
15/08/2025
চট্রগ্রামে হাজার হাজার সন্ত্রাসের জন্মদাতা। শত শত খুনের হুকুমদাতা চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড, মীরশরাই থানার সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়ে ছিল যার মাধ্যমে অর্ন্তবর্তী সরকার তেমন একজন সন্ত্রাসের গডফাদারকে জামিনে মুক্তি দিল। মানবিক দিক বিবেচনাই তাকে মুক্তি দেওয়া যোক্তিক যেহেতু এক পা কবরে চলে গেছে যদিও ক্ষমতা পেলে আবার সোজা হয়ে দাড়িয়ে খু****নের হুকুম দিতে বিলম্ব করবে না।
কিন্তু বাংলাদেশের আইনের বিচারের পেক্ষপটে এরকম সন্ত্রাসীর গড ফাদারকে আইনের সহানুভূতি দেখানোর মাধ্যমে প্রমান করলো বিচার বিভাগ সন্ত্রাসীদের নয় যারা সন্ত্রাসের বিপক্ষে অবস্থান নেয় তাদের সায়েস্তা করার জন্য বিচার বিভাগ।
এদেশের রাজনীতি মানে সন্ত্রাস-সন্ত্রাস মানে রাজনীতি। সন্ত্রাসী হইতে হইলে কিংবা ব্যবসায়ী হইতে হলে আপনার রাজনীতি পরিচয় বাধ্যতামূলক। কিসের গনতন্ত্র, কিসের সংস্কার সব ভন্ডামি ছাড়া কিছু না।
Chief Adviser GOB Shame of you
Asif Mahmud Shojib Bhuyain