Tahmidul Haque Anik

Tahmidul Haque Anik যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
Blood Group (B+)

নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।🔥🇦🇷
09/10/2025

নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।🔥🇦🇷

কিশোরগঞ্জ বিভাগ আমাদের প্রাণের দাবী,  ইতিহাস ঐতিহ্যে ঘেরা কিশোরগঞ্জ প্রশাসনিক প্রয়োজনীয়তা থাকলেও এই অঞ্চলের মানুষ কে অবহ...
08/10/2025

কিশোরগঞ্জ বিভাগ আমাদের প্রাণের দাবী, ইতিহাস ঐতিহ্যে ঘেরা কিশোরগঞ্জ প্রশাসনিক প্রয়োজনীয়তা থাকলেও এই অঞ্চলের মানুষ কে অবহেলা করে অন্য কোন জেলাকে বিভাগ করলে এই অঞ্চলের মানুষ মেনে নিবে না।😡

উচ্চপর্যায়ে বসে থাকা কিশোরগঞ্জের অক্ষম মেরুদণ্ডহীন গুলো যদি আরো আগেই জোর দাবি ও উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়ন করতো তাহলে আজ কারো সাহস হতো না আমাদের ন্যায্য দাবি নিয়ে হাসাহাসি করার।

তারপরেও আমরা আমাদের দাবি থেকে সরছি না। মাতাল স্বপ্ন দেখিয়ে অঞ্চলভিত্তিক যুদ্ধ লাগাবেন না।
কিশোরগঞ্জের মানুষকে উপেক্ষা করাবেন না।
এর ফল খুব ভালো হবে না!

লাউড এন্ড ক্লিয়ায়"🗣️🔥

#কিশোরগঞ্জবিভাগচাই

08/10/2025

সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার দর্শকের আগমন।

আলহামদুলিল্লাহ 🏆🏅সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছি। চ্যাম্পিয়ন টিম সামিয়া এন্টারপ্রা...
07/10/2025

আলহামদুলিল্লাহ 🏆🏅
সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছি। চ্যাম্পিয়ন টিম সামিয়া এন্টারপ্রাইজ 🏆
দুর্ভাগ্য বসত ফাইনালে পুরস্কারটি গ্রহণ করতে পারি নাই।

07/10/2025

সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের কিছু দৃশ্য।

অনূর্ধ্ব-২০ ওয়ার্ল্ডকাপের পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো ছোট মিশন হেড়া বাহিনী। তারা টুর্নামে...
05/10/2025

অনূর্ধ্ব-২০ ওয়ার্ল্ডকাপের পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো ছোট মিশন হেড়া বাহিনী। তারা টুর্নামেন্টে একটি ম্যাচও জিততে পারে নাই।🥹

এই পোস্টে রেসপন্স করলে আপনিও পেয়ে যেতে পারেন কনটেন্ট মনিটাইজেশন!
04/10/2025

এই পোস্টে রেসপন্স করলে আপনিও পেয়ে যেতে পারেন কনটেন্ট মনিটাইজেশন!

আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন সামিয়া এন্টারপ্রাইজ সিংপুর ফ্রীজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইংসামিয়া এন্টারপ্রাইজ ৫-০ নান...
01/10/2025

আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন সামিয়া এন্টারপ্রাইজ
সিংপুর ফ্রীজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং

সামিয়া এন্টারপ্রাইজ ৫-০ নানশ্রী ফুটবল একাদশ

ধন্যবাদ জানাই আঃ হান্নান স্যার রেফারি সুন্দর ভাবে প্রতিটি ম্যাচ ভালে ভাবে পরিচালনা করার জন্য।

ধন্যবাদ জানাই যারা আমাদের কে সহযোগিতা করেছেন....

স্পেশাল ধন্যবাদ,বন্ধুস্বজন ক্লাবকে সর্বদিক দিয়ে আমাদের সাথে থাকার জন্য ❤️

01/10/2025

আজকে সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ছিল। এই ম্যাচটি আমার খেলার কথা ছিল। ইমারজেন্সি কারণে আমি ম্যাচে অংশগ্রহণ করি নাই। তবে আমার দলের জন্য যা কিছু করার দরকার ছিল দূর থেকে করার চেষ্টা করেছি সর্বোচ্চ। আমাদের টিম সামিয়া এন্টারপ্রাইজ জয় লাভ করায় সকল খেলোয়াড় এবং টিম কমিটিকে অভিনন্দন জানাই।

30/09/2025

১-১০-২০২৫ সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল।

📢✨ সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ – ফাইনাল ম্যাচ ✨📢🗓️ তারিখ: ০১ অক্টোবর ২০২৫, রোজ বুধবার📍 স্থান: সিংপুর সরকারি প্রাথ...
29/09/2025

📢✨ সিংপুর মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ – ফাইনাল ম্যাচ ✨📢

🗓️ তারিখ: ০১ অক্টোবর ২০২৫, রোজ বুধবার
📍 স্থান: সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
🎉 আয়োজন: বন্ধুস্বজন ক্লাব

⚽ ফাইনালিস্ট দলসমূহ
🔥 সামিয়া এন্টারপ্রাইজ
🆚
🔥 নানশ্রী ফুটবল একাদশ

🏆 এক মহারণ, এক রোমাঞ্চকর লড়াই, এক অসাধারণ ফাইনাল!
আপনাদের উপস্থিতিই খেলোয়াড়দের জন্য হবে সবচেয়ে বড় অনুপ্রেরণা।🥰

28/09/2025

ভাবতাছি কেক এর বিজনেস শুরু করমু 🍰🎂
বউ বানাইবো আর আমি বেচমু 🙂

Address

Kishoreganj
Dhaka
NIKLI

Alerts

Be the first to know and let us send you an email when Tahmidul Haque Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share