Habiba's cooking & vlog

Habiba's cooking & vlog Welcome to Habiba's Cooking & Vlog
(19)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃ'** জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভু...
08/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সূর্য ও চাঁদ কারো মৃ'** জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

29/08/2025
মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে...
01/08/2025

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।

একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে। শখের, পছন্দের কিছুই আর সে পাবে না।

মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে,‘না' শব্দ টা বলবেন না।হতে পারে বিয়ের পর তার সারাজীবন ‘না' শুনেই কাটাতে হবে।

মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায়,তা খেতে নিষেধ করবেন না। হতে পারে বিয়ের পর তার স্বামী, তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না।

মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে, বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না।

মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না। একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি।

মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরীব কারো কাছে বিয়ে দেবেন না। তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না। তাদের কাছে যে জীবন স্বাভাবিক, আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন।

মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেয়ার চেষ্টা করবেন।বিশ্বাস করুন,আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে, হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না। সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না। তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।🥀🥀

সুবহান আল্লাহ্
28/07/2025

সুবহান আল্লাহ্

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা।মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাক...
22/07/2025

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন।

বাবা মাকে না দেখে দিশেহারা।

মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাকা মেডিক্যালের বা*র্ন ইউনিটে আছে।

সবাই শেয়ার করে দেন তারা তাদের বাবা মাকে খুঁজে পাবে ইনশাল্লাহ।

22/07/2025

হাসপাতালে 😥😥😥

আমার দমটা  যেন আটকে যাচ্ছে হে আল্লাহ তুমি সহায় হও যারা বেঁচে আছে তাদের  তুমি সুস্থ করে দাও প্রতিটি  বাবা-মায়েদের ধৈর্য...
21/07/2025

আমার দমটা যেন আটকে যাচ্ছে হে আল্লাহ তুমি সহায় হও যারা বেঁচে আছে তাদের তুমি সুস্থ করে দাও প্রতিটি বাবা-মায়েদের ধৈর্য সবুর এর ক্ষমতা দাও 😭প্রতিটি জান্নাতের পাখিদের জান্নাতের সর্বোচ্চ স্থানে দিও আল্লাহ এমন ভয়ংকর মৃত্যু তুমি আর কেউকে দিও না আল্লাহ

21/07/2025

অনেক ভয় পেয়েছে বাচ্চাটা

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনাআজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি...
21/07/2025

উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা

আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।

এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।
রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।

📍 রক্তদান করতে পারেন এই হাসপাতালগুলোতে:
✅ ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
✅ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅ কুয়েত মৈত্রী হাসপাতাল
✅ উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
✅ মনসুর আলী মেডিকেল কলেজ

দয়া করে দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধারকাজে সহযোগিতা করুন।

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্তের দূর্ঘটনায়, কেউ একজন এর মৃত দেহ!
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বিধ্বস্তের দূর্ঘটনায়, কেউ একজন এর মৃত দেহ!

ইন্না-লিল্লাহ ! আল্লাহ এটা কি দেখলাম ⚠️⚠️প্রাণীজাতীয় খেলনা কেউ ঘরে রাখবেন না। জ্বীনেরা সহজে আক্রমণ করতে পারে 😔কিছুদিন আ...
19/07/2025

ইন্না-লিল্লাহ ! আল্লাহ এটা কি দেখলাম ⚠️⚠️

প্রাণীজাতীয় খেলনা কেউ ঘরে রাখবেন না। জ্বীনেরা সহজে আক্রমণ করতে পারে 😔

কিছুদিন আগে অনলাইন থেকে ২টা পুতুল আমি নেই, পুতুলগুলো দেখতে অনেক সুন্দর-তাই ভাবলাম ২ মেয়ের জন্য ২টা নেই।
যাই হোক এবার বলি আসল কথা-যেহেতু বাচ্চারা নতুন খেলনা পেলে সেটা কিছুদিন অনেক যত্নে রাখে, আমার ফাইজা-ও এই পুতুলটা নিয়ে প্রতিদিন ঘুমাতো। কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমাল, সেদিন রাতেই ও ঘুমের মধ্যে হঠাৎ কান্না শুরু করে দিয়ে পুতুলটাকে ফেলে দেয়।
আর প্রচণ্ড কান্না করে আমাকে বলে-“আম্মু, পুতুলটা ফেলে দাও, পুতুল আমাকে মা-রে…”
আমি তো ভেবেছি, ছোট মানুষ-হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে ভয় পেয়েছে।

কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি- তাতে আমি রীতিমতো অবাক! 😭😭😭
কাল রাতেও ও ঘুম ভেঙে কাঁদছিল আর বলছিল- “মা, তুমি আর পুতুল আনিও না, আমি আর পুতুল নিবো না, পুতুলটা আমাকে খামছি দেয়…” 🥲🥲
আজ গোসল করানোর সময় আমি ফাইজার পিঠে সেই রকম খামছির দাগ দেখি! 😭😭
অরে জিজ্ঞেস করলে ও বলে-“মা, আমি তো তোমাকে বলছিলাম-পুতুল আমাকে খামছি দেয়…”
তাহলে কি আমার মেয়ে সত্যিই বলেছিল এতদিন! 😭😭😭

⚠️ সতর্ক হোন সবাই!
যারা বাচ্চাদের পুতুলওয়ালা গেঞ্জি পরান, বা বিভিন্ন ধরনের ডল/পুতুল কিনে দেন-বারবার আপনাদের সতর্ক করছি-দয়া করে সাবধান হোন। এই লেখাটি পোস্ট শেয়ার করে অন্যদেরও সতর্ক থাকতে বলুন।
আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন। আমিন।

Address

Dhaka
2150

Website

https://instagram.com/ummehabiba_eva?utm_source=qr&igshid=ZDc4ODBmNjlmNQ%3D%3D

Alerts

Be the first to know and let us send you an email when Habiba's cooking & vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habiba's cooking & vlog:

Share