Khelabari 360

Khelabari 360 ব্রাজিল, আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মায়ামি, মেসি, রোনালদো , নেইমার সহ ফুটবল খেলার সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ
(2)

বিশ্বকাপ বাছাইপর্বে এক মাস আগে (৫ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স...
11/10/2025

বিশ্বকাপ বাছাইপর্বে এক মাস আগে (৫ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। প্রায় একই আধিপত্য দেখাল তারা আবারও, তবে এবার গোলের ব্যবধান ছিল অনেক কম। সুযোগ নষ্ট আর ভেনেজুয়েলা গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় হাতছাড়া হলেও জয়টা ধরা দিয়েছে ১-০ ব্যবধানে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার ভোরে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে পুরোটা সময় নিয়ন্ত্রণে রেখেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ৭৭ শতাংশ সময় বলের দখলে রেখে আর্জেন্টিনা নেয় ১৭টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জয় পায় দলটি। অন্যদিকে, ভেনেজুয়েলা নেয় মাত্র ৫টি শট, যার কোনোটি লক্ষ্যে ছিল না।

মেসি তার পুরো ফ্যামিলি সহ গ্যালারিতে বসে আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার খেলা উপভোগ করছেন ।বস মেসি ..❤️
11/10/2025

মেসি তার পুরো ফ্যামিলি সহ গ্যালারিতে বসে আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার খেলা উপভোগ করছেন ।
বস মেসি ..❤️

মাঠে না নেমে গ্যালারিতে বসেই শোভা ছড়ালেন লিওনেল মেসি। ম্যাচের আগে চোটের কারণে ছিটকে যান তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতু...
10/10/2025

মাঠে না নেমে গ্যালারিতে বসেই শোভা ছড়ালেন লিওনেল মেসি। ম্যাচের আগে চোটের কারণে ছিটকে যান তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও। তাদের অনুপস্থিতিতে আক্রমণভাগে কিছুটা ভুগলেও শেষ পর্যন্ত জয় পেয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো।

আগেই অনিয়মিত খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্কালোনি। সেই পরিকল্পনা অনুযায়ী দল সাজান তিনি। যদিও আর্জেন্টিনা পুরো শক্তিতে খেলেনি, তবুও ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পান লাউতারো মার্তিনেস, কিন্তু তার শট ঠেকান ভেনেজুয়েলা গোলরক্ষক জোসে কনত্রেরাস। কিছুক্ষণ পর নিকো পাসের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে।

৩১তম মিনিটে একবার গোলের সুযোগ পেলেও তা নষ্ট করে ভেনেজুয়েলা। উল্টো দিকে দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে লাউতারোর পাস থেকে নিচু শটে গোল করেন জিওভানি লো সেলসো।

বিরতির আগে ও দ্বিতীয়ার্ধে আরও কয়েকবার গোলের সুযোগ পেলেও কনত্রেরাসের দুর্দান্ত সেভে ব্যর্থ হন লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস। ৭৪তম মিনিটে দুর্ভাগ্যও পিছু ছাড়েনি ভেনেজুয়েলার—কিনতেরোর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

শেষ দিকে একের পর এক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তবু লো সেলসোর একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার সকাল ৬টায় মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামির হ...
10/10/2025

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার সকাল ৬টায় মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে লাতিন প্রতিপক্ষ ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ায় এখন প্রীতি ম্যাচের দিকে মনোযোগ দিয়েছে আর্জেন্টিনা। অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের তিন দিন পর শিকাগোর সোলজার ফিল্ডে দ্বিতীয় ম্যাচে পুয়ের্তো রিকোর বিপক্ষে নামবে তারা।

এই দুই ম্যাচের মধ্য দিয়ে টিম কম্বিনেশন ও নতুন মুখদের পারফরম্যান্স যাচাই করবেন কোচ স্কালোনি। দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি, তবে দুই ম্যাচেই তাকে পুরো সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে আছে অনিশ্চয়তা।

ম্যাচটি লাইভ দেখতে পারবেন BB Sports পেজে ।

প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করল ব্রাজিল। ম্যাচে ৫–০ গোলের জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার পরাশক্তি দলটি।ব্র...
10/10/2025

প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করল ব্রাজিল। ম্যাচে ৫–০ গোলের জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার পরাশক্তি দলটি।

ব্রাজিলের পক্ষে দুইটি করে গোল করেন এস্তেভাও (১৩’, ৪৭’) এবং রদ্রিগো (৪১’, ৪৯’)। অপর একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র (৭৭’ মিনিটে)।

পুরো ম্যাচ জুড়েই ব্রাজিল ছিল প্রাধান্য বিস্তারকারী। দক্ষিণ কোরিয়ার ডিফেন্স কোনোভাবেই সামলাতে পারেনি ব্রাজিলিয়ানদের আক্রমণাত্মক খেলা। ফলে ৯০ মিনিট শেষে ফলাফল দাঁড়ায় ।
দক্ষিণ কোরিয়া ০ – ৫ ব্রাজিল

দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল হাফ টাইম ম্যাচ রিপোর্টম্যাচ: দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিলবর্তমান স্কোর:দক্ষিণ কোরিয়া 🇰🇷 ০ – ...
10/10/2025

দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল হাফ টাইম ম্যাচ রিপোর্ট
ম্যাচ: দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল
বর্তমান স্কোর:
দক্ষিণ কোরিয়া 🇰🇷 ০ – ২ 🇧🇷 ব্রাজিল
গোলদাতাঃ

এস্টেভাও (Estêvão) — ১৩তম মিনিট
রদ্রিগো (Rodrygo) — ৪১তম মিনিট

টাকার জন্য নয়, দেশ প্রেমের জন্য খেলেন হামজা-সামিত সোমরা । ❤️কানাডা থেকে ২৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে একটুও বিশ্রাম না নিয়ে...
10/10/2025

টাকার জন্য নয়, দেশ প্রেমের জন্য খেলেন হামজা-সামিত সোমরা । ❤️

কানাডা থেকে ২৮ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে একটুও বিশ্রাম না নিয়ে মাঠে নেমে গোল করলেন।
অন্যদিকে, ইংল্যান্ড থেকে লম্বা ফ্লাইট শেষে বিশ্রাম না নিয়েই অনুশীলনে যোগ দিয়ে ম্যাচে তিনিও গোল দিলেন।

ভাবছেন, সবই টাকার টানে?
না, একদমই না।

বাংলাদেশের হয়ে খেলে হামজা চৌধুরী বা সামিত সোমরা ম্যাচপ্রতি পান মাত্র ২০ হাজার টাকা। অথচ লেস্টার সিটিতে খেলেই হামজার দৈনিক আয় প্রায় সাড়ে তিন লাখ টাকা! চাইলে নিজের এক দিনের বেতনেই তিনি পুরো জাতীয় দলের ম্যাচ ফি মিটিয়ে দিতে পারেন।

তবু তারা আসেন—টাকার জন্য নয়, ভালোবাসার টানে।
দেশের পতাকার আহ্বানে।

তারা জানেন, দেশের জন্য খেলা কোনো পেশা নয়—এটা গর্ব, এটা সম্মান। তাই আরাম-আয়েশ ফেলে ছুটে আসেন লাল-সবুজের ডাকে।

কিন্তু কষ্ট হয়, মাঠে সাধ্যমতো লড়েও হাসিমুখে ফিরতে পারেন না তারা—ফিরতে হয় হতাশা আর অভিমানের বোঝা নিয়ে।
তবু থেমে যান না।
আবার আসেন, আবার লড়েন—শুধু একটাই স্বপ্নে, দেশের পতাকাটা আরও উঁচুতে তুলবেন।

❤️ ধন্যবাদ হামজা, সামিত, ফাহমিদুল, জায়ান—তোমরাই দেখিয়ে দিয়েছ, সত্যিকারের দেশপ্রেম এখনো জীবিত, এখনো অমলিন।

হারের দায় পুরোপুরি নিজের উপর নিতে নারাজ বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাববেরা ।আপনাদের কাছে কি মনে হয় কাল বাংলাদ...
10/10/2025

হারের দায় পুরোপুরি নিজের উপর নিতে নারাজ বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাববেরা ।
আপনাদের কাছে কি মনে হয় কাল বাংলাদেশের হারের কারণ কি কোচ নাকি খেলোয়াড় ??

এমন প্রতিভাবান ফুটবলার যখন বেঞ্চে বসে থাকে, তখন দেখা যায় ডান পায়ের সাদ উদ্দিনকে খেলানো হচ্ছে লেফট ব্যাকে! 😶এই ছেলেটা জায...
10/10/2025

এমন প্রতিভাবান ফুটবলার যখন বেঞ্চে বসে থাকে, তখন দেখা যায় ডান পায়ের সাদ উদ্দিনকে খেলানো হচ্ছে লেফট ব্যাকে! 😶
এই ছেলেটা জায়ান বেঞ্চ থেকে নেমে ক্যামিও দেখিয়ে ম্যাচ না জিততে পারলেও গোটা বাংলাদেশ এর হৃদয় জিতে নিছে
হাইরে সিন্ডিকেট বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় শত্রু! ⚽🔥

আজকের পারফর্মেন্স অনুযায়ী গোলকিপার মিতুল মারমাকে ১০ এর মধ্যে কত দিবেন ?? গোলকিপার জিকুকে মিস করেন কি ??
09/10/2025

আজকের পারফর্মেন্স অনুযায়ী গোলকিপার মিতুল মারমাকে ১০ এর মধ্যে কত দিবেন ?? গোলকিপার জিকুকে মিস করেন কি ??

হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে, আর সামিত—কানাডা থেকে এসে শুধুমাত্র এক ম্যাচের জন্...
09/10/2025

হামজা ইংল্যান্ড থেকে, ফাহমেদুল ইতালি থেকে, জায়ান আমেরিকার স্বপ্ন ছেড়ে, আর সামিত—কানাডা থেকে এসে শুধুমাত্র এক ম্যাচের জন্য।

তাদের সবার চোখে যে একটানা হতাশা, যেন তারা শুধু হেরেই গেলেন না, হারিয়ে গেলেন নিজের হৃদয়ের একটা অংশ। হামজা, যিনি গোল করার পরও সতীর্থদের দেখে “সরি” বললেন, অথচ আজ তার মতো ইনফর্ম প্লেয়ার আর কেউ ছিল না। সামিত তো পা ফেলতে পারছেন না, ফাহমেদুল মাঠে গড়াগড়ি খাচ্ছিলেন।

এটাই দেশপ্রেম। এটাই দেশ নিয়ে অদৃশ্য টান। তারা হয়তো কিছুই পায়নি আজ, কিন্তু ত্যাগ দিয়ে, ভালোবাসা দিয়ে বাংলাদেশের ফুটবলকে নতুন কিছু দেখানোর চেষ্টায় আছেন।

আমরাও পাবো একদিন, যখন সময় আমাদের পাশে থাকবে। ❤️

💔 সামিত সোম, তোমার ভালোবাসার কাছে আমরা সবাই ঋণী…কানাডা থেকে ২৮ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট পেরিয়ে এসেছিলে তুমি—কোনো টাকা, ন...
09/10/2025

💔 সামিত সোম, তোমার ভালোবাসার কাছে আমরা সবাই ঋণী…

কানাডা থেকে ২৮ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট পেরিয়ে এসেছিলে তুমি—কোনো টাকা, নাম বা প্রচারের জন্য নয়, শুধু দেশের পতাকার টানে 🇧🇩❤️

শেষ মুহূর্তে গোলও দিলে, যেন নিজের সর্বস্ব উজাড় করে দিলাে বাংলাদেশের জন্য। কিন্তু শেষে আমরা তোমাকে কী দিলাম? হার, কষ্ট আর হতাশা… 😔

তবু জানো, সামিত — তোমার ত্যাগই একদিন বদলে দেবে এই ফুটবলের গল্প।
তুমি হেরে যাওনি, তুমি দেশের প্রতি ভালোবাসার সবচেয়ে সুন্দর উদাহরণ হয়ে রইলে 🇧🇩🔥

সরি সামিত সোম… তুমি সত্যিই আমাদের হৃদয়ের হিরো। 🙏💚

Address

Mirpur
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Khelabari 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khelabari 360:

Share