Ayaan's Collection

Ayaan's Collection we are committed with you for giving best quality. you will get from us all kind of clothing, cosmetic's and consumer item.

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

গত সপ্তাহে একটা রিপোর্ট দেখলাম - ক্যান্সার রোগীদের ৬০% সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত । কেন চাষীদের ক্যান্সার হচ্ছে ? কীটন...
10/01/2025

গত সপ্তাহে একটা রিপোর্ট দেখলাম - ক্যান্সার রোগীদের ৬০% সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত ।

কেন চাষীদের ক্যান্সার হচ্ছে ?
কীটনাশক স্প্রে করতে গিয়ে ।

আমাদের দেশে কৃষির যে উন্নতি - এটা আসে ভারতের পাঞ্জাব থেকে । দুনিয়ায় কৃষি কাজে সবচে আধুনিক কাজগুলো হয় ইস**রাইলে ।
ভারতের সাথে তাদের খুবই অঙ্গরংঙ্গ সম্পর্কের কারনে দুনিয়ার যেকোন আধুনিক টেকনোলজি দ্রুত ভারতে আসে । ভারতের কৃষিতে পাঞ্জাবিরা সবচে আধুনিক, তারা দ্রুত এটা গ্রহন করে ।

বর্তমানে পাঞ্জাবের ভাটিন্ডা থেকে রাজস্থানে সপ্তাহে একটা ট্রেন যায় যার নাম ক্যান্সার ট্রেন - এই ট্রেন পাঞ্জাব থেকে রাজস্থানে যায় ক্যান্সার হসপিটালে । পাঞ্জাবকে ভারতের ক্যান্সারের রাজধানী বলা হয় ।
কারন কি ?

কীটনাশক, ফসলে যে কীটনাশক দেয়া হয় সেটার কারনে ।

পাঞ্জাবে যে টেকনোলজি আসে - সেটা বাংলাদেশে আসতে ১৫ বছর সময় লাগে, বর্তমানে ইন্টারনেট এর কল্যানে সেটা আরো দ্রুতই আসে ।

৫ বছর আগে আমাদের ক্যান্সার রোগীদের ৩৪% ছিল চাষীরা, ৫ বছরের মাঝে এটা অফিসিয়ালি ৬০% হয়ে গেছে ।
সব চাষী কি আর টের পায় যে সে ক্যান্সার এ আক্রান্ত ?

তাহলে আনঅফিসিয়ালি এটা কত % ?

//.\\

আমরা চকচকা সবজি, বেগুন এসব খুজি যেগুলো দেখতে সুন্দর ।
যদি পরিমান মাফিক দেয়া হত তাহলে হয়ত কম হত । চাষীরা সব্জিতে কীটনাশক স্প্রে করে পুরো জমিতে একটা বেগুন এ পোকা পেলেই ।
এখন সে জানে না বা জানার চেস্টা করেনা যে - এই কীটনাশক স্প্রে করার পর কতদিন জমিতে যাওয়া উচিত না ।
কতদিন পর্যন্ত কীটনাশক দেয়া সেই সবজি খাওয়ার উপযুক্ত হয়না ।

সে সকালে স্প্রে করে, বিকেলে বা পরদিন ভোরে সেই সবজি তুলে হাটে বিক্রি করে । যে জমিতে স্প্রে করার পরে ৩ দিন ঢোকাই নিষেধ, সেখানে সেই সবজি আমি আপনি খাচ্ছি ৩ দিনের মাথায় ।

কীটনাশক স্প্রে করা চাষী যদি ৬০% হয়ে থাকে - সেই সবজিই আমি আপনি ৩ দিনের মাথায় খেলে আমাদের কতদিন এর মাঝে ক্যান্সার হতে পারে ?

এখানে চাষীরা দেখে লাভ কোথায় ? হাটে সে কিভাবে বেশি দাম পাবে ?

তাহলে ভিলেন এখানে কে ? চাষীরা ?
নাকি চাষীদের কাছে কীটনাশক বিক্রি করা কীটনাশকের দোকানদাররা ?
নাকি আমাদের কৃষি বিভাগ যারা জানে সবকিছু কিন্তু ব্রিফকেসে আসা ইয়ের কাছে নতজানু ?

//.\\

হাইব্রিড সব্জির জয় জয়কার !
কারন উৎপাদন বেশি, টাকা পয়সা বেশি পাওয়া যাবে । ডাবল এক্সেল জাতের হাইব্রিড বড় সাইজ এর ফুলকপির এক কেজি ঈজের দাম সম্ভবত দেখলাম ২ লাখ ৩০০০০ টাকা !

এত দাম দিয়ে কেন বীজ কিনছে চাষীরা ? বেশি লাভের আশায় ।

এত দামের বীজ আসতেছে কোথায় থেকে ? লাভটা নিশ্চিতভাবে বীজ বিক্রি নিয়ে যাচ্ছে কারা ? চাষিরা ত এই বীজ কিনেছে টাকা দিয়ে এখন ১ টাকা কেজি বিক্রি করে খরচই ওঠে না তাদের ।

এখন, বীজ কোম্পানি এই বীজ এনেছে বড় কোম্পানির কাছে থেকে । তারা এটাকে ডিজাইন করেছে যেন সাইজে বড় হয়, এটা থেকে চাষীরা বীজ রেখে দিতে না পারে - ওয়ান পিস মেইড, কারিগর ডেইড টাইপ ব্যাপার আর কি।

এই অতি বর্ধনশীল ফুলকপিতে পানির পরিমান বেশি, সার একটু বেশি দিতে হয় । এই সার কে বিক্রি করে ? তার কি লস হয় ? সেটা আসে কোথায় থেকে ?

সার বেশি দিলেন মানে সেখানে দ্রুত গ্রোথ আসবে, অস্বাভাবিক গ্রোথ - সেই গ্রোথের সাথে আসবে পাতায় গ্লুকোজ - সেই গ্লুকোজ এর লোভে আসবে পোকা, সেই পোকাকে মারতে দেবেন কীটনাশক ।
উপকারি পোকা, অপকারি পোকা মরে সাফ ।

সেই ফসল খেলেন আপনি ৩ দিন পরে বিষসহ, অসুস্থ্য হলেন - গেলেন হসপিটালে । সেখানে যা চিকিৎসা নিলেন, সেইসব মেশিনারিজ এলো কোথা থেকে ? সেইসব মেডিসিন এর পেটেন্ট কাদের হাতে ?

এই এক বিরাট চক্র !
এই চক্রতে জড়িত আমাদের আমলারা, বীজ ব্যাবসায়ী, সার ব্যাবসায়ী, আমাদের চিকৎসা সিন্ডিকেট সহ সবাই - জেনে না বুঝে, ব্যাবসার লোভে টাকার লোভে ।

আমরা ফাদে পড়েই গেছি !
বের হবার উপায় নাই !

দেখেই যাব শুধু ? এটাকে ভাংগার জন্য কিছুই কি করার নাই ?

আমাদের প্লান আছে এটা নিয়ে কাজ করার, যদিও আমাদের ক্ষমতা খুবই সীমিত । আমরা তেমন বড় কিছু করতে পারব না এই বিশাল শক্তির বিরুদ্ধে ।
তবুও, হয়ত দুবছর পরে, ২০২৭ সাল থেকে আমরা কিছুটা শুরু করতে পারব ।

আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী ১ লাখ স্যালারির চাকরি পেয়ে যায়, বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না।কারণ তার আরেক ...
14/12/2024

আমার ক্লাসের ফার্স্ট গার্ল বান্ধবী ১ লাখ স্যালারির চাকরি পেয়ে যায়, বিয়ে হবার পর স্বামীকে পাত্তা দেয় না।
কারণ তার আরেক কলিগের সঙ্গে পরকীয়া চলছিল, সেই কলিগও লাখ টাকা বেতন পায়।
তারা বিয়ে করবে ভাবছে।
এর মধ্যে একটা মেয়ে বাচ্চা হয়েছে। তাতে কী, মায়ের বুদ্ধিতে স্বামীকে ডিভোর্স দেয়।
কিছুদিন পর সেই প্রেমিক কলিগ বিদেশ চলে যায়, এতদিন আসলে সে প্রেমের নামে পরকীয়া করেছে।
বান্ধবী এখন বাবার বাড়িতে থাকেন।
২ বছর যাবার পর সে বুঝতে পারে পারিবারে তার গুরুত্ব স্যালারির সমান, একটা সময় চরম একাকিত্ব বোধ করে এবং আবার বিয়ের কথা বলে।
কিন্তু ৩ বছরের বাচ্চাসহ কেউ বিয়ে করতে রাজি হয় না, যারা রাজি হয় তারা লোয়ার ক্লাস। যা তার সঙ্গে যায় না।
পরে ২ বছরেও একটা পাত্র জোগাড় হয়নি, বান্ধবী তখন হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কত কঠিন।
এদিকে করোনায় কোম্পানির ব্যবসা খারাপ, বেশি বেতনের অনেক কর্মী ছাঁটাই হলো। আমার বান্ধবীও তার মধ্যে। চাকরি যাওয়ার মাত্র ২ মাসের মধ্যেই বান্ধবী ও তার মেয়ে বাবার পরিবারে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায়, ২ ভাই বিয়ে করেছে। ভাইদের বৌরা ননদ ও তার মেয়েকে সংসার ছাড়তে বলছে।
তখন বান্ধবী বুঝতে পারে নিজের পায়ে দাঁড়িয়েছে ভেবে নিজের পায়েই কুড়াল মেরেছে। এখন তার সন্তান বাবাহীন অবস্থায় বড় হচ্ছে। টাকা দিয়ে কী হবে।
যে পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করে ডিভোর্স দিলো ঐ ছেলে ৩ মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয়।
বেতন কম হলেও সেই মেয়ে সুখে শান্তিতে সংসার করছে।
নিরুপায় বান্ধবী আবার আগের স্বামীর অফিসে গিয়ে সংসার করবে বলে জানায়।
কিন্তু তিনি বেকার স্ত্রী নিয়ে নতুন সংসারে সুখে আছেন বলে উত্তর দেন। ইচ্ছা করলে মেয়েটিকে দিতে পারেন বলে জানান।
বাধ্য হয়ে তাই করেন আমার বান্ধবী।
কিন্তু নিজে কী করবেন, কী খাবেন?
এর মধ্যে কোভিড চলে গেছে। পুরনো অফিসে যোগাযোগ করলেন, সেখানে চাকরির সুযোগ নেই, কিন্তু অফিসের সাথে একটা লন্ড্রির দোকান আছে, তার সাবেক বস তাকে সেই দোকানটি লিজ দেয়ার ব্যবস্থা করেন।
আমার যে বান্ধবী পুরুষের ওপর পৌরুষত্ব দেখাতে চেয়েছিলেন, সে এখন দিন রাত শত পুরুষের প্যান্ট পাজামা, ধৌত করেন।
উপার্জন করা নারীরা স্বামীকে ছোট করে দেখার পরিণতি কত নির্মম তার আমার বান্ধবীতে দিয়ে দেখা যায়।
©
পেইজটি Ayaan's Collection ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো। ধন্যবাদ

31/10/2024

জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু,

আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু!

'২মাসের বাচ্চাকে রেখে একটি রিকশাওয়ালারসঙ্গে পালিয়ে গিয়েছিলাম।স্বামীর থেকে ওই রিকশাওয়ালাকেই আমার বেশি ভালো লাগতো। 'বাসা থ...
27/10/2024

'২মাসের বাচ্চাকে রেখে একটি রিকশাওয়ালার
সঙ্গে পালিয়ে গিয়েছিলাম।
স্বামীর থেকে ওই রিকশাওয়ালাকেই আমার বেশি
ভালো লাগতো।

'বাসা থেকে পালানোর সময় হাতের পায়ের গহনা
এবং ৩/৪লক্ষ টাকা সঙ্গে নিয়ে ছিলাম।

'বেশ ভালোই চলছিলো দিন গুলি।
প্রায় ২/৩মাস পরে হলো আসল সমস্যা। কারন আমি যতো টাকা পয়সা এবং ঘহনা নিয়ে
আসছিলাম সব শেষ। এই দিকে আমার প্রমিক ও রিকশা চলা ছেড়ে দিয়েছে।

'কি করবো বুজতেছিলম না।
ঠিক তার ২দিন পরে আমার নতুন স্বামী নিখোজ
হয়ে যায়। তাকে কোথাও খুজে পাচ্ছিনা।
মাথায় যেনো আকাশ ভেঙ্গে পরলো আমার। আমি তাকে পা*গলের মতো খুজে বেরাচ্ছি।
এরি মধ‍্যে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে রিসিভ করলাম।

'হ‍্যালো কে।

'আমি নাইম।

'এইই তুমি কোথায় চলে গিয়েছো।
তোমাকে কোথাও খুজে পাচ্ছিনা।

'আমাকে খুজিওনা। আমি আমার বউ বাচ্ছার
কাছে চলে এসেছি,,?

'কিইইই। তুমি বিবাহিত।

'হ‍্যাঁ আমার বউ বাচ্ছা সব আছে।
এতোদিন তোমার সঙ্গে মজা নিতেছি।

'প্লিজজজ এমন করোনা।
তুমি ফিরে এসো আমি তোমাকে অনেক ভালোবাসি।

'সম্ভব না।
(কথাটি বলেই ফোনটি কেটে দিলো)

'মাথায় আকাশ ভে*ঙ্গে পরলো কি করবো
ভেবে পাচ্ছিনা। বেশ কিছুদিন যাওয়ার পরে ভাবলাম আগের স্বামীর কাছে ফিরে যাবো।

'যেই চিন্তা সেই কাজ।
ফিরে আসলাম স্বামির কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে রেহেনা সামলাচ্ছে। আর আমার স্বামী অফিসের কাজ করতেছে।

'স্বামিকে বললো হাসিব আমি ফিরে এসেছি।
আমাকে ক্ষমা করে দাও প্লিজ।

'ওহ আপনি।
ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই।

'ধন‍্যবাদ।

'ধন‍্যবাদ দেয়ার দরকার নেই।
কি জন‍্যে এসেছেন সেইটা বলুন।

'আমার স্বামী সন্তানের কাছে আমি ফিরে আসবোনা
তবে কার কাছে আসবো।

'ফা*জলামি করিয়েন না বোন।
আপনার নতুন স্বামীর কাছে চলে যান। এছাড়া আপনি চলে যাওয়ার পরে আমি বিয়ে করেছি।

'কিইই।

'হ‍্যাঁ।

'তাহলে আমার সন্তান কে আমাকে দিয়ে দাও।
আমি চলে যাচ্ছি।

'তুমি কি এখন চলে যাবে নাকি ঘার ধরে
বের করে দিবো সেটা বলো।

'আমার সন্তান না নিয়ে আমি যাবোনা।

'কথাটি শোনা মাত্রই হাসিব
ঘার ধাক্কা দিয়ে বের করে দেয়। আর বলতে থাকে"বেল*জ্জাহীন মহিলা কোথাকার। চোখের সামনে কখনো আসবি না।

'সত‍্যি ইদানিং মানুষ প*রকীয়াতেই বেশি
যরাচ্ছে নিজেকে।

অনুগল্প: পরকীয়া।

কাহিনী ও লেখনীতে: মি_হাসিব

26/10/2024

করোনা ভেক্সিন দিছিলেন যারা তারা কি সবাই এলার্জী রোগে ভুগতেছেন 🙂

25/10/2024

ব্যক্তিত্ব হারিয়ে কারো প্রিয় হওয়ার চেয়ে!
ব্যক্তিত্ব নিয়ে একা থাকাই ভালো। 💪

কুরআন হাদিসে পাওয়া যায়, শহীদদের দেহ অক্ষত থাকে। রোজ হাশরে অক্ষত অবস্থায় উঠে যাবে।তবে সে কোন শহীদ? বলা হয়েছে, দীন রক্ষার ...
17/10/2024

কুরআন হাদিসে পাওয়া যায়, শহীদদের দেহ অক্ষত থাকে। রোজ হাশরে অক্ষত অবস্থায় উঠে যাবে।
তবে সে কোন শহীদ?
বলা হয়েছে, দীন রক্ষার জন্য যারা নিজেদেরকে বিলীন করে দেয় তারা।

কিন্তু আজ দেখলাম, বেশ আশ্চর্যজনক একটি ঘটনা। ৫ তারিখ শহীদ হয় আমার ছোটো ভাইয়ের ইউনিভার্সিটির ইমিডিয়েট সিনিয়র সাকিব আনজুম।
ওরা সেই রাতেই প্রোসেস করে মেডিকেল থেকে তাকে বের করে আনে। পরিবার চাচ্ছিল তাড়াতাড়ি দাফন হোক। আমিই পরদিন জানাযা পড়ানোর জন্য গিয়েছিলাম। পরে তার ছোটো ভাই, হাফেজে কুরআন, সে জানাজা পড়ায়।
আমরা দাফন করে চলে আসি।

আজ প্রায় ৭০ দিন পর পোস্ট মর্টমের জন্য মৃতদেহ উঠাতে দেখলাম। কাছে যেয়ে দেখলাম, আশ্চর্যজনকভাবে দেহটা সম্পূর্ণ অক্ষত। একটু অংশও পঁচেনি। চুলগুলো পর্যন্ত কালো দেখা যাচ্ছে। হাত নাড়ানো হচ্ছে, মনে হচ্ছে গতকালই কবর দেয়া হয়েছে।

জানি না, মৃতদেহ কতদিন অক্ষত থাকে!
আশা করি, আল্লাহ তাকে প্রকৃত শহীদের মর্যাদা দান করেছেন। সত্যি বলছি, মাইয়েতের আশপাশে প্রায় সবাই একই কমেন্ট করছে। আমিও অত্যন্ত প্রভাবান্বিত হয়েছি।

ছেলেটা পারিবারিকভাবে দীনদার ছিল। বাবা নামাজী পরহেজগার মানুষ! ছোট ভাই ঢাকা দারুস সালাম মাদরাসায় পড়ে। তৃতীয় বর্ষে সম্ভবত।

আল্লাহ জুলাই আগস্টে দীনদার প্রত্যেক শহীদকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করুন। আমীন!!
সে সংগে প্রকৃত দোষীদের ফাসি যেন আমরা দেখতে পাই, আল্লাহ যেন কবূল করেন। আমীন।।
- আবদুল্লা তালহা। সংগৃহীত

আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল...
17/10/2024

আকাশ পথ নজরদারি রাখার জন্য ৭৩০ কোটি টাকা দিয়ে দু'টি আধুনিক রাডার কিনা হয়েছে ফ্রান্স থেকে,একটি রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে,আরেকটি চট্টগ্রাম বিমানবন্দরে রাডার বসানোর কাজ চলছে।
এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে কর দিতে হবে,যা আগে কখনো ভারত বাংলাদেশকে কর দিতো না, বরং তারা উল্টো আকাশ পথের কর আমাদের কাছ থেকে নিয়ে যেতো, তাদের রাডারের মাধ্যমে। কিন্তু এখন থেকে তাদের বিমান ৭শ ডলার করে প্রতিদিন কর দিতে হবে বাংলাদেশকে।।
ভারতের ১শ বিমান উঠানামা করে আমাদের ভূখণ্ডে ১০০×৭০০=৭০ হাজার ডলার বাংলাদেশকে ভারত কর দিতে হবে,শুধু ভারত না এখন থেকে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দেশের বিমান চলাচল করলে বাংলাদেশকে কর দিতে হবে।

আমাদের তো শুনানো হয়েছিলো এই হিট অফিসার বিনা বেতনে কাজ করতেন!!
17/10/2024

আমাদের তো শুনানো হয়েছিলো এই হিট অফিসার বিনা বেতনে কাজ করতেন!!

কুমড়া ফুল 🌼ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার প...
15/10/2024

কুমড়া ফুল 🌼
ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কুমড়া ফুলের মতো মূল্যহীন।

বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন। দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কুমড়া ফুলের মতো বেড়ে যাবে। স্থান,কাল,পাত্র ভেদে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

ফলাফল টা আপনার কাছে।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801611953982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayaan's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayaan's Collection:

Share