
18/07/2025
আসছে মুন্সিগঞ্জ মিরর, ভয়ডরহীন কলম নিয়ে।
আপনাদের অনেকের কাছেই লেখা চেয়েছিলাম, অনেকেই গুরুত্ব দিয়েছিলেন, অনেকেই ব্যস্ত অথবা প্রয়োজন মনে করেননি, সবাইকে জানাই সম্মান ও ধন্যবাদ।যেহেতু স্বপ্ন টা আমার তাই পূরণের দায়িত্ব ও আমারই, আগষ্টেই প্রকাশিত হবে মুন্সিগঞ্জ মিরর, যদি আপনি পাশে থাকেন তাহলে সাহস পাবো, যদি আপনি পাশে না থাকেন একাই এগিয়ে যাবো, তবে মুন্সিগঞ্জ মিরর প্রকাশিত হবেই এটা ১০০% নিশ্চিত থাকুন।
আপনারা যারাই লেখা প্রস্তুত করেছেন তাদের জন্য ইমেইল এড্রেস আবারও দিচ্ছি
[email protected]
লেখাটি অথবা লেখা গুলো PDF ফাইল করে দিলে আমার জন্য সুবিধা হবে, আর লেখার সাথে সম্পর্কিত ছবি ও যদি পাঠাতে চান তাও পাঠাতে পারবেন। আগামী রবিবার মানে জুলাইয়ে র ২০ তারিখ, প্রথম প্রকাশ এর জন্য লেখা ও ছবি পাঠানোর শেষ দিন হিসেবে নির্ধারণ করেছি
সবাইকে ধন্যবাদ