27/03/2024
দুরুদ যে নগদ ফলাফল নিয়ে আসে, তার আরেকটি প্রমাণ এই ঘটনা। ~লিখেছেনঃ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র- নাহিদ। এটি পড়লে দুরুদের প্রতি আপনার একিন আরও বাড়বে ইন শা আল্লাহ্। আমি হুবহু কপি করলাম।
১৯ তারিখ সিলেট থেকে কুমিল্লা আসি। নিয়ত ছিল বাসায় এসে পরিবারের সাথে ইফতার করার।
১১.১০ এ বাস ছাড়লো। বাস সাধারণত ৭/৮ ঘন্টা সময় নেয়। মনে ক্ষীণ আশা ছিল বাসায় এসে ইফতার পাওয়ার। সেই আশায় গুড়েবালি দিল বাসের চালক ও সুপারভাইজার মহোদয়।
বিখ্যাত তুরাগ বাসের ন্যায় 'রাস্তায় কাওকে ফেলে যাবো না' নীতিতে আগাতে আগাতে যেখানেই যাত্রী পাচ্ছিল সেখানেই থামাচ্ছিল আর মাঝে দুইবার যাত্রাবিরতির নামে ব্রেক তো ছিলোই (নর্মালি একবার দেয় ব্রেক)।
বাজে তখন বিকাল ৫.২৫। গুগল ম্যাপে চেক করলাম আলেখারচর বিশ্বরোডের দূরত্ব। দেখলাম এখনো ৩২ কিমি দূর, এস্টিমেটেড টাইম ৫০ মিনিট।
আলেখারচর থেকে বাসায় আসতে আরো ১৫/২০ মিনিট। মানে বাসায় এসে আর ইফতার করা হচ্ছে না। যেই ইফতার পাওয়ার জন্য এত প্ল্যান করে টিকেট কাটলাম, শেষ পর্যন্ত ট্রেন মিস দিলাম সেই ইফতার হাতছাড়া হয়ে যাবে দেখে। অনেক মন খারাপ হচ্ছিল।
অবচেতন মনে জ্যামে বসে বাসের জানালা দিয়ে রাস্তার ধারে দোকানিদের ইফতার বিক্রি দেখছিলাম।
হঠাৎ Abdullah Al Monsur ওস্তাদ এর একটা কথা মনে পড়ে গেল। ওস্তাদ এর যতগুলো বয়ানে বসার সুযোগ হয়েছে ওস্তাদকে প্রায়সময় একটা কথা বলতে শুনেছি :
"যখন অনেক মন খারাপ থাকবে, ডিপ্রেসড ফিল হবে, দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন বেশি বেশি দরূদ শরীফ পড়বেন। দেখবেন ইন্সট্যান্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এটা একটা পরীক্ষিত আমল।"
ভাবলাম আমলটা করেই দেখি। আল্লাহ চাইলে তো সবই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাকে মনের নেক বাসনার কথা বলে দরূদ শরীফ পড়া শুরু করলাম।
নেক্সট ৩০ মিনিট আমার সাথে যা হলো আমি হয়তো সারাজীবন সেটা ভুলতে পারবো না।
যে বাস চালক এতক্ষণ তুরাগ বাসের নীতিতে আগাচ্ছিলেন, উনি হঠাৎ এনা বাসের ফাস্ট এন্ড ফিউরিয়াস নীতিতে আগানো শুরু করলেন। ওনার হেল্পার ওনাকে যতবার যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বাস থামাতে বলতেসিল উনি ততবারই বলতেসিলেন "ইফতারের টাইম। আগে যাত্রীদের ইফতারের আগে কুমিল্লা পৌঁছায়ে দিয়ে লই।"
উনি আর কোনো স্টপেজে থামলেন না।
আলেখারচর নেমেই সিএনজি রিজার্ভ করলাম।সিএনজি মামা তো আরো তুফান। আমি তো গতি দেখে ভয় পেয়ে গেসিলাম না জানি এক্সিডেন্ট করে বসে। বাসার কাছাকাছি এসে মামাকে বললাম:
"আপনি তো আমারে ভয় পাওয়ায়ে দিছিলেন। এত স্পিডে কেও টানে!" উনি বললেন "মামা ইফতারের টাইম। আপনারে ইফতার এর আগে পৌঁছায়ে দেওয়ার লাইগা এমনে টানছি।"
আল্লাহ এর কসম আমি ইফতারের ১০ মিনিট আগে বাসায় আসছি। সুবহা'নআল্লাহ্। সিএনজি থেকে নেমে কয়েক সেকেন্ড মাথা হ্যাং হয়ে ছিল। কিভাবে সম্ভব হইলো।
যেখানে আমি বাসে বসে এস্টিমেট করতেসিলাম ইফতারের ১৫/২০ মিনিট পর বাসায় ঢুকবো, আমি দেখি ইফতারের ১০ মিনিট আগে বাসায়।
এসব ঘটনায় নিজের ঈমান অনেক বেড়ে যায়। আল্লাহ্ রব্বুল আলামিন এর উপর বিশ্বাস এর লেভেল বহুগুণ বেড়ে যায়।
কখনো দেয়ালে পিঠ ঠেকে গেলে দরূদ শরীফ পড়ার আমলটা করে দেইখেন। আল্লাহ চায়তো মিরাকেল ঘটতে দেখবেন, ইনশাআল্লাহ।
~Abdullah Al Monsur.