Hanafi Fiqah Bangladesh

Hanafi Fiqah Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanafi Fiqah Bangladesh, Media, Dhaka.

15/11/2025

💖 ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু নুয়াইম ফজল ইবনে দুকাইন কুফী রহঃ নামাযের শুরু একবার রফউল ইয়াদাইন করা ব্যতীত অন্য জায়গায় রফউল ইয়াদাইন কারী জাহেলদেরকে ধমক দিতেন:

ইবরাহীম ইবনে মিসয়ার ইবনে রাশেদ আত তিরমিজী রহঃ বলেন,

٩٩٢ - حدثنا أحيد بن جرير بن المسيب الجوهري، قال: حدثنا إبراهيم بن مسعر بن راشد الترمذى، قال: رأى أبو نعيم رجلاً يرفع يديه عند الركوع، فلما فرغ الرجل من صلاته جذبه جذبة شديدۃ، و قال له: يا هذا! هذا قبة الإسلام، و كنز العلم، من رأيت من علمائها و فقهائها يفعل ذلك؟! وهل بلغك ذلك من أصحاب النبي صلى الله عليه وسلم و رضي عنهم الذين كانوا مثل علي بن أبي طالب، و عبد الله بن مسعود، و حذيفة بن اليمان، وعمار بن ياسر، وغيرهم، أو من أحد من التابعين أو من أتباعهم إلى يومك هذا، وقد صليت خلف مسعر بن کدام، والحسن بن صالح [٧٧/ ب]، وأبي حنيفة، وسفيان، وشريك، وغيرهم ومشايخ الکوفة وعامة من لقيت (١) فلم أرهم يرفعون أيديهم إلا في التکبيرة الأولى فمن أنت حتى ترفع ؟!! امضِ لا جُزيت خيرًا.

--------

كشف الآثار الشريفة في مناقب الإمام أبي حنيفة - المجلد 1 - الصفحة 316.

৯৯২ - আমাদের কাছে বর্ণনা করেছেন উহাইদ বিন জারীর বিন মুসাইয়িব আল-জাওহারি, তিনি বলেন: আমাদের কাছে বর্ণনা করেছেন ইব্রাহিম বিন মিসআর বিন রাশিদ আত-তিরমিজী, তিনি বলেন: "আবু নুয়াইম (রহ.) এক ব্যক্তিকে রুকূতে যাওয়ার সময় হাত তুলতে দেখলেন। যখন লোকটি তার সালাত শেষ করল, তখন আবু নুয়াইম তাকে সজোরে টানলেন এবং বললেন: 'হে অমুক! এটা (অর্থাৎ কুফা) হলো ইসলামের গম্বুজ এবং জ্ঞানের ভান্ডার! আপনি এখানকার কোন আলেম বা ফকীহকে এমনটি করতে দেখেছেন?! আপনার কাছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীদের পক্ষ থেকে এমন কোনো কিছু পৌঁছেছে, যারা আলী ইবনে আবি তালেব, আবদুল্লাহ ইবনে মাসউদ, হুযাইফা ইবনে আল-ইয়ামান, আম্মার ইবনে ইয়াসির প্রমুখের মতো ছিলেন, অথবা কোনো তাবেয়ী বা তাদের অনুসারীদের মধ্য থেকে আজকের দিন পর্যন্ত?
'আমি তো সালাত আদায় করেছি মিসয়ার ইবনে কিদাম, হাসান ইবনে সালেহ, আবু হানিফা, সুফিয়ান সাওরী, শারিক এবং কুফার অন্যান্য শায়েখ ও আমি যাদের সাথে সাক্ষাৎ করেছি তাদের অধিকাংশের পেছনে, কিন্তু আমি তাদের দেখিনি যে তারা তাকবীরে উলা (প্রথম তাকবীর) ছাড়া অন্য কোথাও হাত তোলেন! আপনি কে যে হাত তুলবেন?! চলে যান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান না দিন (অর্থাৎ আপনার এই কাজটি সঠিক নয়)'।

(কাশফুল আসারিশ শরীফ মানাকিবু আবি হানিফা, পৃষ্ঠ- ৩১৬, হাদিস- ৯৯২)।

সারসংক্ষেপ: এই বর্ণনায় আবু নুয়াইম ফজল ইবনে দুকাইন (রহ.) সালাতে রুকূতে যাওয়ার সময় হাত তোলার প্রথাকে প্রত্যাখ্যান করছেন এবং তার সময়ের আলেম ও ফকীহদের আমলের কথা উল্লেখ করে বলছেন যে তারা প্রথম তাকবীর ছাড়া অন্য কোথাও হাত তুলতেন না।

এই হাদিসের কিছু গুরুত্বপূর্ণ বাক্যের বিশ্লেষণ:

🌳 এক নাম্বার বিশ্লেষণ—----------------------------

এই হাদিসের কিছু গুরুত্বপূর্ণ বাক্য:

فمن أنت حتى ترفع ؟!! امضِ لا جُزيت خيرًا.

এই বাক্যটির সঠিক অনুবাদ কি?

"فمن أنت حتى ترفع ؟!! امضِ لا جُزيت خيرًا." - এই বাক্যটির সঠিক অনুবাদ হলো:
"তাহলে তুমি কে যে (হাত) তুলবে?!! চলে যাও, আল্লাহ তোমাকে ভালো প্রতিদান না দিন।

অথবা একটু স্বাভাবিক বাংলা ভাষায়:
"তুমি কে যে (নামাযে এভাবে হাত) তুলছ?! এখান থেকে যাও, তোমার যেন ভালো কিছু না জোটে (বা আল্লাহ তোমার মঙ্গল না করুন)।

এখানে বাক্যটির বিশ্লেষণ হলো:

فمن أنت حتى ترفع ؟!!: তাহলে তুমি কে যে তুমি (হাত) তুলবে/উঁচু করবে?! (এটি মূলত আগের আলোচনার জের টেনে বলা হয়েছে, যেখানে নামাজের মধ্যে হাত তোলার প্রসঙ্গ ছিল)।

امضِ: চলে যাও / যাও।

لا جُزيت خيرًا: তোমার ভালো প্রতিদান না হোক / আল্লাহ তোমাকে মঙ্গল না দিন (এটি রাগের বশে বলা একটি বদদোয়া বা অভিশাপ)।

এই বাক্যটি তীব্র ক্ষোভ, অসম্মতি এবং রাগের বহিঃপ্রকাশ।

30/04/2025

🌿 মৃত ব্যক্তির তাকলীদ করা ও মাযহাব অনুসরণ করার দলিল-----

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃ বলেন,

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، ثنا زَائِدَةُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «لَا يُقَلِّدَنَّ أَحَدُكُمْ دِينَهُ رَجُلًا، فَإِنْ آمَنَ آمَنَ وَإِنْ كَفَرَ كَفَرَ، وَإِنْ كُنْتُمْ لَا بُدَّ مُقْتَدِينَ فَاقْتَدُوا بِالْمَيِّتِ، فَإِنَّ الْحَيَّ لَا يُؤْمَنُ عَلَيْهِ الْفِتْنَةُ».

‏তোমাদের কেউ যেন নিজ দ্বীনের ব্যাপারে কোন ব্যক্তির এমন অন্ধ অনুকরণ না করে যে, সে ঈমানের কাজ করলে সেও করবে, নচেৎ সে কুফরী করলে সেও করবে। বরং যদি তোমাদের অন্ধ অনুকরণ করা জরুরীই হয়, তাহলে তোমরা পরলোকগত মানুষের অনুকরণ কর। কারণ জীবিত ব্যক্তির ব্যাপারে ফিতনার নিরাপত্তা নেই।’
(মুজামুল কাবীর তাবারানী, হাদিস নাম্বার- ৮৭৬৪)।

🌿 এই হাদিসটি সম্পর্কে ইমাম হাইসামী রহঃ বলেন,

850 -

وعن عبد الله بن مسعود قال: لا يقلدن أحدكم دينه رجلا، فإن آمن آمن، وإن كفر كفر، وإن كنتم لا بد مقتدين فاقتدوا بالميت; فإن الحي لا يؤمن عليه الفتنة.

رواه الطبراني في الكبير، ورجاله رجال الصحيح.

হাদিসটি সহিহ।

(মাজমাউয যাওয়াহেদ, খন্ড - ১, পৃষ্ঠা - ১৮০)।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanafi Fiqah Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category