
23/07/2025
রিয়াল মাদ্রিদে লুকা মদ্রিচের যুগ শেষ। ক্লাবের ইতিহাসে অন্যতম সফল এই মিডফিল্ডার সম্প্রতি বিদায় নিয়েছেন সান্তিয়াগো বার্নাবেউ থেকে। আর তার বিদায়ের পর রিয়ালের ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি তুলে দেওয়া হয়েছে নতুন তারকা কাইলিয়ান এমবাপ্পের হাতে।
দীর্ঘদিন ১০ নম্বর জার্সি পরে খেলেছেন মদ্রিচ। এবার সেই জার্সির ভার কাঁধে নেবেন ফ্রান্সের বিশ্বজয়ী ফরোয়ার্ড এমবাপ্পে, যিনি বছর আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। ক্লাবের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, মদ্রিচের বিদায়ের পর এমবাপ্পেকে এই জার্সি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয় রিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকেই।
মদ্রিচের প্রতি সম্মান দেখিয়ে শুরুতে এই জার্সি নিতে অনাগ্রহী ছিলেন এমবাপ্পে। তবে ক্লাবের প্রস্তাব এবং তাঁর ব্যক্তিগত ব্র্যান্ড ‘KM10’-এর সাথে সামঞ্জস্য রেখেই শেষ পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়।
প্রসঙ্গত, রিয়ালের আরও এক তরুণ প্রতিভা আরদা গুলারও এই জার্সির জন্য আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত ক্লাবের পরিকল্পনায় এমবাপ্পে-ই এগিয়ে থাকেন ঐতিহ্যবাহী এই জার্সির জন্য।