Singer Nafiz

Singer Nafiz মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু না করা যায় তাহলে এমন মানুষ হয়ে লাভ কি 🥺❤️ (শূণ্য চিরকুট)

15/07/2025

নতুন কনটেস্ট দিয়ে সবাই কে আবারো জাগিয়ে দিতে হবে 😁🥳

কফিলের ছোট ছেলের জন্য স্পেশাল সান্ডা জুতা!কিন্তু কফিল-ই তো নাই...
17/05/2025

কফিলের ছোট ছেলের জন্য স্পেশাল সান্ডা জুতা!
কিন্তু কফিল-ই তো নাই...

আসল ছবি কমেন্টে 🙂
16/05/2025

আসল ছবি কমেন্টে 🙂

বাবা কে শেষ বিদায় দিতে পারলেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন... এই যন্ত্রণায় পিড়াবে অনন্তকাল আল্লাহ উনার ব...
16/05/2025

বাবা কে শেষ বিদায় দিতে পারলেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন... এই যন্ত্রণায় পিড়াবে অনন্তকাল আল্লাহ উনার বাবাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন আমিন

মানুষের জিবন কত নিষ্টুর!! টাকার জন্য স্বৈরাচারের পা ধরে জিবন পার করে কি লাভ যেখানে নিজের বাপের জানাজা পরবে সেই সুযোগ টা নেই, দেখেন এতো লক্ষ কোটি টাকা দিয়ে কি হবে যেই টাকা দিয়ে পরিবারের সাথে দু মুঠো খেতে পারে না। হে আল্লাহ বি এন পি আওয়ামী লীগের মত দল থেকে সবসময় দুরে থাকার তৌফিক দান করেন আমিন।🖤

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটিতে শিশুসহ...
16/05/2025

কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে আকাশে উড়ছে বলে জানা গেছে।

পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস। ( ATC Dhaka Airport )

সান্ডা! ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটি...
16/05/2025

সান্ডা! ছোট্ট এই প্রাণীটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা। কফিলের ছেলের জন্য সান্ডা খুঁজতে খুঁজতে প্রাণীটিকে রীতিমতো ফেসবুক সেলিব্রিটি বানিয়ে দিয়েছে নেটিজেনরা।

সান্ডা হলো আগামিডে গোত্রের অন্তর্ভুক্ত সরীসৃপ প্রজাতির প্রাণী। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়।

তবে ইদানিং সোশ্যাল মিডিয়ায় আরবদের যে প্রাণীটি খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো মূলত দব। দবকে অনেকে সান্ডা কিংবা গুইসাপের সাথে গুলিয়ে ফেললেও এটি সম্পূর্ণ ভিন্ন প্রাণী।

সান্ডা প্রধানত তৃণভোজী তবে কখনো কখনো পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী যেমন টিকটিকিও খায়।

এদের লেজ মোটা ও কাঁটার মতো খাঁজযুক্ত। সান্ডার আকার ছোট হলেও দেখতে হুবুহু গুইসাপের মতো। আরব অঞ্চলে সান্ডা পাওয়া যায় না এবং তারা এটি খায়ও না।

দব আকারে ছোট, এটি সাধারণত ৯০ সেন্টিমিটারের বেশি লম্বা হয়। এর লেজ মসৃণ, দেখতে সাপের লেজের মতো।

এরা মরুভূমিতে বাস করে, পানির ধারেকাছেও যায় না। দব সাধারণত তৃণভোজী, খাদ্য হিসেবে এরা ফড়িং, পঙ্গপাল, পিঁপড়া, তাজা ঘাস ইত্যাদি গ্রহণ করে।

অন্যদিকে গুইসাপ আকারে বেশ বড় এবং লেজ চ্যাপ্টা হয়ে থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়।

গুইসাপ জলে-স্থলে, ঝোপ-জঙ্গলে ও ডোবায় থাকে। বিষাক্ত কীট-পতঙ্গ, সাপ, বিচ্ছু, গিটগিটি ইত্যাদি শিকার করে খায়।

অর্থাৎ আকৃতি কাছাকাছি হলেও দব, সান্ডা ও গুইসাপ পরস্পর থেকে আলাদা। ইসলামি শরিয়া অনুযায়ী, সান্ডা ও গুইসাপ খাওয়া হারাম হলেও দব খাওয়ার ব্যাপারে ভিন্নমত রয়েছে।

রাসুল সালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আরবের সাহাবিগণ দব খেতেন। নবীজি নিজে এটি খাননি, তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি।

সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরীফে এসেছে, তিনি বলেছিলেন, “এটি আমার এলাকায় ছিল না, তাই আমি এর প্রতি আগ্রহ বোধ করি না। কিন্তু তোমরা খেতে পারো, কারণ এটি হারাম করা হয়নি।”

তাই অধিকাংশ ইসলামি স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাজহাবে এটিকে হারাম বলা হয়েছে।

হানাফি মাজহাবের অনুসারীরা শুধুমাত্র মাছজাতীয় প্রাণীকে হালাল মনে করেন। তাদের মতে, সরীসৃপ বা উভচর প্রাণী খাওয়া জায়েজ নয়।

মালিকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাবেও উভচর প্রাণী খাওয়া নিষিদ্ধ হলেও দব খাওয়াকে জায়েজ হিসেবে গণ্য করা হয়। তাই আরবের বেদুইনরা দবকে হালাল খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে।

পানিতে সিদ্ধ করে ব

06/04/2025

শক্তিশালী ফ্লো*রিন বো*মা দিয়ে ফিলিস্তিনের শহর রাফাকে নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরাইল। বো*মা*য় মানুষ উড়ছে আকাশে...

একটু কল্পনা করুন, আপনার বাসায় বোমা বর্ষন করা হলো অতঃপর আপনি এবং আপনার পরিবার সহ পাখির মত আকাশে উর্তেছেন।ইয়া আল্লাহ 😭
06/04/2025

একটু কল্পনা করুন, আপনার বাসায় বোমা বর্ষন করা হলো অতঃপর আপনি এবং আপনার পরিবার সহ পাখির মত আকাশে উর্তেছেন।

ইয়া আল্লাহ 😭

সমন্বয়কদের সমন্বয়হীনতাকে কিভাবে দেখছেন?
24/03/2025

সমন্বয়কদের সমন্বয়হীনতাকে কিভাবে দেখছেন?

21/03/2025

ফিলিস্তিন ❤️‍🔥

আজকের বায়তুল মোকাররম

Address

Dhaka
6062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singer Nafiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share