MD. Forhad Hosen

MD. Forhad Hosen ঘুরতে ভাল লাগে, তাই চেষ্টা করি যতো বেশী সম্ভব এই কাজটা করা যায় ।

02/02/2024

টঙ্গীর বিশ্ব ইজতেমা ২০২৪ || ইজতেমা নিয়ে যা বললেন || মিজানুর রহমান আজহারী

বাম পাশ থেকে➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর্...
28/01/2024

বাম পাশ থেকে
➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।
➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।
➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটো একসাথে করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।
➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।

এটাই পৃথিবীর শ্রেষ্ঠ বাস্তবতা।

22/01/2024

মাগরিবের নামাজ চলাকালীন সামনের কারো ফোনে "হিন্দি/তেলেগু"টাইপের কোনো গান বেজে উঠলো।খুবই ডিস্টার্বিং এবং ইমাম সাহেবের তিলাওয়াতে সমস্যা হচ্ছিলো কিন্তু উনার রিং টোন বন্ধ করতেছেন না।কিছুক্ষন যাওয়ার পর হুট করে ফোন বন্ধ হওয়ার শব্দ শুনলাম।

নামাজ শেষে যা এক্সপেক্ট করতেছিলাম তাই...পুরো বৃদ্ধ আঙ্কেল সমাজ একযোগে ঝাপিয়ে পড়লো।উকি মেরে দেখলাম ১৮-২০ বছর বয়সী এক ছেলে।গায়ে গেঞ্জি,প্যান্ট খাচানো,হাতে ব্যাজ টাইপ কিছু একটা।একেবারে কাচুমাচু হয়ে আছে,দুয়া করার ভানে কিছুই শুনতেছে না মনে হচ্ছে।চেহারা দেখে অবশ্য বোঝা যাচ্ছে বেচারা বড্ড লজ্জা পাইছে,উপরের দিকে তাকাইতেও পারতেছে না।

ইমাম সাহেব দোয়া শেষ করলেন,মাইকটা নিলেন

"যদিও আমি নামাজের পর কিছু বলি না তবে এখন কিছু বলা জরুরী মনে করছি।কেউ যদি অনিচ্ছা ও অসতর্ক হয়ে কোনো ভুল করে ফেলে এবং এর দরুন লজ্জিত হয় তাকে কোনোভাবেই ভৎসর্না করা উচিত না।কারন সে লজ্জিত হয়েছে মানে সে ভুল সংশোধনের মেন্টালিটি রাখে।

কিন্তু এরপরও যদি কেউ মেজাজ দেখাতে গিয়ে পাব্লিক শেমিং করে,অপমান করে সমূহ সম্ভাবনা আছে এ ছেলেটা কামব্যাক করার শেষ আগ্রহটুকুও হারিয়ে ফেলবে।এই বয়সী একটা ছেলের লজ্জাবোধ আছে মানে তার শ্রেষ্ঠ সম্ভাবনাটাই জীবিত আছে।আমরা গলা টিপে তাকে হত্যা না করি।

যখন তার বয়সী আর দশটা ছেলেরা নামাজের সময়ে বাইরে ঘুরতেছে সে যে এই বৃদ্ধদের কাতারে নামাজের জন্য এসে দাড়িয়েছে এটা কি প্রমান করে না সে আল্লাহর কাছে অনেক প্রিয়!!!!!! "

ইমাম সাহেব ছেলেটাকে ঈশারায় ডাকলেন।দুইজনের মধ্যে কি জানি কথা হলো।দূর থেকে দেখলাম ছেলেটা ফিক করে হেসে দিয়েছে।

After ages I see a great Imam who remind me the prophetic time.How he had given tarbiyah his sahaba!

"বিশ্বাস করুন, কাস্টমার কখনই ফিরে আসে না!"স্যাম ওয়ালটন। বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা। একবার তি...
16/01/2024

"বিশ্বাস করুন, কাস্টমার কখনই ফিরে আসে না!"

স্যাম ওয়ালটন।
বিশ্বের বৃহত্তম রিটেইল চেইন ওয়াল-মার্টের প্রতিষ্ঠাতা।

একবার তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্য
সেলস ও কাস্টমার সার্ভিসের ওপর
একটি ট্রেনিং করাচ্ছিলেন।

ট্রেনিং এ তার শুরুর কথাগুলো ছিলো এরকম:

"আমি সেই লোক
যে রেস্টুরেন্টে গিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে,
কখন ওয়েটার অন্য কাজ বাদ দিয়ে
আমার অর্ডার নিতে আসবে
তার জন্য।

আমি সেই লোক
যে দোকানে যেয়ে চুপচাপ অপেক্ষা করে,
কখন সেলসম্যানরা তাদের পার্সোনাল কথা শেষ করে
একটু আমার দিকে নজর দিবে
তার জন্য।

আমি সেই লোক
যে পেট্রোল পাম্পে ধৈর্য ধরে অপেক্ষা করে
কখন তারা সংবাদপত্র পড়া শেষ করে
আমাকে সময় দিতে পারবে
তার জন্য।

আমি সেই ব্যক্তি
যে কিনা আর্জেন্ট সার্ভিস পাবার জন্য
কাস্টমার কেয়ারে বারবার অনুরোধ করবার পরেও
কয়েক সপ্তাহ পার হবার পর
সেটা পান।

আপনি নিশ্চয় ভাবছেন
আমি একজন
শান্ত, ধৈর্যশীল আর নির্ঝঞ্ঝাট মানুষ!

না, আপনি ভুল।

আমি সেই কাস্টমার
যে কখনই ফিরে আসে না!

আমাকে ফিরিয়ে আনার জন্য
আপনার কোম্পানির
নানারকম চটকদার বিজ্ঞাপনের পেছনে
কোটি কোটি টাকা খরচ করা দেখলে
আমার হাসি পায়।

কারণ
আমি যখন প্রথম আপনার ওখানে গিয়েছিলাম,

আপনার উচিত ছিল
আমার সাথে একটু হেসে কথা বলা
আমার প্রয়োজন কি সেটা বোঝার চেষ্টা করা
একটু আন্তরিকতা দেখানো।

There is only one boss: THE CUSTOMER.

এবং সে কোম্পানির প্রেসিডেন্ট থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত
সবাইকে ফায়ার করতে পারে
তার টাকা
'অন্যত্র' খরচ করার মাধ্যমে।"

Want to be SUCCESSFUL?
Have better CUSTOMER SERVICE than anyone else.

অনুবাদ কার্টেসি: মোর্শেদ

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
02/11/2023

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল। আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!!👏

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার। সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো। জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে। কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল। কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন!'🙂

©মোহাম্মদ রমজাম অভি

Jayed Hasnain Tanjim

23/10/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

দেখতে দেখতে ৬ মাস একসাথে পথ চলার
19/10/2023

দেখতে দেখতে ৬ মাস একসাথে পথ চলার

লুসাই গ্রাম
01/10/2023

লুসাই গ্রাম

29/09/2023
29/06/2023

ঈদ মোবারক

26/06/2023

কোরবানি গরুর হাট । ভোলাইয়া গরুর হাট ।

ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ্যেই এই সাতটা কাজ করার চেষ্টা করো—১)একটা ব্যাংক একাউন্ট খুলবে। সম্ভব হলে ধার-দেনা, লেনদে...
09/06/2023

ইউনিভার্সিটিতে উঠেই এক বছরের মধ্যেই এই সাতটা কাজ করার চেষ্টা করো—
১)একটা ব্যাংক একাউন্ট খুলবে। সম্ভব হলে ধার-দেনা, লেনদেন ব্যাংকের মাধ্যমেই করো। যথাসম্ভব ক্যাশ এড়িয়ে চলো।
২)লিংকডইন-এ একটা একাউন্ট খুলবে। প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তুলবে ধীরে ধীরে।
৩)সম্ভব হলে একটা পাসপোর্ট করে ফেলো। পাসপোর্ট করলেই যে বিদেশ যেতে হবে, তা না। পাসপোর্ট একটা আইডেন্টিটি কার্ডও। পাসপোর্ট করার ঝামেলাটাও আগে আগে চুকে গেলো।
৪)তোমার জন্মসনদ, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্টগুলো গুছিয়ে রাখবে। কোন ভুল থাকলে শুধরে নাও। ডকুমেন্ট গুছিয়ে হাতে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক।
৫)প্রমিত উচ্চারণ শেখার চেষ্টা করো। আমাদের মাতৃভাষা বাংলা হলেও, আমরা সবাই কিন্তু প্রমিত উচ্চারণে কথা বলতে পারি না। প্রমিত উচ্চারণে কথা বলার মানে এই নয় যে, আঞ্চলিক ভাষাকে হেয় করা বা ভুলে যাওয়া। প্রমিত উচ্চারণে কথা বলা প্রয়োজন প্রেজেন্টেশনের জন্য,কমিউনিকেশনের জন্য।
৬)ইংরেজি ভাষায় দুর্বলতা কাটাতে সময় দাও। প্রতিদিন একটু একটু করে।
৭)কিছু না কিছু উপার্জনের চেষ্টা করো। যদি তোমার প্রয়োজন নাও হয় তবুও। উপার্জন করলে, জীবন সম্পর্কে সম্পূর্ণ আলাদা একটা উপলব্ধি তৈরি হবে।

26/10/2022

Address

Mirpur
Dhaka
1216.

Alerts

Be the first to know and let us send you an email when MD. Forhad Hosen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category