Khelabari 360

  • Home
  • Khelabari 360

Khelabari 360 ব্রাজিল, আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মায়ামি, মেসি, রোনালদো , নেইমার সহ ফুটবল খেলার সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ

রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের যুগ শেষ। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল এই মিডফিল্ডার সম্প্রতি বিদায় নিয়েছেন সান্তিয়াগো বার্নাব...
23/07/2025

রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের যুগ শেষ। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল এই মিডফিল্ডার সম্প্রতি বিদায় নিয়েছেন সান্তিয়াগো বার্নাবেউ থেকে। আর তার বিদায়ের পর রিয়ালের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয়েছে নতুন তারকা কাইলিয়ান এমবাপ্পের হাতে।

দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পরে খেলেছেন মদ্রিচ। এবার সেই জার্সির ভার কাঁধে নেবেন ফ্রান্সের বিশ্বজয়ী ফরোয়ার্ড এমবাপ্পে, যিনি বছর আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। ক্লাবের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, মদ্রিচের বিদায়ের পর এমবাপ্পেকে এই জার্সি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় রিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকেই।

মদ্রিচের প্রতি সম্মান দেখিয়ে শুরুতে এই জার্সি নিতে অনাগ্রহী ছিলেন এমবাপ্পে। তবে ক্লাবের প্রস্তাব এবং তাঁর ব্যক্তিগত ব্র্যান্ড ‘KM10’-এর সাথে সামঞ্জস্য রেখেই শেষ পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়।

প্রসঙ্গত, রিয়ালের আরও এক তরুণ প্রতিভা আরদা গুলারও এই জার্সির জন্য আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত ক্লাবের পরিকল্পনায় এমবাপ্পে-ই এগিয়ে থাকেন ঐতিহ্যবাহী এই জার্সির জন্য।

মাইলস্টোনের মর্মান্তিক ঘটনার জন্য নারী অনূর্ধ-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই শুরুর আগে এক মিনিট নীরবতা পালন 😭
21/07/2025

মাইলস্টোনের মর্মান্তিক ঘটনার জন্য নারী অনূর্ধ-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই শুরুর আগে এক মিনিট নীরবতা পালন 😭

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরাসি সুপারস্টার জানান,আমি সবসময়ই এখানে আসার ভাবনা করেছি ভিনিসিয়ুসের সঙ্গে খেলব বলেই। আমি ভিনিকে...
21/07/2025

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফরাসি সুপারস্টার জানান,
আমি সবসময়ই এখানে আসার ভাবনা করেছি ভিনিসিয়ুসের সঙ্গে খেলব বলেই। আমি ভিনিকে ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনাও করতে পারি না।

রিয়ালের জার্সি গায়ে দেওয়ার আগেই মাঠে একে অপরের প্রতিপক্ষ হলেও, এখন তাঁরা একসঙ্গে গড়তে চলেছেন ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ—এমবাপে, ভিনিসিয়ুস ও বেলিংহামের সঙ্গে।

রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পাচ্ছেন আর্দা গুলার !!
21/07/2025

রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের রেখে যাওয়া ১০ নম্বর জার্সি পাচ্ছেন আর্দা গুলার !!

এমএলএস-এ রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করে আরও একবার ইতিহাস গড়লেন লিওনেল মেসি। এবার তিনি ছাড়িয়ে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ...
20/07/2025

এমএলএস-এ রেড বুলসের বিপক্ষে জোড়া গোল করে আরও একবার ইতিহাস গড়লেন লিওনেল মেসি। এবার তিনি ছাড়িয়ে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নন-পেনাল্টি গোলের রেকর্ড।

রোনালদোর ক্যারিয়ারে করা ৯৩৮ গোলের মধ্যে ৭৬৩টি ছিল পেনাল্টিবিহীন, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। মেসি এদিন নিজের নন-পেনাল্টি গোল সংখ্যা বাড়িয়ে নিলেন ৭৬৪-এ, যা এখন নতুন রেকর্ড। এ মুহূর্তে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৪-এ। উল্লেখযোগ্য বিষয় হলো—রোনালদোর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলে এ কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

শুধু নন-পেনাল্টি গোল নয়, দারুণ আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। রেড বুলস ম্যাচের জোড়া গোলে চলতি বছরও সরাসরি ৩০ বা তার বেশি গোল-অবদান (গোল+অ্যাসিস্ট) করেছেন তিনি। ২০০৭ সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতা বার্সেলোনা, পিএসজি পেরিয়ে ইন্টার মায়ামিতেও অব্যাহত রেখেছেন ফুটবল জাদুকর।

১৯তম পঞ্জিকাবর্ষেও মেসির এমন পারফরম্যান্স প্রমাণ করে—বয়স বাড়লেও ম্লান হয়নি তার জাদু। মাঠে তিনি এখনো ফুটবল ভক্তদের বিস্মিত করে চলেছেন।

এমএলএসে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন লিওনেল মেসি। পুরো ৯০ মিনিট মাঠে থেকে আর্জেন্টাইন অধিনায়ক জ...
20/07/2025

এমএলএসে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন লিওনেল মেসি। পুরো ৯০ মিনিট মাঠে থেকে আর্জেন্টাইন অধিনায়ক জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন। ম্যাচ শেষে ৯.৪ রেটিং নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

ম্যাচে সর্বাধিক ৪টি সুযোগ তৈরি করেন মেসি, আর সবচেয়ে বেশি ৪ বার ফাউলের শিকারও হন তিনি। প্রতিপক্ষ বক্সে সর্বাধিক ১০টি স্পর্শ করেন এবং ৫টি শট নেন, যার মধ্যে ২টি ছিল অন টার্গেট। ১.৭৬ ‘এক্সপেক্টেড গোল’ (xG) এবং ০.৪০ ‘এক্সপেক্টেড অ্যাসিস্ট’ (xA) মিলে তাঁর xG+xA দাঁড়ায় ২.১৬।

মেসির পা থেকে আসে ৩৬টি সঠিক পাস (৮০% সফলতা), যার মধ্যে ফাইনাল থার্ডে ১০টি পাসও ছিল। লম্বা পাস দিয়েছেন ৪টি, যার মধ্যে ৩টি সফল। ড্রিবল করার চেষ্টা করেন ৪ বার, যার মধ্যে ১টিতে সফল হন।

রক্ষণেও দেখা গেছে মেসির সক্রিয়তা। একটি ট্যাকল জিতেছেন এবং একটি করে ইন্টারসেপশন ও বল উদ্ধার করেছেন। কোনো ফাউল না করে তিনি জিতেছেন ৬টি গ্রাউন্ড ডুয়েল।

৩৮ বছর বয়সী এই তারকা যেন বারবার প্রমাণ করে দিচ্ছেন বয়স শুধুই একটি সংখ্যা। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে আবারও নিজের রাজত্ব কায়েম করলেন লিওনেল মেসি।

দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা...
20/07/2025

দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। মাঝের এক ম্যাচে গোলশূন্য থাকার পর ফের জোড়া গোল করে নিজের ছন্দের জানান দিলেন তিনি। রোববার (২০ জুলাই) নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল ইন্টার মায়ামি, ম্যাচের নায়কও স্বাভাবিকভাবেই মেসি।

স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের দিকেই ছিল। ১৪তম মিনিটে গোল করে রেড বুলসকে এগিয়ে দেন হ্যাক। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় মায়ামি। ২৪তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে জর্ডি আলবা সমতা ফেরান।

এরপর ২৭ মিনিটে ভেনেজুয়েলার মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়ার গোলে ২-১ এ এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়েও আরেকটি গোল করেন সেগোভিয়া। বিরতিতে যাওয়ার আগেই ৩-১ এ লিড নেয় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে মেসির জাদুতে একেবারে দিশেহারা হয়ে পড়ে রেড বুলস। ৬০তম মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাস থেকে বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৭৫তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

মেসির সঙ্গে সেগোভিয়ারও জোড়া গোল এবং জর্ডি আলবার এক গোল মিলিয়ে ৫-১ ব্যবধানে বিশাল জয় পায় ইন্টার মায়ামি। এই জয়ে লিগ টেবিলেও উন্নতি করেছে মায়ামি। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। অন্যদিকে, ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রেড বুলস রয়েছে ৯ম স্থানে।

মেসির এমন ধারাবাহিক নৈপুণ্যে স্বপ্ন দেখছে মায়ামি সমর্থকেরা—লিগ শিরোপা ফিরিয়ে আনার।

#মেসি

লামিন ইয়ামালকে ১০ নম্বর জার্সি দেওয়ার পরই হুড়মুড়িয়ে বিক্রি হতে থাকে বার্সেলোনার জার্সি। ইতিমধ্যেই ৭০ হাজারের বেশি জার্সি...
19/07/2025

লামিন ইয়ামালকে ১০ নম্বর জার্সি দেওয়ার পরই হুড়মুড়িয়ে বিক্রি হতে থাকে বার্সেলোনার জার্সি। ইতিমধ্যেই ৭০ হাজারের বেশি জার্সি বিক্রি করে ক্লাবের ঘরে এসেছে প্রায় ১২০ কোটি টাকা! 👕💸

অবশেষে আনুষ্ঠানিকভাবে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় হলেন আর্জেন্টিনার প্রতিভাবান মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ক্লাবের হয়ে জার...
19/07/2025

অবশেষে আনুষ্ঠানিকভাবে আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড় হলেন আর্জেন্টিনার প্রতিভাবান মিডফিল্ডার থিয়াগো আলমাদা। ক্লাবের হয়ে জার্সি গায়ে ছবি প্রকাশের মাধ্যমে নিশ্চিত হলো তার যোগদান। অলিম্পিক লিওঁ থেকে স্প্যানিশ জায়ান্টদের স্কোয়াডে যুক্ত হলেন তিনি।

"আর্জেন্টিনার দ্বিতীয় মেসি" খ্যাত এই প্লে-মেকার এবার আতলেতিকোতে সতীর্থ হচ্ছেন আরেক আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের সঙ্গে। নতুন এই জুটি ঘিরে ভক্তদের মাঝে চলছে ব্যাপক উত্তেজনা।

বিশ্লেষকদের মতে, বলের উপর দারুণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং আক্রমণ গঠনে আলমাদার অসাধারণ দক্ষতা আতলেতিকোর মাঝমাঠে নতুন মাত্রা যোগ করবে। আসন্ন লা লিগা মৌসুমে এই আর্জেন্টাইন জুটিকে ঘিরেই গড়ে উঠতে পারে সিমিওনের আক্রমণভিত্তিক কৌশল।

২০২৬ সালের মার্চ মাসের ২৬-৩১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে স্পেন বনাম আর্জেন্টিনার ফিনালিসিমা লড়াই ।
19/07/2025

২০২৬ সালের মার্চ মাসের ২৬-৩১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে স্পেন বনাম আর্জেন্টিনার ফিনালিসিমা লড়াই ।

চিটিং নয়; ১৮ বছর বয়সেই প্রমিকা মিরিন্ডাকে বিয়ে করেছেন ব্রাজিলের তরুন তারকা এন্ড্রিক ।
18/07/2025

চিটিং নয়; ১৮ বছর বয়সেই প্রমিকা মিরিন্ডাকে বিয়ে করেছেন ব্রাজিলের তরুন তারকা এন্ড্রিক ।

নেইমার তার ইন্সটাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন । যেখানে দেখা যায় রোনালদো, মেসি, নেইমার ও সুয়ারেজের জার্সি তার বসার ঘরে...
18/07/2025

নেইমার তার ইন্সটাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন । যেখানে দেখা যায় রোনালদো, মেসি, নেইমার ও সুয়ারেজের জার্সি তার বসার ঘরের দেয়ালে শোভা পাচ্ছে ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Khelabari 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share