Al Jazeera Bangladesh

Al Jazeera Bangladesh আল জাজিরা বাংলাদেশ

সৌদি যুবরাজ মোহাম্মদ সালমানের পানে চেয়ে আছে বিশ্ব,মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে দিন কে দিন রাতকে অন্ধকার...
29/11/2023

সৌদি যুবরাজ মোহাম্মদ সালমানের পানে চেয়ে আছে বিশ্ব,

মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে দিন কে দিন রাতকে অন্ধকার বলতে রাজি না আরবের মানুষ,যে পরিনতিতে যুগকে যুগ আরবের মাটিতে মানতার চরম বিপর্যয় এ কথা আজকের নতুন নয়।
আজ পর্যন্ত আরবদের গায়ে ঘামের গন্ধ নাই, আমাদের চেয়ে বিশাল প্রার্থক্য তাদের ও আমাদের মধ্যেকার জীবন ব্যবস্থার ধরন,আমাদের মত কোমরে গামছার গিঁটে একটি দা বা কাঁচি নিয়ে সবুজ অরণ্যের দিকে তাদের কোন পরিচয় নেই,লাকড়ির বোঝাটি ঘরের বঁধুর রান্নাতে পৌছাবার দরকার হয়না,তাদের সোনালি ফসলের মাঠ একেবারে অচেনা ,আরবরা এখনো কোমড়ের দরমিয়ানের মাঝে আঁটকে থাকার কারণে একটি দুর্দান্ত ও সুন্দর অতীত হতে হামেশাই বঞ্চিত,ওদের চরিত্র স্বভাব ইচ্ছা উদ্দেশ্য দরমিয়ানের চারিদিকে ঘুরে ঘুরে বন্দি রয়েছে অনন্তকাল।

প্রকৃতিগত বাস্তবতায় আরবের সমাজের মানুষজন মরুর মত তৃষ্ণার অনুভূতি ধারণ করেন সর্বদা,সবুজ দেখেনি তাই সবুজের প্রেমের বৈশিষ্ট্য অন্তরে পিষিয়ে একটি দুর্দান্ত কিংবা প্রানবন্ত কবিতার ছন্দ খুঁজে পায়নি কখনো,যেই কারণে তাদের কাছে একজন রবীন্দ্রনাথ, নজরুল কিংবা একজন বঙ্গবন্ধুর দেখা মেলেনি,তারা নিজেও চাননি এ রকম কাউকে দেখতে বা মেনে নিতে বরাবর অনিহা লক্ষ্য করেছে পৃথিবীর মানুষ ,যদি তারা চাইতেন তবে সাদ্দাম হোসেন আজও জীবিত থাকতেন আরবের ছায়া হয়ে,যদি সেই থেকে সাদ্দাম হোসেনকে কাজে লাগানো যেত তখনই শয়তান আমেরিকার কবল থেকে দূরে চলে আসতে পারতেন অনেক আগেই।

বলা বাহুল্য স্বাধীনতার জন্য যে উন্মুক্ত চিন্তা চেতনার প্রয়োজন উহা এখনও শেখদের কোমড়ের দরমিয়ান সর্বস্ব ঘুরপাক খাচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠেয় ওআইসির বৈঠকের পর মুসলিম বিশ্ব এর থেকে অতিব গুরুত্বপূর্ণ ও কার্যকর মেসেজের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে দেখা গেল আরব আমিরাত ও বাহরাইনের মত ক,টি আরব দেশ আজও বাস্তবতা অনুধাবণ থেকে দূরে অবস্থানের খবরাখবর মিডিয়া জগতে ঘুরপাক খেতে দেখে বলতে হয় তাদের শরীরে বড় বড় সুন্নতি জোব্বার সেন্টের গন্ধ মানুষের কাছে কোন একসময় রাসায়নিকের মত দুর্গন্ধ ছড়াতে পারে, কাজেই আরব বিশ্বের নেতৃত্ব দিতে এবারের কোন প্রকার ভুলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে মধ্যপ্রাচ্যের দেশ গুলো।

প্রাসঙ্গিক অর্থে বলা চলে এ অবস্থায় ইরান তুরস্কের প্রতিবাদী চেতনার মনোযোগকে কাজে লাগিয়ে গাজার চলমান যুদ্ধে মানুষ নিধন বন্ধ করার লক্ষ্যে পবিত্র ইসলামের মূল বাণী শান্তি প্রতিষ্ঠার নির্ভুল করণীয় নির্ধারণের জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মুখের দিকে চেয়ে আছে সারা বিশ্ব।

শাহাদাত হোসেন তালুকদার
কবি ও কলামিস্ট
বাংলাদেশ সংবাদ প্রতিদিন
সাহিত্য সম্পাদক
তারিখঃ ১৫/১১/২০২৩ ইংরেজি

আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েলইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করে দেওয়ার কথা জানিয়ে...
15/10/2023

আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল

ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি। হামাসঘেঁষা সংবাদ প্রকাশ এবং ইসরায়েলি সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য ফাঁসের অভিযোগ তুলে কাতারি এই সংবাদমাধ্যটি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি বলেছেন, আলজাজিরা বন্ধ করার প্রস্তাব করেছেন তিনি। বিষয়টি বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা যাচাই-বাছাই করছেন। এরপর আজ তিনি বিষয়টি দেশের মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

তিনি বলেন, এটি এমন একটি সংবাদমাধ্যম যা উসকানি দেয়। ইসরায়েলি সেনাদের সমাবেশস্থলের ভিডিও প্রচার করে। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়। এটি প্রোপাগান্ডা মাউথপিস (মুখপত্র) হিসেবে কাজ করে।

ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, আলজাজিরা হামাসের মুখপাত্রের বার্তা প্রচার করে, যা অযৌক্তিক। আমি আশাবাদী, আমরা আজই এটির শেষ দেখব।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আলজাজিরা বা কাতার সরকার।

10/07/2022
04/02/2022

গা শিহরে উঠার বিষয়! শিক্ষার মান নিয়ে প্রশ্নটি।

ব্রেকিং নিউজঃ ই-ভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা গ্রেফতার!আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল...
16/09/2021

ব্রেকিং নিউজঃ ই-ভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা গ্রেফতার!

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় র‍্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

বেশ কিছুদিন ধরে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশও করেছেন গ্রাহকরা।

এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় আরিফ বাকের নামের এক ভুক্তভোগী ই-ভ্যালির বিরুদ্ধে মামলার আবেদন করেন। সকালে মামলাটি রুজু হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

মামলার আবেদনে ভুক্তভোগী জানান, গেলো জুন মাসে কয়েক দফায় পণ্যের কার্যাদেশ দিয়ে সব মূল্য পরিশোধ করা হয়। সাত থেকে ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তিন মাসেও তা দেয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে ই-ভ্যালি অফিসে কয়েকবার যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা দুর্ব্যবহার করেন বলেও আবেদনে অভিযোগ করেন ভুক্তভোগী।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর বাকেরসহ আরও তিনজন ই-ভ্যালির ধানমন্ডি ‍অফিসে যান। সেখানে তারা প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা রাসেলের সঙ্গে দেখা করতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। এতে ই-ভ্যালির অফিসে প্রতিনিধিদের সঙ্গে পণ্যের বিষয়ে কথা বলতে চাইলে তারাও বাজে ব্যবহার করেন।

মাফিয়া বেনজির আহমেদের বন্ধু কে এই নাসির ইউ মাহমুদ? 🤔জানা গেছে, বোট ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। উত্তরা ক্লাবের ...
14/06/2021

মাফিয়া বেনজির আহমেদের বন্ধু কে এই নাসির ইউ মাহমুদ? 🤔

জানা গেছে, বোট ক্লাবের একজন পরিচালক নাসির ইউ মাহমুদ। উত্তরা ক্লাবের সাবেক সভাপতিও ছিলেন এই শিল্পপতি। পরীর ভাষ্যে বেশ কয়েকবার ‘উত্তরা ক্লাব ও ঢাকা বোট ক্লাব’ শব্দটি আসে। অভিযুক্ত ব্যক্তি উত্তরা ক্লাব ও ঢাকা বোট ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন।

আর এই ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট হলো বেনজীর আহমেদ, বাংলাদেশের পুলিশ প্রধান। নাসির ইউ মাহমুদ নিজেকে বেনজীর আহমেদের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরীমনির কাছে পরিচয় দিয়েছেন।

ধ*র্ষণ, হ*ত্যা চেষ্টা ও হুমকির অভিযোগে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন চিত্রনায়িকা পরীমনি। মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে বোট ক্লাবের একজন পরিচালক নাসির উদ্দিন মাহমুদ, অমিসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

গতকাল রোববার রাতে ঘটনার বিষয়ে অভিনেত্রী পরীমণি সাংবাদিকদের বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে তার এক বন্ধু (অমি) বাসায় আসেন। বাসা থেকে তাকে উত্তরার বোট ক্লাবে (ঢাকা বোট ক্লাব) নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জিমি (ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী)।

বোট ক্লাবে যাওয়ার পর সেখানে সাত/আটজনের একটা গ্রুপ ছিল। তাদের মুরব্বি ছিলেন নাসির উদ্দিন (নাসির ইউ মাহমুদ)। তিনি বোর্ড ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে নিজের পরিচয় দেন।’

ওই সময় নাসির উদ্দিন তার সঙ্গে জোরপূর্বক ধ*র্ষণ, হ*ত্যা চেষ্টা করেন বলেও অভিযোগ করেন পরীমণি।

পরীমনির অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি তিনি জানিয়েছেন। শিল্পী সমিতির নেতা হিসেবে তার কাছে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি নায়িকা পরীমনি।

শুধু তাই নয়, ধর্*ষণ ও হ*ত্যাচেষ্টার অভিযোগ নিয়ে নিয়ে গেলে শুধু যে থানা পুলিশ সহায়তা করেনি তা নয়, পরেও যারা ঘটনাটি জেনেছেন তাদের অনেকেও উল্টো তাকেই দমিয়ে রাখার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন অভিনয়শিল্পী পরীমনি।

রোববার রাতে বনানীর বাসায় দফায় দফায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। এ সময় তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে বিষয়টি নিয়ে গেলে তিনিও ‘দেখতেছি, দেখতেছি’ করে এড়িয়ে যান।

এ বিষয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার পরীমনি তাকে বিষয়টি জানিয়েছিলেন এবং পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

জায়েদ খানের ভাষ্য, তিনি পরীমনিকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন, ‘স্থানীয় থানায় নিয়ে যেতেও’ চেয়েছিলেন। কিন্তু পরীমনি তাকে বলেছিলেন যে পুলিশ তার কথা শুনছে না।

ধর্*ষণচেষ্টার মতো গুরুতর অভিযোগ নিয়ে যাওয়ার পরও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেন না- জানতে চাইলে জায়েদ খান উল্টো প্রশ্ন রেখে বলেন, শিল্পী সমিতি কি কোনো আদালত?

আমাদের কাছে পূর্বে অনেক অভিযোগ এসেছে যে চলচিত্রের অনেক নায়িকাই মাফিয়া বেনজিরের শয্যা*সঙ্গী হয়ে থাকে। সেটা অনেকটা স্বেচ্ছায়, আবার কেউ কেউ চাপে পড়ে ভয়ে, কেউ কেউ বেশি কাজ বা বিনোদন জগতে পদ-পদবি ও প্রচার পাওয়ার আশায়ও এটা করে, কেউবা ক্ষমতাশীন দলের নেতাদের ক্ষমতা পাওয়ার আশায় শয্যা*সঙ্গী হয়ে থাকে। সেই নায়িকাদেরকে বেনজিরের বন্ধুদেরও শয্যা*সঙ্গী হতে হয়। এসকল ব্যাপারে চলচ্চিত্র শিল্পী সমিতি বেনজিরদের হয়ে কাজ করে।

আজকে যার একটি ঘটনা প্রকশ্যে এলো!

এই ঘটনায় অপরাধী মাফিয়া গোষ্ঠী অনেক শক্তিশালী। তাদের সহযোগী চলচ্চিত্র শিল্পী সমিতিও ক্ষমতাসীন দলের কর্মী। এদের বিরুদ্ধে আওয়াজ তোলার এখনই সময়।

14/05/2021
06/05/2021
19/04/2021

Top Hefazat-e-Islam leader among hundreds arrested over deadly protests against last month’s visit by the Indian leader.

19/04/2021
সুয়েজ খালে আটকে গেছে বিশাল জাহাজমিসরের সুয়েজ খালে বিশাল একটি মালবাহী জাহাজ আটকা পড়ায় বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এ...
26/03/2021

সুয়েজ খালে আটকে গেছে বিশাল জাহাজ

মিসরের সুয়েজ খালে বিশাল একটি মালবাহী জাহাজ আটকা পড়ায় বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ হয়ে গেছে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথটি বন্ধ হয়ে যাওয়ায় খালটিতে মালবাহী জাহাজ চলাচলে জট তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

মঙ্গলবার (২৩ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টার দিকে সুয়েজ খালের উত্তর দিকের বন্দরে এ ঘটনা ঘটে।

আল জাজিরা বাংলাদেশে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০০ মিটার লম্বা ও ৫৯ মিটার প্রশস্ত, দুই লাখ ২০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি উত্তরদিকে ভূমধ্যসাগরের দিকে এগিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে সংকীর্ণ খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়। এতে ওই এলাকায় মালবাহী জাহাজগুলোর জট তৈরি হয়।

‘এমভি এভার গিভেন’ নামের এই জাহাজটিকে সরিয়ে নিতে সহায়তা করার জন্য অনেকগুলো টাগ বোট কাজে লাগানো হয়েছে। কিন্তু এটিকে সরাতে কয়েকদিন লেগে যেতে পারে এমন আশঙ্কাও কাজ করছে।

পানামায় রেজিস্ট্রিকৃত এভার গিভেন চীন থেকে মালবাহী কন্টেইনার নিয়ে নেদারল্যান্ডের বন্দর শহর রোটেরডামে যাচ্ছিল। প্রযুক্তিগত ব্যর্থতার কারণে জাহাজটি আটকা পড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৮ সালে নির্মিত এই জাহাজটি তাইওয়ানের পরিবহন কোম্পানি এভারগ্রিন মেরিন পরিচালনা করে। এটি আড়াআড়িভাবে অগভীর জলে আটকা পড়ায় অন্যান্য জাহাজের পথও বন্ধ হয়ে গেছে। এতে উভয়মুখি বেশ কয়েকটি কন্টেইনারবাহী জাহাজও আটকা পড়ে আছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে আটকা পড়া জাহাজ এভার গিভেনের একটি ছবি পোস্ট করা হয়েছে। এর সরাসরি পেছনে থাকা জাহাজ মের্স্ক ডেনভারের ওপর থেকে কেউ একজন ছবিটি তুলেছে। এই ছবিতে আটকে পড়া জাহাজটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে আর এর সামনের দিকের তীরে একটি ছোট খননকারী যন্ত্র বালু পরিষ্কার করছে বলে মনে হয়েছে।

পূর্ণ জোয়ারের সময় জাহাজটিকে আড়াআড়ি অবস্থান থেকে সোজা করা না গেলে মাল নামিয়ে তা করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে কয়েকদিন লেগে যেতে পারে।

সুয়েজ খাল লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। এই খালটির কারণেই এশিয়া ও ইউরোপের মধ্যে সংক্ষিপ্ততম জলপথ উন্মুক্ত হয়েছে। এটি এশিয়া ও আফ্রিকাকে যুক্তকারী সরু ভূখণ্ড সুয়েজের ভেতর দিয়ে গিয়েছে। ১৯৩ কিলোমিটার দীর্ঘ এই জলপথটিতে তিনটি প্রাকৃতিক হ্রদ আছে।

22/02/2021
11/02/2021
05/02/2021

Al Jazeera’s Investigative Unit revealed Bangladesh bought Israeli-made surveillance tech used to monitor cell phones.

05/02/2021

আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের আলোচিত অনুসন্ধানী ডকুমেন্টারি সম্পর্কে জাতিসংঘের বক্তব্য।

Address

Dhaka
1224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Jazeera Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share