মুক্ত প্রাণ#

মুক্ত প্রাণ# কেউ যানে নাহ কখন তার মৃত্যু ডাক আসবে

.... তাই কাল থেকে ৯ বাহ আজ ৯ এখন থেকেই আল্লাহ কাছে ফিরে যাও ....

কাল বা এখন মুহূর্ত নাও আসতে পারে
(1)

18/08/2025
তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক।[সূরা বাকারা, আয়াত- ১৮৭]এই আয়াতাংশটা স্বামী-স্ত্রীর সম্পর্কের একটা স...
18/08/2025

তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক।
[সূরা বাকারা, আয়াত- ১৮৭]

এই আয়াতাংশটা স্বামী-স্ত্রীর সম্পর্কের একটা সামারি। এই একটা বাক্যই দুনিয়ার জীবনে তাদের সম্পর্কের পুরো পিকচার ও বৈশিষ্ট্যকে তুলে ধরেছে।

পোশাক,
১। মানুষের সবচেয়ে ঘনিষ্টে থাকে।
২। মানুষকে ঢেকে রাখে।
৩। মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে।
৪। মানুষের শরীরের মাপে খাপ খায়।
৫। মানুষকে আরাম ও শান্তি দেয়।

ঠিক স্বামী-স্ত্রী পরস্পরে,
১। সবচেয়ে ঘনিষ্ঠজন হবে।
২। একে অপরের ত্রু'টি- দূর্ব'লতা গো'পন রাখবে।
৩। একে অপরের চারিত্রিক, আদর্শিক ও সার্বিক সৌন্দর্য বৃদ্ধি করবে।
৪। একে অপরের জন্য কম্প্রোমাইজ করে খাপ খেয়ে উঠবে।
৫। সুকুন ও প্রাশান্তির আশ্রয়স্থল হবে।

প্রিয় ইয়া ক্বলবি😘...!!আমি হয়তো আহামরি রূপের অধিকারী নই,তবুও আপনি পাবেন একজন পরিপাটি, গোছানো গৃহিণী —আপনার জীবনের রাব্বা...
17/08/2025

প্রিয় ইয়া ক্বলবি😘...!!

আমি হয়তো আহামরি রূপের অধিকারী নই,
তবুও আপনি পাবেন একজন পরিপাটি, গোছানো গৃহিণী —
আপনার জীবনের রাব্বাতুল বাইত,
চোখের প্রশান্তি হয়ে পাশে দাঁড়ানো এক চিরসাথী।

আমি হয়তো আধুনিকতার মোড়কে মোড়া সেই মডার্ন নারী নই,
তবুও আমার ভেতর খুঁজে পাবেন..
নব্বই দশকের মতো এক নিঃস্বার্থ, শ্রদ্ধাভাজন স্ত্রী —
যিনি আপনাকে শুধু ভালোবাসবে না, শ্রদ্ধাও করবে।

আমি হয়তো ডিগ্রি-পূর্ণ শিক্ষায় শিক্ষিত নই,
তবুও আমি হতে পারি আমাদের সন্তানের
একজন দায়িত্বশীল, আদর্শ মা —
যার কোলে থাকবে নিরাপত্তা, আর ছায়ায় থাকবে শিখন।

আমি হয়তো মুখভর্তি শব্দ দিয়ে কারও মন জিততে পারি না,
তবুও হৃদয়ের গভীরতা দিয়ে আপনাকে বলবো—
শুদ্ধ বাংলায়, নিঃশব্দে, ছোট্ট একটি শব্দ...
"ভালোবাসি" — যা কোনো জাঁকজমকের চেয়েও অনেক বেশি সত্য।

আমি জানি, আমি হয়তো সবার মনের মতো হতে পারবো না,
তবুও আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো
আপনার মনের মতো হয়ে উঠতে,
হয়ে উঠতে সেই “চক্ষুশীতলকারী” —
যার দিকে চেয়ে আপনি বলবেন, "এটাই আমার শান্তির জায়গা।"

আমি হয়তো মেকআপে অভ্যস্ত নই,
তবুও প্রতিদিন নিজেকে সাজিয়ে তুলবো এমনভাবে,
যেন আপনি আমার মধ্যেই খুঁজে পান সবচেয়ে সুন্দর মুখ।

আমি পারফেক্ট নই, কিন্তু আপনি থাকলে পূর্ণ হয়ে উঠতে চাই।
আপনার পাশে থেকে, আপনার হাতে হাত রেখে — এক টুকরো পৃথিবী গড়তে চাই, যেটা শুধু আমাদের দুজনের।

ইতি
আপনার
রাব্বাতুল বাইত😘🥰

জামাই গো🫣🫣     কই আপনি🧐🧐
17/08/2025

জামাই গো🫣🫣
কই আপনি🧐🧐

সৌন্দর্য কখনো বুঝতেই দিলো নাহ.....!!!         তাজমহল একটা'হ কবর.....!!!!কোনো রাজমহল বা রাজবাড়ী ৯ .....!!!          উপর দ...
17/08/2025

সৌন্দর্য কখনো বুঝতেই দিলো নাহ.....!!!
তাজমহল একটা'হ কবর.....!!!!
কোনো রাজমহল বা রাজবাড়ী ৯ .....!!!
উপর দিক দেখলে হবে নাহ.....!!!
ভিতর দিক টা'ও দেখতে'হ হবে....!!!!
ঠিক তেমনি মানুষের বাইরের রুপ দেখে ভিতরটা'হ নির্ণয় করা যায় নাহ ঠিক তেমন......!!!!!

যেখানে মেয়েদের পা দেখা যাবে বলে বোরখা লম্বা ব্যবহার করতে বলা হয়েছে...!!!যেখানে নিজোর শরীরের গঠন বুঝা নাহ যায় তার জন্য ব...
16/08/2025

যেখানে মেয়েদের পা দেখা যাবে বলে বোরখা লম্বা ব্যবহার করতে বলা হয়েছে...!!!

যেখানে নিজোর শরীরের গঠন বুঝা নাহ যায় তার জন্য বোরখা ব্যবহার করতে বলা হয়েছে....!!!

হাত পা দেখাতে নিষেধ করেছেন বলেই হাত পা মুজা ব্যবহার করতে বলছেন....!!!

যে চোখের দিক এ একের ওধিক তাকালে গুনাহ হবে সেই খানে চোখ এর কত রকমের সাজ....!!!

যেখানে নিজের পিক অন্য কে'হ দেখানো নিষেধ সেখানে সবাই দেখতাছে সেই ছবি তেহ আবার মা শা আল্লাহ বলাও হচ্ছে....???

মহান আল্লাহ তায়ালা নারীদের বলেছেন তুমি এমন ভাবে পর্দা করো যাতে তোমায় দেখে বুঝায় যায় নাহ যে তুমি ৮০ বছরের বুড়ি নাকি ১৮ বছরের যুবুতি....,??

আর সেই খানে আপনার আইলেন লাগিয়ে নিকাপ পরে টাইট ফিটিং বেরখা পরে হাত মুজা পা মুজা পরে ছেলেদের ফেতনায় ফেলছেন....??

আবার কমেন্ট এ বলেও দেয় যে আমার পিক নিয়ে কেউ ব্যবহার করবেন নাহ...🤣🤣

আপনি মেয়ে, মেয়ের মতোই আদোব কায়দায় থাকবে নিজেকে পোকাস করতে গিয়ে ফিতনায় জরাবেন নাহ আপুরা🥹🥹

নিজেই নিজের জন্য জাহান্নামকেহ সহজ করে দিচ্ছেন ইয়া নাফছি ইয়া নাফছি

🥰ছোট বেলা ভাবতাম 🥰         💕 I  love you                        খুব খারাপ একটা কথা 💕🥰ছোট বেলা ভাবতাম 🥰          🐜কালো পি...
16/08/2025

🥰ছোট বেলা ভাবতাম 🥰
💕 I love you
খুব খারাপ একটা কথা 💕
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🐜কালো পিপড়া মুসলমান
আর লাল পিপড়া হিন্দু 🐜
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🇧🇩বাংলাদেশ আর বিদেশ,,
পৃথিবীতে মার্এ দুইটা দেশ 🇧🇩
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🐁দাঁত পড়লে ইঁদুরে নিয়ে যায় 🐁
🥰ছোট বেলা ভাবতাম
🌛আমি হাটলে চাঁদ ও
আমার সাথে হাটে🌜
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🧑‍🦲কারো মাথার সাথে নিজের মাথা
গুঁতো খেলে সিং গজাবে🧑‍🦲
🥰ছোট বেলা ভাবতাম 🥰
🍎কোন ফলের বিচি খেয়ে
ফেললে পেটে গাছ হবে🍎

🤒🤒ছোট বেলা ভাবতাম
মূলা পেকে গাজর হয়😂😒

🥰যখন বড় হলাম এখন
🥰 i am তো অবাক 🥴🥴
আমার মতো ছোট বেলা কারা কারা মিস করেন,হাত তুলুন🤐🤕🤕🤒🤒

Address

Dhaka

Telephone

+8801308175177

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্ত প্রাণ# posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share