12/02/2023
মাদারগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধের যাচাই-বাছাই অনিয়ম ও লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য
স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলায় মাদারগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক ০৮/০৫/২০২২ইং তারিখে ৪৮.০২.০০০০.০০২.০০.০১১.১৪-৯২ নং স্বারক মূলে মোঃ মোখলেসুর রহমান , পিতাঃ দেলোয়ার হোসেন , সাং- কলাবাগান দ্বিতীয় লেন , নিউমার্কেট, ধানমন্ডি, ঢাকা। সভাপতি নির্বাচন করেন । উক্ত নির্দেশনা মোতাবেক উপজেলা যাচাই বাছাই কমিটির হবে ৩ সদস্য বিশিষ্ট ।
কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট এলাকার মাননীয় এম.পি (যিনি মুক্তিযোদ্ধা ),এমপি মুক্তিযোদ্ধা না হইলে জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট এলাকার যুদ্ধকালীন কমান্ডার, সদস্য হবেন জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সদস্য সচিব হবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার।বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেসুর রহমান মাদারগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা না হওয়ায় বর্তমানে ঢাকা স্থায়ী বসবাস করায় তার পক্ষে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই করা সম্ভব হবে না। যা নিয়মের পরিপন্থী। এই অবস্থায় দুর্বলতার সুযোগে অমুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধা হিসাবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ নিবে এবং লক্ষ লক্ষ টাকার হবে বাণিজ্য।
যাহা মুক্তিযোদ্ধা সম্পর্কে জনমতে বিভান্তি সৃষ্টি হতে পারে। সঠিকভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করার জন্য কমিটির গঠনতন্ত্র অনুযায়ী অন্য কোন ব্যক্তিকে সভাপতি মনোনয়ন করা হলে প্রকৃত মুক্তিযোদ্ধা নির্বাচিত হবে মাদারগঞ্জ উপজেলার সাধারণ মুক্তিযুদ্ধরা আশা করেন । এই বিষয়ে জেলা প্রশাসক ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কোন পদক্ষেপ গ্রহণ করেন হয়নি।
মোঃ হাবিবুর রহমান, পিতা- মৃত দেলোয়ার হোসেন সরকার, ভেলা মারি, মাদারগঞ্জ, জামালপুর বিষয়টি তার নজরে আসে। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে কমিটি বাতিলের বিষয়ে একটি আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার পদক্ষেপ গ্রহণ না করিয়া ১৬/০১/২৩ ইং তারিখে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাচাই বাছাই কার্যক্রম শুরু ঘোষণা প্রদান করেন । মোঃ হাবিবুর রহমান কমিটি বাতিলের বিষয়ে বিজ্ঞ আদালতে সহকারী জজ আদালত, মাদারগঞ্জ, জামালপুর বরাবর একটি মামলা দায়ের করেন । যাহা মোকদ্দমা নং ৪৩/২৩ অন্য।