Khelabari 360

Khelabari 360 ব্রাজিল, আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মায়ামি, মেসি, রোনালদো , নেইমার সহ ফুটবল খেলার সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ

চেলসির বিপক্ষে হতাশাজনক হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেই শুরুতে গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে পরিস্থিতি সামলে দারুণ...
29/11/2025

চেলসির বিপক্ষে হতাশাজনক হার ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেই শুরুতে গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে পরিস্থিতি সামলে দারুণ জয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল। লা লিগায় শনিবার ক্যাম্প নউয়ে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। ইয়ামালের সমতায় ফেরানো চমৎকার গোলের পর জোড়া গোল করেন দানি ওলমো।

ম্যাচের প্রথম মিনিটেই ইবানেসের গোল বার্সেলোনাকে চাপে ফেলে দেয়। তবে অষ্টম মিনিটে ওলমোর কাটব্যাকে দূরের পোস্টে দারুণ শটে দলকে ফিরিয়ে আনেন লামিনে ইয়ামাল। চেলসির বিপক্ষে নিষ্প্রভ থাকা এই তরুণ ফরোয়ার্ড নিজের নাম্বারটা ফের তুলে ধরেন এই ম্যাচেই।

২৪তম মিনিটে হোয়ান গার্সিয়ার সেভে সমতা রক্ষা পায় বার্সা। দুই মিনিট পরে রাফিনিয়ার পাস থেকে প্রথম ছোঁয়ায় গোল করে দলকে এগিয়ে নেন ওলমো। বিরতির আগে আরও সুযোগ পেয়েছিল দুই দলই, তবে ব্যবধান বাড়েনি।

বিরতির পর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। একের পর এক আক্রমণে আলাভেসকে চাপে রাখলেও লেভানদোভস্কি ও ইয়ামাল বারবার সুযোগ নষ্ট করেন। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস ধরে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলমো।

১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২—রোববার জিরোনাকে হারাতে পারলে আবার শীর্ষে ফিরতে পারে তারা।

বার্সেলোনার জুনিয়র দলে নতুন ‘লামিন ইয়ামাল’ হিসেবে ইতিমধ্যেই আলোচনায়!নাইজেরিয়ান বংশোদ্ভূত মাত্র ১২ বছর বয়সী এই লা মাসিয়া...
29/11/2025

বার্সেলোনার জুনিয়র দলে নতুন ‘লামিন ইয়ামাল’ হিসেবে ইতিমধ্যেই আলোচনায়!
নাইজেরিয়ান বংশোদ্ভূত মাত্র ১২ বছর বয়সী এই লা মাসিয়া প্রতিভা এখন পর্যন্ত ৫২ ম্যাচে করেছেন অবিশ্বাস্য ১৪৫ গোল। বয়স কম হলেও প্রতিভার ঝলক দেখে ক্রীড়া ব্র্যান্ড নাইকি তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।

চোটের কারণে চিকিৎসকের স্পষ্ট পরামর্শ ছিল—বিশ্রামে থাকা। কিন্তু দলের বাঁচা–মরার মুহূর্তে পিছু হটলেন না নেইমার। সিরি আ’তে ...
29/11/2025

চোটের কারণে চিকিৎসকের স্পষ্ট পরামর্শ ছিল—বিশ্রামে থাকা। কিন্তু দলের বাঁচা–মরার মুহূর্তে পিছু হটলেন না নেইমার। সিরি আ’তে রেলিগেশন শঙ্কা কাটাতে তিন পয়েন্ট ছিল জরুরি, আর সেই দায়িত্ব কাঁধে নিয়েই মাঠে নেমে নায়ক হয়ে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় শনিবার সকালে স্পোর্টকে ৩–০ ব্যবধানে হারিয়েছে নেইমারের সান্তোস। একটি গোল ও একটি অ্যাসিস্ট এসেছে তার পা থেকে, আর এক গোল প্রতিপক্ষের আত্মঘাতী। এই জয়ে ৩৬ ম্যাচে সান্তোসের পয়েন্ট দাঁড়িয়েছে ৪১—অবনমন অঞ্চলের বাইরে আপাতত কিছুটা স্বস্তি মিললেও বাকি দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট না পেলে নিরাপত্তা মিলবে না।

২৫ মিনিটে দারুণ বাঁকানো শটে দলকে লিড এনে দেন নেইমার। বিরতির আগেই আত্মঘাতী গোল যোগ হলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে তার কর্নার থেকে শিমিটের হেডে আসে তৃতীয় গোল। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর নেইমারের এই দুর্দান্ত পারফরম্যান্সে অবশেষে স্বস্তির জয় পায় সান্তোস।

বাংলাদেশ ফুটবল দলের জন্য বিশ্বকাপে অপেক্ষা করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো!বাংলাদেশ ফুটবলের অগ্রগতির প্রতি সম...
29/11/2025

বাংলাদেশ ফুটবল দলের জন্য বিশ্বকাপে অপেক্ষা করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো!
বাংলাদেশ ফুটবলের অগ্রগতির প্রতি সমর্থন আর ভবিষ্যতে বিশ্বকাপে বাংলাদেশকে দেখার তীব্র আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে তাঁর ব!র্তায়।

বাহরাইনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ২–১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাং...
28/11/2025

বাহরাইনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে ২–১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। চীনের ইয়ংচুন স্পোর্টস সেন্টারে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে সাব্বিরের লং থ্রো থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন বদলি বায়েজিদ। এরপর ৭২ মিনিটে অধিনায়ক ফয়সালের থ্রু পাস ধরে মানিকের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান বাড়ায় লাল–সবুজরা।

শেষদিকে বাহরাইন একটি গোল শোধ করলেও জয় ধরে রাখে বাংলাদেশ। এখন গ্রুপ ‘এ’-এর সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ লড়াইয়ে চীনের সঙ্গে মুখোমুখি হবে তারা। রোববার জিতলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করবে বাংলাদেশ।

অস্ট্রিয়াকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল পর্তুগাল। ৩৪ বছর পর কোনো ফিফা টুর্নামেন্টে ট্রফির স...
27/11/2025

অস্ট্রিয়াকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল পর্তুগাল। ৩৪ বছর পর কোনো ফিফা টুর্নামেন্টে ট্রফির স্বাদ পেল সেলেসাওরা—তাদের সর্বশেষ বড় শিরোপা ছিল ১৯৯১ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন আনিসিও ক্যাব্রাল। শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে দারুণ লড়াই উপহার দিলেও ৩২ মিনিটে দুয়ার্তে কুনহার পাস থেকে ক্যাব্রালের গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। প্রথমে অফসাইডের সন্দেহে রেফারি ভিএআর চেক করলেও শেষ পর্যন্ত গোল বৈধ ঘোষণা করা হয়।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেও জালের দেখা পায়নি কোনো দল। ৮৫ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া, কিন্তু ড্যানিয়েল ফ্রাউসার শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ দিকে মরিয়া চেষ্টা চালিয়েও গোল তুলতে ব্যর্থ হয় তারা।

রেফারির শেষ বাঁশি

অলিম্পিয়াকোসের মাঠে রোমাঞ্চে ভরা এক ম্যাচে ৪-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছি...
26/11/2025

অলিম্পিয়াকোসের মাঠে রোমাঞ্চে ভরা এক ম্যাচে ৪-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়লেও কিলিয়ান মবাপ্পের দুর্দান্ত কোয়াড্রোর ওপর ভর করে তিন পয়েন্ট নিশ্চিত করে জাবি আলোনসোর দল।

ম্যাচের শুরুটায় ছিল স্বাগতিকদের দাপট। মাত্র আট মিনিটে এল কাবির পাস থেকে চিকুইনহোর দুর্দান্ত হাফ-ভলিতে এগিয়ে যায় অলিম্পিয়াকোস। তবে এরপরই বদলে যায় খেলার রং। ২২ থেকে ২৯ মিনিটের মধ্যে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মবাপ্পে, যেসব গোলের একটিরও জবাব দিতে পারেনি স্বাগতিক ডিফেন্স। আরদা গুলের, ভিনিসিয়ুস ও কামাভিঙ্গার দারুণ পাসে আসে তিনটি গোল।

বিরতির আগে আরও কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি রিয়াল। প্রথমার্ধ শেষ হয় ৩–১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আক্রমণে কিছুটা নড়বড়ে হয়ে পড়ে রিয়াল। বদলি নামার পরই হেজ্জের ক্রসে তারেমি হেডে ব্যবধান কমান। তবে ৫৯ মিনিটে ভিনিসিয়ুসের কাটব্যাক থেকে মবাপ্পের দিনের চতুর্থ গোল রিয়ালকে আবার নিরাপদ দূরত্বে ফেরায়—৪-২।

শেষ মুহূর্তে স্ট্রেফেজ্জার ক্রসে এল কাবি আরও একবার গোল করে ম্যাচে উত্তেজনা ফেরালেও সমতা ফেরানোর মতো গোল আর পায়নি অলিম্পিয়াকোস। শেষ পর্যন্ত রিয়ালই মাঠ ছাড়ে ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে।

এই জয়ে তালিকার পঞ্চম স্থানে উঠেছে মাদ্রিদ। পরের লিগ ম্যাচে তারা খেলবে জিরোনার মাঠে, আর চ্যাম্পিয়নস লিগে পরবর্তী চ্যালেঞ্জ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১০ ডিসেম্বর।

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সূচনা করেও চাপের মুখে পড়ে গেছে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে তিন জয়ের পরও লস ব্লাঙ্কোস এখন অবস্থ...
26/11/2025

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সূচনা করেও চাপের মুখে পড়ে গেছে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে তিন জয়ের পরও লস ব্লাঙ্কোস এখন অবস্থান করছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। নতুন লিগ-ফরম্যাটে শীর্ষ ৮ দলই সরাসরি শেষ আটে উঠবে—সেই হিসাবে রিয়ালের কোয়ার্টার ফাইনালের পথ এখনো ঝুঁকির মধ্যে।

এ অবস্থায় আজ বুধবার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টায় গ্রিসের কারাইসকাকিস স্টেডিয়ামে অলিম্পিয়াকোসের বিপক্ষে নামছে রিয়াল মাদ্রিদ। এই মাঠে এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে জয় পায়নি রিয়াল, তাই ম্যাচটি তাদের জন্য ইতিহাস গড়ারও সুযোগ।

লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ১–০ গোলে হারের পর এই ম্যাচকে ঘুরে দাঁড়ানোর লড়াই হিসেবেই দেখছে দলটি। অন্যদিকে অলিম্পিয়াকোস শেষ ম্যাচে পিএসভির সঙ্গে ড্র করে প্রথম জয়ের স্বাদ পায়নি।

টেবিলের অবস্থান, ইতিহাস ভাঙার লক্ষ্য এবং নকআউট পর্যায়ে সরাসরি জায়গা—সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য আজকের ম্যাচটা হতে যাচ্ছে লিগ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই।

ম্যাচটি লাইভ দেখতে পারবেন Az Sports পেজে !!

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। আজ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শ্রী...
26/11/2025

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। আজ চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয়ের মুখ দেখেছে টাইগার যুবারা। তিন ম্যাচে লাল-সবুজদের গোলসংখ্যা এখন ১৮।

এদিন নাজমুল হুদা জোড়া গোল করেন। বাকি তিন গোল আসে মোহাম্মদ মানিক, বায়েজিদ বোস্তামি ও ইকরামুল ইসলামের পা থেকে।

আগামী শুক্রবার চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক চীন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর মে মাসে সৌদি আরবে মূল এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলতে পারবে বাংলাদেশ।

বাছাইপর্বে বাংলাদেশের সূচনা ছিল দারুণ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ গোলে উড়িয়ে দেয় গোলাম রব্বানীর দল।

চ্যাম্পিয়ন্স লিগে ১০ জনের বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চেলসি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দ্রুতই ১০ জনের দলে পরিণত হও...
25/11/2025

চ্যাম্পিয়ন্স লিগে ১০ জনের বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চেলসি

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দ্রুতই ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা প্রথমার্ধেই পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে। বিরতির পর আক্রমণ সাজানোর চেষ্টা করলেও কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি হান্সি ফ্লিকের দল। বরং আরও পরিণত, সংগঠিত ও আক্রমণাত্মক ফুটবল খেলেই ব্যবধান বাড়াতে থাকে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতের চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ম্যাচের ২৭ মিনিটে কুকুরেয়ারার নিচু ক্রসে নেটোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান জুল কুন্দে—চেলসিকে এগিয়ে দেন তিনি। এরপরই বাড়তি বিপদে পড়ে বার্সা; দুইবার সতর্ক করার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অধিনায়ক রোনাল্ড আরাউহোকে।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয় চেলসি। ৫৫ মিনিটে রিস জেমসের পাস ধরে দুর্দান্ত এক সলো রান শেষে ডান দিক থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান যুব প্রতিভা এস্তেভোঁ। চেলসির ধারাবাহিক চাপে দিশেহারা বার্সা রক্ষণ আর টিকতে পারেনি। ৭৩ মিনিটে এঞ্জো ফার্নান্দেজের নিখুঁত ক্রসে সহজ ফিনিশে তৃতীয় গোলটি করেন লিয়াম ডেলাপ।

এ ছাড়া আরও তিনবার বল জালে পাঠালেও অফসাইড ও হ্যান্ডবলের কারণে গোল মেলেনি স্বাগতিকদের।

তবু ম্যাচের নিয়ন্ত্রণ এক মুহূর্তের জন্যও হাতছাড়া হয়নি চেলসির। আধিপত্য বিস্তার করেই তুলে নেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট, আর বার্সেলোনা রাতটি ভুলে যেতে চাইবে—আত্মঘাতী গোল, লাল কার্ড আর ব্যর্থতায় ভরা একদমই মন খারাপের পারফরম্যান্স।

পুরুষ জাতীয় ফুটবল দলের মত নারী ফুটবল দলকে সমর্থন দিয়ে পাশে থাকার অনুরোধ করলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ।
25/11/2025

পুরুষ জাতীয় ফুটবল দলের মত নারী ফুটবল দলকে সমর্থন দিয়ে পাশে থাকার অনুরোধ করলেন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও চেলসি। সমান শক্তির দুই দলের লড়াইকে বিশ্লেষকরা ইতোম...
25/11/2025

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও চেলসি। সমান শক্তির দুই দলের লড়াইকে বিশ্লেষকরা ইতোমধ্যেই এই ম্যাচউইকের সবচেয়ে আকর্ষণীয় মোকাবিলা হিসেবে দেখছেন।

চার ম্যাচ শেষে বার্সা ও চেলসির পয়েন্ট সমান—৭। দুই জয়, এক ড্র ও এক হারে বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে। গোল ব্যবধানে পিছিয়ে চেলসি অবস্থান করছে ঠিক তার পরেই, ১২ নম্বরে।

এত ঘনিষ্ঠ পরিস্থিতিতে ম্যাচটি হয়ে উঠেছে ভীষণ গুরুত্বপূর্ণ। ফলে আজকের রাতে টিভি ও মোবাইলের পর্দায় চোখ রাখবেন লাখো সমর্থক।

বাংলাদেশ সময় রাত ২টায় Az Sports পেজে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

Address

Mirpur
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Khelabari 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khelabari 360:

Share