Bdnewswall.com

Bdnewswall.com Online News Portal

ঢাকায় রিকশার সংখ্যা বাড়ার পেছনের একটি ব্যবসায়িক মডেল!ব্যবসার ধরন: রিকশা রেন্টাল বিজনেসঢাকায় রিকশার সংখ্যা দিন দিন বাড়ছে,...
15/05/2025

ঢাকায় রিকশার সংখ্যা বাড়ার পেছনের একটি ব্যবসায়িক মডেল!
ব্যবসার ধরন: রিকশা রেন্টাল বিজনেস
ঢাকায় রিকশার সংখ্যা দিন দিন বাড়ছে, যার একটি বড় কারণ হচ্ছে রিকশা রেন্টালকে কেন্দ্র করে গড়ে ওঠা লাভজনক ব্যবসায়িক মডেল। নিচের কেস স্টাডিটি সেটির একটি উদাহরণ।

বিনিয়োগ কাঠামো:
• প্রতি রিকশার মূল্য: ৬০,০০০ টাকা
• মোট রিকশা: ৬০টি
• এই রিকশাগুলো ভাড়ায় দেওয়া হয় দরিদ্র মানুষদের, যারা প্রতিদিন তাদের আয় থেকে মালিককে নির্ধারিত ভাড়া প্রদান করে।

ইনভেস্ট:
• দুইজন প্রভাবশালী ব্যক্তি যৌথভাবে এই উদ্যোগে বিনিয়োগ করেন।
• ব্যাংক থেকে ৩৬,০০,০০০ টাকা লোন নেওয়া হয় (বাড়ি বা জমি জামানতের মাধ্যমে)।
• এই অর্থ দিয়ে রিকশা ক্রয় এবং একটি গ্যারেজ নির্মাণ করা হয়।

আয়ের বিশ্লেষণ:
• প্রতি রিকশা থেকে গড় দৈনিক আয় (খরচ বাদে): ৪০০ টাকা
• মোট দৈনিক আয়: ৪০০ × ৬০ = ২৪,০০০ টাকা
• মাসিক আয়: ২৪,০০০ × ৩০ = ৭,২০,০০০ টাকা
• বাৎসরিক আয়: ৭,২০,০০০ × ১২ = ৮৬,৪০,০০০ টাকা

প্রথম বছরের অর্থনৈতিক ফলাফল:
• মোট আয়: ৮৬,৪০,০০০ টাকা
• মোট বিনিয়োগ (রিকশা + গ্যারেজ + লোন): ৩৬,০০,০০০ টাকা
• প্রাথমিক লাভ: ৮৬,৪০,০০০ - ৩৬,০০,০০০ = ৫০,৪০,০০০ টাকা
যদিও প্রথম বছরে রক্ষণাবেক্ষণ, ব্যাংক সুদ, রিকশা না চলা দিন, এবং অন্যান্য পরিচালন খরচ থাকবে, তবুও প্রায় ৫০ লাখ টাকার উপরে নিট লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে।

এই কেস স্টাডিটি দেখায়, কীভাবে রিকশা রেন্টাল একটি কার্যকর ও লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে ঢাকায়। স্বল্প মূলধনে বড় আয়ের সম্ভাবনা থাকায় অনেকেই এই খাতে বিনিয়োগ করছে। যার ফলে শহরে রিকশার সংখ্যা বেড়ে চলেছে। ভবিষ্যতে, এই প্রবণতা অব্যাহত থাকতে পারে যদি না শহরের পরিবহন ব্যবস্থায় বড় কোনো পরিবর্তন আনা হয়।

নিউ মার্কেট থানা ঢাকা ।
21/08/2024

নিউ মার্কেট থানা ঢাকা ।

গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া ....

স্মার্টফোন হারিয়ে গেলে দূর থেকে অবস্থান জানবেন যেভাবেমনের ভুলে স্মার্টফোন হারিয়ে ফেলা মানুষের সংখ্যা কম নয়। কখনো আবার স্...
01/06/2024

স্মার্টফোন হারিয়ে গেলে দূর থেকে অবস্থান জানবেন যেভাবে

মনের ভুলে স্মার্টফোন হারিয়ে ফেলা মানুষের সংখ্যা কম নয়। কখনো আবার স্মার্টফোন চুরি হয়ে যায়। ছিনতাইকারীর কবলেও পড়েন কেউ কেউ। ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সুবিধার মাধ্যমে সহজেই দূর থেকে ফোনটির অবস্থান জানা যায়।

ফাইন্ড মাই ডিভাইস সুবিধা চালুর জন্য প্রথমে ফোনের ‘সেটিংস’-এ প্রবেশ করে ‘গুগল’ অপশনে ট্যাপ করতে হবে। পরের পৃষ্ঠায় ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন দেখা যাবে। অপশনটি দেখা না গেলে ডাউনলোড ট্যাপ করে ফোনে অ্যাপটি নামাতে হবে। এরপর অ্যান্ড্রয়েড ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে লগইন করতে হবে। এবার ‘ফাইন্ড মাই ডিভাইস’ অপশন চালু করার পর যেকোনো ওয়েব ব্রাউজারে বা অন্য যন্ত্র থেকে এই ঠিকানায় (https://www.google.com/android/find/ ) প্রবেশ করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলে সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সব অ্যান্ড্রয়েড যন্ত্রের তালিকা দেখা যাবে। এবার হারিয়ে যাওয়া স্মার্টফোনের নাম ট্যাপ করলেই সেটির অবস্থান দেখা যাবে। তবে হারিয়ে যাওয়া ফোনটিতে একই গুগল অ্যাকাউন্ট চালু না থাকলে বা ইন্টারনেট-সংযোগ বন্ধ থাকলে সর্বশেষ অবস্থানের তথ্য জানা যাবে না; অর্থাৎ ফোনটিতে সর্বশেষ ইন্টারনেট-সংযোগ চালু থাকা স্থানের তথ্য জানা যাবে।

10/02/2024

কাবিননামার যে ১০ টি বিষয় জানা সবার জন্য অপরিহার্য।
বিবাহ নিবন্ধন, বা কাবিননামা, মুসলিম পারিবারিক আইনের অধীনে বর ও কনে উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে। এটি বিচারিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল হিসেবে কাজ করে, কারণ নিবন্ধন বা কাবিননামা ছাড়া বিয়ে প্রমাণ করা চ্যালেঞ্জিং হতে পারে

লিংক কমেন্টে

সুন্দর একটি ছবি
09/09/2023

সুন্দর একটি ছবি

Beauty of Bangladesh
28/07/2023

Beauty of Bangladesh

ঢাকার আশে পাশে দর্শনীয় স্থান । ঢাকার পাশে বেড়ানোর মত ১০ টি  জায়গা । আমাদের মধ্যে এমন অনেক আছে যারা সময়ের অভাবে ঘুরতে ...
23/07/2023

ঢাকার আশে পাশে দর্শনীয় স্থান । ঢাকার পাশে বেড়ানোর মত ১০ টি জায়গা । আমাদের মধ্যে এমন অনেক আছে যারা সময়ের অভাবে ঘুরতে পারেন না ।

যারা খুব কম সময়ের জন্য ঘুরতে যেতে চান তাদের জন্য আমাদের বাছাই করা যায়গা গুলো থেকে ঘুরে আসতে পারেন । এগুলো ঢাকার আশে পাশে হবার কারণে খুব কম সময়ে কম খরচে ঘুরে এসতে পারবেন । কমেন্ট সেকশনে লিংক দেয়া আছে এক নজরে দেখে নিন >>

একটি ড্রাইভিং  লাইসেন্স আপনার জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে । বর্তমান এই আধুনিক যুগে আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স ন...
07/04/2023

একটি ড্রাইভিং লাইসেন্স আপনার জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে । বর্তমান এই আধুনিক যুগে আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স না থাকে তবে আপনি আপানার প্রয়োজনের সময় আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না ।

ঢাকার দর্শনীয় স্থানের তালিকা । Top 10 Travel Point In Dhaka বাংলাদেশের রাজধানী ঢাকায় দেখার মতো অনেক আকর্ষণীয় স্থান রয...
29/03/2023

ঢাকার দর্শনীয় স্থানের তালিকা । Top 10 Travel Point In Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকায় দেখার মতো অনেক আকর্ষণীয় স্থান রয়েছে।এই সুন্দর জায়গা গুলো ভ্রমণ না করলে আপনার জীবনে অনেক কিছু আফসোস থেকে যাবে ।

কমেন্ট এ দেখুন বিস্তারিত

মালদ্বীপ ভ্রমণের সুন্দর ও সেরা সময় হল নভেম্বর মাস থেকে এপ্রিল মাস । মনোরম প্রকৃতির এই দ্বীপের দেশটির আবহাওয়া  সারা বছর...
26/03/2023

মালদ্বীপ ভ্রমণের সুন্দর ও সেরা সময় হল নভেম্বর মাস থেকে এপ্রিল মাস । মনোরম প্রকৃতির এই দ্বীপের দেশটির আবহাওয়া সারা বছর উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল থাকে, তবে এটি শুষ্ক মৌসুম এবং একটি আর্দ্র, বর্ষা ঋতু নিয়ে গঠিত। ঋতু ভেদে এখানে পর্যটকের ভ্রমণের সুবিধা এবং অসুবিধা রয়েছে। বিস্তারিত কমেন্ট সেকশনে

মামার হাতের জাদু.!'🥲🖤
27/08/2022

মামার হাতের জাদু.!'🥲🖤

27/08/2022

Address

Elepant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Bdnewswall.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share