
29/11/2023
সৌদি যুবরাজ মোহাম্মদ সালমানের পানে চেয়ে আছে বিশ্ব,
মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে দিন কে দিন রাতকে অন্ধকার বলতে রাজি না আরবের মানুষ,যে পরিনতিতে যুগকে যুগ আরবের মাটিতে মানতার চরম বিপর্যয় এ কথা আজকের নতুন নয়।
আজ পর্যন্ত আরবদের গায়ে ঘামের গন্ধ নাই, আমাদের চেয়ে বিশাল প্রার্থক্য তাদের ও আমাদের মধ্যেকার জীবন ব্যবস্থার ধরন,আমাদের মত কোমরে গামছার গিঁটে একটি দা বা কাঁচি নিয়ে সবুজ অরণ্যের দিকে তাদের কোন পরিচয় নেই,লাকড়ির বোঝাটি ঘরের বঁধুর রান্নাতে পৌছাবার দরকার হয়না,তাদের সোনালি ফসলের মাঠ একেবারে অচেনা ,আরবরা এখনো কোমড়ের দরমিয়ানের মাঝে আঁটকে থাকার কারণে একটি দুর্দান্ত ও সুন্দর অতীত হতে হামেশাই বঞ্চিত,ওদের চরিত্র স্বভাব ইচ্ছা উদ্দেশ্য দরমিয়ানের চারিদিকে ঘুরে ঘুরে বন্দি রয়েছে অনন্তকাল।
প্রকৃতিগত বাস্তবতায় আরবের সমাজের মানুষজন মরুর মত তৃষ্ণার অনুভূতি ধারণ করেন সর্বদা,সবুজ দেখেনি তাই সবুজের প্রেমের বৈশিষ্ট্য অন্তরে পিষিয়ে একটি দুর্দান্ত কিংবা প্রানবন্ত কবিতার ছন্দ খুঁজে পায়নি কখনো,যেই কারণে তাদের কাছে একজন রবীন্দ্রনাথ, নজরুল কিংবা একজন বঙ্গবন্ধুর দেখা মেলেনি,তারা নিজেও চাননি এ রকম কাউকে দেখতে বা মেনে নিতে বরাবর অনিহা লক্ষ্য করেছে পৃথিবীর মানুষ ,যদি তারা চাইতেন তবে সাদ্দাম হোসেন আজও জীবিত থাকতেন আরবের ছায়া হয়ে,যদি সেই থেকে সাদ্দাম হোসেনকে কাজে লাগানো যেত তখনই শয়তান আমেরিকার কবল থেকে দূরে চলে আসতে পারতেন অনেক আগেই।
বলা বাহুল্য স্বাধীনতার জন্য যে উন্মুক্ত চিন্তা চেতনার প্রয়োজন উহা এখনও শেখদের কোমড়ের দরমিয়ান সর্বস্ব ঘুরপাক খাচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠেয় ওআইসির বৈঠকের পর মুসলিম বিশ্ব এর থেকে অতিব গুরুত্বপূর্ণ ও কার্যকর মেসেজের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে দেখা গেল আরব আমিরাত ও বাহরাইনের মত ক,টি আরব দেশ আজও বাস্তবতা অনুধাবণ থেকে দূরে অবস্থানের খবরাখবর মিডিয়া জগতে ঘুরপাক খেতে দেখে বলতে হয় তাদের শরীরে বড় বড় সুন্নতি জোব্বার সেন্টের গন্ধ মানুষের কাছে কোন একসময় রাসায়নিকের মত দুর্গন্ধ ছড়াতে পারে, কাজেই আরব বিশ্বের নেতৃত্ব দিতে এবারের কোন প্রকার ভুলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে মধ্যপ্রাচ্যের দেশ গুলো।
প্রাসঙ্গিক অর্থে বলা চলে এ অবস্থায় ইরান তুরস্কের প্রতিবাদী চেতনার মনোযোগকে কাজে লাগিয়ে গাজার চলমান যুদ্ধে মানুষ নিধন বন্ধ করার লক্ষ্যে পবিত্র ইসলামের মূল বাণী শান্তি প্রতিষ্ঠার নির্ভুল করণীয় নির্ধারণের জন্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মুখের দিকে চেয়ে আছে সারা বিশ্ব।
শাহাদাত হোসেন তালুকদার
কবি ও কলামিস্ট
বাংলাদেশ সংবাদ প্রতিদিন
সাহিত্য সম্পাদক
তারিখঃ ১৫/১১/২০২৩ ইংরেজি