29/11/2025
চেলসির বিপক্ষে হতাশাজনক হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেই শুরুতে গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে পরিস্থিতি সামলে দারুণ জয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। লা লিগায় শনিবার ক্যাম্প নউয়ে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। ইয়ামালের সমতায় ফেরানো চমৎকার গোলের পর জোড়া গোল করেন দানি ওলমো।
ম্যাচের প্রথম মিনিটেই ইবানেসের গোল বার্সেলোনাকে চাপে ফেলে দেয়। তবে অষ্টম মিনিটে ওলমোর কাটব্যাকে দূরের পোস্টে দারুণ শটে দলকে ফিরিয়ে আনেন লামিনে ইয়ামাল। চেলসির বিপক্ষে নিষ্প্রভ থাকা এই তরুণ ফরোয়ার্ড নিজের নাম্বারটা ফের তুলে ধরেন এই ম্যাচেই।
২৪তম মিনিটে হোয়ান গার্সিয়ার সেভে সমতা রক্ষা পায় বার্সা। দুই মিনিট পরে রাফিনিয়ার পাস থেকে প্রথম ছোঁয়ায় গোল করে দলকে এগিয়ে নেন ওলমো। বিরতির আগে আরও সুযোগ পেয়েছিল দুই দলই, তবে ব্যবধান বাড়েনি।
বিরতির পর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। একের পর এক আক্রমণে আলাভেসকে চাপে রাখলেও লেভানদোভস্কি ও ইয়ামাল বারবার সুযোগ নষ্ট করেন। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস ধরে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলমো।
১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২—রোববার জিরোনাকে হারাতে পারলে আবার শীর্ষে ফিরতে পারে তারা।