16/07/2025
ধৈর্য ধরুন, বিচার করবেন আল্লাহ – আমি এর প্রমাণ পেয়েছি অগণিতবার
জীবনের পথে চলতে গিয়ে আমরা প্রায়ই এমন কিছু মানুষের মুখোমুখি হই, যারা আমাদের সঙ্গে অন্যায় ও খারাপ আচরণ করে। তারা কটুকথা বলে, অপমান করে, এমনকি কখনো কখনো অকারণে আঘাতও করে। তখন ভিতরটা হাহাকার করে উঠে, বুকটা ভারি হয়ে যায়। মনের মধ্যে প্রশ্ন জাগে – কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি!
এইসব কষ্টের মুহূর্তে মনে রাখি – "إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ" – নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
এই আয়াতটা শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, এটা এক জীবন্ত সত্য – আমি নিজেই এর প্রমাণ পেয়েছি বারবার।
যখন কেউ আমাকে না জেনে, না বুঝে কষ্ট দিয়েছে – আমি প্রতিশোধ নিইনি, শুধু আল্লাহর কাছে বলেছি, “হে আল্লাহ, তুমিই সব দেখছো। আমি তোমার উপর ছেড়ে দিলাম।”
সময় গড়িয়েছে, সেই মানুষটি হয় নিজের ভুল বুঝেছে, নয়তো এমন পরিস্থিতিতে পড়েছে যেখানে সে নিজেই বুঝেছে অন্যায় কীভাবে ফিরে আসে।
আল্লাহর বিচার নিখুঁত, নির্ভুল, আর সময়ের উপর নির্ভরশীল।
আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি, চোখের সামনে তাৎক্ষণিক পরিবর্তন দেখতে না পেলে ভাবি, হয়ত অন্যায় করে পার পাওয়া যায়। কিন্তু না – আল্লাহর ন্যায়বিচার অব্যর্থ।
ধৈর্য ধরা কখনোই দুর্বলতা নয়, বরং এটি এক অসীম শক্তির নাম।
যদি কারো খারাপ আচরণে আপনি নীরব থাকেন, প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ভরসা রাখেন – তবে জেনে রাখুন, আপনি দুর্বল নন, আপনি সেই সৌভাগ্যবান মানুষ, যাঁর পক্ষে বিচার করবেন সৃষ্টিকর্তা স্বয়ং।
তাই বলি – ধৈর্য ধরুন। ইন্নাল্লাহা মায়াস সাবেরিন। আল্লাহ আছেন ধৈর্যশীলদের পাশে।
বিচার নিশ্চয়ই তিনি করবেন – নিখুঁতভাবে, ন্যায়ভাবে, সময়মতো।
Collected