
16/08/2025
বাংলাদেশ মায়ানমার সীমান্তে মায়ানমার সামরিক জান্তা সরকারের পুতে রাখা মাইন বিস্ফোরণে আহত বন্য হাতিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের আপাররেজু বিটে ট্রাংকুলাইজ করে চিকিৎসা করতে গিয়ে বন অধিদপ্তরের নিবেদিত প্রাণ একনিষ্ঠ কর্মী জনাব মো মোস্তাফিজুর রহমান ও মো জুলকারনাইন, ভেটেরিনারি সার্জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে রামু সিএমএইচ হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন।
উদ্ধারকারী টিমের প্রায় ১৫ জন আহত হয়েছেন। মহান আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করুক। বর্ডারে পুতে রাখা মাইনের আঘাতে হাতির ১টি পা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়।