
06/09/2022
জীবন তো একটা জার্নি!
কখনো আপ হবে কখনো ডাউন হবে!
কখনো মনে হবে আজকে মরে যায়!
আজকে আমার সব শেষ!
হটাৎ করে কালকে সকালে!
একটা আলো ঢুকবে তোমার জীবনে!
তুমি বুঝতেও পারলে না,
এটা তোমার জীবনে হওুক!
কিন্তু আবার মনে একটা ডাক্কা,
না এটা সব শেষ!
মানুষ মানে আবার ফিরে উঠার লড়াই!
জীবনে কোনো জিনিস শেষ হয় না!
কোথায় থেকে কোথাও শুরু হয়ে যায়| See less
— at Successful Life