
11/10/2025
বিশ্বকাপ বাছাইপর্বে এক মাস আগে (৫ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। প্রায় একই আধিপত্য দেখাল তারা আবারও, তবে এবার গোলের ব্যবধান ছিল অনেক কম। সুযোগ নষ্ট আর ভেনেজুয়েলা গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় হাতছাড়া হলেও জয়টা ধরা দিয়েছে ১-০ ব্যবধানে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার ভোরে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে পুরোটা সময় নিয়ন্ত্রণে রেখেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ৭৭ শতাংশ সময় বলের দখলে রেখে আর্জেন্টিনা নেয় ১৭টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জয় পায় দলটি। অন্যদিকে, ভেনেজুয়েলা নেয় মাত্র ৫টি শট, যার কোনোটি লক্ষ্যে ছিল না।