29/10/2021
আল্লাহ পাক কখন কাকে নেক হেদায়েত দান করেন
কেউ বলতে পারে না ৷
আল্লাহ আমাদের এই নবমুসলিম ভাইকে কবুল করে তার সকল গুনাহ মাফ করে দিক এবং তাঁর ভবিষ্যৎ সুন্দর ও বরকত ময় যেন করে দিক ৷
সবাই আব্দুল আহাদ ( পূর্বের নাম অর্পন) ভাই এর জন্য দোয়া করবেন ৷
আমিন 🤲🤲🤲
সময়ের সাথে জীবনের সাথে কতকিছুই না ঘটে আমাদের, কত পরিবর্তন, কত সমস্যা, কত বিপদ।
অসময়ের পরই আসে সুসময়, কিন্তু কখন আসবে সেটা কেউ জানে না, জানলে কেউ কষ্টে থাকতো না। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতো!
আপনারা অনেক সময় অনেক যায়গায় আমাকে প্রশ্ন করে এসেছেন(জেনে/ না জেনে) কাউকে হয়ত বলেছি। বেশিরভাগ সময়ই চুপ থেকেছি। কিন্তু কতদিনই বা চুপ থাকা যায়? আর সেই প্রশ্নটা হলো, ''ভাইয়া আপনি কোন ধর্মের?" হাজারও বার এটা জিজ্ঞাসা করে এসেছেন। আর আজকে সেটাই বলতে চাই যেটা আরও অনেক অনেক আগে আপনাদের জানানো উচিত ছিল। কিন্তু ভেবেছিলাম আরেকটু নিজেকে গুছিয়ে তারপর সবাইকে জানাবো।
কিছু অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া কেউ জানতো না। কিন্তু সম্প্রতি আমার পরিবার সেটা আমাকে প্রেশার দিয়ে আমার মুখ খুলিয়ে নিয়েছে, তাই ভাবলাম আমার এই পরিবারের সবাইকেও এখন জানানো প্রয়োজন।
জন্মসূত্রে আমি হিন্দু/সনাতন ধর্মাবলম্বী ছিলাম এটাই জানতেন। কিন্তু মহান আল্লাহ তা'য়ালার কি দয়া! তিনি আমাকে এমন এক রহমত দান করেছেন আমি পরিবর্তন হতে বাধ্য।
হ্যাঁ, আমি এখন একজন মুসলিম (আলহামদুলিল্লাহ)। আমি ইসলাম, এক আল্লাহকে মনেপ্রানে বিশ্বাস করে গ্রহন করেছি।
দোয়া করবেন আমার জন্য, আমার সারাটা জীবন যেন ইসলামিক আদর্শে চলতে পারি। কোনো ভুল হলে সেটা সুশীল ও ইতিবাচক মন্তব্যে জানিয়ে দিবেন। ইন শা আল্লাহ মেনে চলার চেষ্টা করবো।
জানিনা জীবনে কখন কোন সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি মনে করি এই সিদ্ধান্তের চেয়ে এত মুল্যবান আর দামী সিদ্ধান্ত কখনও নিয়েছি কিনা!
আপনাদের থেকে কতটুকু সাপোর্ট পাবো জানিনা, আশা রাখি আগের চেয়েও অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট পাবো ইন শা আল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য, ভালোবাসা আর কৃতজ্ঞতা আপনাদের জন্য সবসময় থাকবে। 💖
[Note: নবমুসলিম হওয়ার পরবর্তী ধাপ কি কি সেগুলো আমি একজন অভিজ্ঞ আলেমের থেকে শিক্ষা নিচ্ছি,দয়া করে কমেন্টে আপত্তিকর কিছু উল্লেখ করবেন না, মনঃক্ষুণ্ণ হওয়ার মত। আশা করি বুঝতে পেরেছেন]