Maryam's Memory

Maryam's Memory Mumma trying to keep Maryam's childhood activities & memories here, Maryam will grow up one day and only the memories will remain.
(3)

Life is beautiful❤️Alhamdulillah

08/10/2025

পুড়ে যাবার আগে সকালে সে ইলিশ মাছ কিনতে গিয়েছিল।

অনেকদিন পর আমার পুতুনিটা আজ মায়ের কাছে লিপস্টিক চেয়েছে, আমি কি না দিয়ে পারি।
08/10/2025

অনেকদিন পর আমার পুতুনিটা আজ মায়ের কাছে লিপস্টিক চেয়েছে, আমি কি না দিয়ে পারি।

বাবার পুতুনি, মাশ আল্লাহ।
08/10/2025

বাবার পুতুনি, মাশ আল্লাহ।

প্রতিরাতে সে এভাবেই বাবাকে ঔষধ খাওয়ায় দেয়, মাশ আল্লাহ। আল্লাহুমা বারিক লাহা।
07/10/2025

প্রতিরাতে সে এভাবেই বাবাকে ঔষধ খাওয়ায় দেয়, মাশ আল্লাহ। আল্লাহুমা বারিক লাহা।

আমার রাজকন্যা, মা পারিনি তোমাকে সুরক্ষিত রাখতে🥹। মা যেন আর ভুল না করে তোমার ব্যাপারে, আল্লাহ তায়ালা যেন মাকে সেই তৌফিক দ...
07/10/2025

আমার রাজকন্যা, মা পারিনি তোমাকে সুরক্ষিত রাখতে🥹। মা যেন আর ভুল না করে তোমার ব্যাপারে, আল্লাহ তায়ালা যেন মাকে সেই তৌফিক দান করেন।

অনেক কষ্টে তাকে গোসল করিয়ে ঘুম পারিয়ে দিয়েছি, অনেকদিন পর মেয়ে ভালোভাবে গোসল করে শান্তিতে ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ মেয়ে এ...
07/10/2025

অনেক কষ্টে তাকে গোসল করিয়ে ঘুম পারিয়ে দিয়েছি, অনেকদিন পর মেয়ে ভালোভাবে গোসল করে শান্তিতে ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ মেয়ে এখন ভালো আছে তবে পুরোপুরি না শুকানো পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। রেগুলার ফলোআপে রাখতে হবে, পরবর্তী ফলোআপ ১৪ তারিখ।
যারা আমার মেয়ের জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ।

আজ ডাক্তার ব্যান্ডেজ খুলে দিয়েছে আর বলেছে বেশি করে সাবানের ফেনা তুলে পোড়া স্থান পরিষ্কার করে গোসল করাতে। কিন্তু মারিয়াম ...
07/10/2025

আজ ডাক্তার ব্যান্ডেজ খুলে দিয়েছে আর বলেছে বেশি করে সাবানের ফেনা তুলে পোড়া স্থান পরিষ্কার করে গোসল করাতে। কিন্তু মারিয়াম কোন ভাবেই গোসল করতে রাজি হচ্ছে না, সে এভাবে খুব কান্না করছে গোসলের কথা শুনলে। মনে হচ্ছে ওর গোসল ভীতি সৃষ্টি হয়েছে, কবে যে মেয়েটা আমার স্বাভাবিক হবে🥹। আল্লাহ আপনি সব ঠিক করে দিন, আমিন।

আজ এই ব্যাান্ডেজ খুলেই ফেলবো।
07/10/2025

আজ এই ব্যাান্ডেজ খুলেই ফেলবো।

আমার পাঁচ মাসের বুড়িটা।
07/10/2025

আমার পাঁচ মাসের বুড়িটা।

কয়দিন ধরে মনটা ভীষণ খারাপ মেয়েটার দূর্ঘটনার কারনে, কোন কিছুতেই শান্তি পাচ্ছিনা মনের ভিতর, এর মাঝেও একটু আনন্দ অনূভুত হলো...
06/10/2025

কয়দিন ধরে মনটা ভীষণ খারাপ মেয়েটার দূর্ঘটনার কারনে, কোন কিছুতেই শান্তি পাচ্ছিনা মনের ভিতর, এর মাঝেও একটু আনন্দ অনূভুত হলো পেইজের রিচ দেখে।
পেইজ টা ২০২১ সালে খুলেছিলাম আমার নিজের নামে কিন্তু কখনো তেমন সরব ছিলাম না পেইজে। বিয়ের পরে যখন মারিয়াম জন্ম নিলো সখের বসে পেইজের নাম পরিবর্তন করে দিলাম মেয়ের নামে, মেয়ের সকল স্মৃতি ধরে রাখার জন্য। পেইজ থেকে উপার্জন করা আমার লক্ষ না, আমার মেয়ের ছোট থেকে বড় হওয়ার সকল স্মৃতি প্রিজার্বড করে রাখতে চাই যাতে মারিয়াম বড় হয়ে সব দেখতে পায়।
আমার এই ছোট্ট পেইজটি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, রিচ একদিন বাড়লে পরবর্তী দশদিন কমে এভবেই চলে। হঠাৎ আমার পেইজের রিচ দেখে আমি নিজেই অবাক। যেখানে এক লক্ষ রিচ ছিলো আমার কাছে স্বপ্নের মতো সেখানে চার লক্ষ প্লাস রিচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 🥰।

06/10/2025

তাও যদি একটু স্থির থাকে🙄 সারাক্ষণ দুষ্টামি আর খেলা।

আগামীকাল আমার ব্যান্ডেজ খোলা হবে, সবাই আমার জন্য দোয়া করবেন।
06/10/2025

আগামীকাল আমার ব্যান্ডেজ খোলা হবে, সবাই আমার জন্য দোয়া করবেন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maryam's Memory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maryam's Memory:

Share