রেলওয়ে বিভাগের ইঞ্জিনিয়ার হিসেবে মধ্য প্রদেশের রায়পুর এবং ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানের লাহোর, কোয়েটা ও ইরানের মিরজাওয়ায় চাকরি করেন। ১৯৫০ সালে পশ্চিম পাকিস্তান থেকে চট্টগ্রামে বদলি হয়ে আসেন। তখন তাঁর দুচোখে ভিন্ন কিছু করার স্বপ্ন। দেশ ও জাতির জন্য বড়কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ মানুষের সোনার হরিণের চাকরি ছেড়ে দেন। ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ ১৯৬৩-১৯৬৪ সালে রাজশাহী ও কুষ্টিয়া সুগার মিল নির্মাণ কাজের সুযোগ পান। তিনিই প্রথম বাঙালি যিনি সুগার মিলের মত বৃহৎ শিল্প কারখানা নির্মাণ কাজের দায়িত্ব গ্রহণ করতে পেরেছিলেন। এধরনের বড় ও গুরুত্বপূর্ণ কাজ অবাঙালিদের জন্য এককভাবে নির্ধারিত ছিল। ব্যবসা বাণিজ্য চাকরি এবং শিল্পকারখানায় বাঙালিদেরকে কোণঠাসা করে রেখেছিল তারা। পশ্চিম পাকিস্তানিরা সবকিছুতেই প্রাধান্য বিস্তার করেছিল। এরকম এক বিরূপ পরিবেশে ১৯৬৪ সালে ‘ন্যাশনাল জুট মিল’ নামে একটি বৃহৎ জুট মিল প্রতিষ্ঠার উদ্যোগ নেন ইঞ্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদ। দু’শ বিঘার উপর প্রতিষ্ঠিত জুট মিলটি ১৯৬৭ সালের মাঝামাঝিতে চালু হয়। প্রথম বছরেই মিলটি লাভ করে।১৯৫৯ সালে, প্রয়াত প্রকৌশলী এজাবুদ্দিন আহমেদ "ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানি" (বর্তমানে বন্ধ) নামে একটি কোম্পানি শুরু করেন। তার নির্মাণ কোম্প

মমতাময়ী মা মারা গেছে কিন্তু লাশ নিয়ে যাবার মত এম্বুলেন্স নাই।তাই মমতাময়ী মায়ের লা. শের হা.ত.পা ভেঙে বাবার সাথে বস্তায় ভ...
23/09/2025

মমতাময়ী মা মারা গেছে কিন্তু লাশ
নিয়ে যাবার মত এম্বুলেন্স নাই।
তাই মমতাময়ী মায়ের লা. শের হা.ত.পা ভেঙে বাবার সাথে বস্তায় ভরে সহজে পরিবহন করে শশ্মানে নিয়ে
পোড়ানো হবে!
ইসলাম মানুষকে কী শিক্ষা দিয়েছে
তা এই একটা ছবি নিয়ে গভীরভাবে
চিন্তা করলেই সহজে বুঝতে পারবেন।
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া
আপনি আমি মুসলমান । আমাদের আগমনটাও সুন্দর ভাবে হয়
এই দুনিয়া থেকে যাওয়াটাও
এই জন্য হলেও
একশত বার পড়ুন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।
আলহামদুলিল্লাহ
আমার ধর্মীয় সংস্কৃতি অনেক উন্নত,
অনেক মানবিক।
(ছবিটা ভারতের উড়িষ্যা রাজ্যের এক হাসপাতালের)

সংগ্রহীত

ঠাকুরগাঁও-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ রেজাউল করিম
22/09/2025

ঠাকুরগাঁও-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ রেজাউল করিম

Address

Sher-E/Bangla Nagar, Shyamoli
Dhaka
5140

Alerts

Be the first to know and let us send you an email when Tangon24 TV_ টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tangon24 TV_ টাঙ্গন২৪ টিভি।।Thakurgaon:

Share