Alauddin

Alauddin Welcome to Alauddin's world- a space dedicated to learning, growth and sharing knowledge.

Here you'll find a blend of academic insight, professional tips, technical tutorials, and a glimpse into my daily life.

শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের কিনারায় সেটার বাস্তব প্রমাণ
04/09/2025

শিক্ষা ব্যবস্থা যে ধ্বংসের কিনারায় সেটার বাস্তব প্রমাণ

সব গুলো না ২-৩ টা টিপস বেশ কার্যকর।
04/09/2025

সব গুলো না ২-৩ টা টিপস বেশ কার্যকর।

আলহামদুলিল্লাহ। অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা দেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ।।
02/09/2025

আলহামদুলিল্লাহ। অবসরের ৬ মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা দেওয়ার নির্দেশ দিয়ে রায় প্রকাশ।।

02/09/2025

💥💥 সরকারি হাইস্কুলে শিক্ষক ঘাটতি পূরণে শীঘ্রই আসছে বিভিন্ন বিষয়ের সরাসরি নিয়োগযোগ্য সহকারী শিক্ষক নন ক্যাডার পদে বিশাল সার্কুলার।।মাত্র ২০০ মার্কের MCQ + ৫০ নম্বরের ভাইভা দিয়ে নন ক্যাডার দশম গ্রেডের জব পাবার জন্য এটা হতে যাচ্ছে সেরা এক সুযোগ।।আল্লাহ সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন।।

দিন শেষে আমরা অনেক সময় মোবাইল, আড্ডা কিংবা অলসতায় ডুবে যাই। অথচ তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ সবকিছুর সিঁড়ি তৈরি হচ্ছে এই ...
02/09/2025

দিন শেষে আমরা অনেক সময় মোবাইল, আড্ডা কিংবা অলসতায় ডুবে যাই। অথচ তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ সবকিছুর সিঁড়ি তৈরি হচ্ছে এই পড়ার টেবিলেই।

মনে রেখো, এখনকার প্রতিটি ঘামঝরা মিনিট তোমাকে আগামী দিনের আলোয় ভরিয়ে তুলবে।
তুমি যদি আজ একটু বেশি মনোযোগ দাও, কালকে তোমার হাসিটা হবে আরও বড়, আরও উজ্জ্বল।

পড়ার টেবিল তোমার সবচেয়ে বড় বন্ধু, যে তোমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে নেয়।
কিছুক্ষণের জন্য সবকিছু ভুলে গিয়ে, বই খুলে বসো। 📖
তুমি একদিন নিজেকেই ধন্যবাদ দেবে এই মুহূর্তে ফিরে আসার জন্য।

চলো, দেরি না করে
ফিরে এসো পড়ার টেবিলে।

প্রাইমারি প্রধান শিক্ষক নন ক্যাডার ২১৬৯টি সরাসরি নিয়োগযোগ্য পদে  সার্কুলার প্রকাশিত!
31/08/2025

প্রাইমারি প্রধান শিক্ষক নন ক্যাডার ২১৬৯টি সরাসরি নিয়োগযোগ্য পদে সার্কুলার প্রকাশিত!

সম্প্রতি একজন ভুক্তভোগী টেলিগ্রামে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। ঘটনাটি শুরু হয় যখন ফারহান নামের এক অচেনা ব্যক্তি টেলিগ্...
31/08/2025

সম্প্রতি একজন ভুক্তভোগী টেলিগ্রামে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন। ঘটনাটি শুরু হয় যখন ফারহান নামের এক অচেনা ব্যক্তি টেলিগ্রামে তাকে “হায়” লিখে বার্তা পাঠায়। ভুক্তভোগী উত্তর দেওয়ার পর ফারহান তাকে একটি গুগল ম্যাপ লিংক দেন এবং সেখানে ৫-স্টার রিভিউ দেওয়ার অনুরোধ করেন। কাজ শেষে ফারহান তাকে জানান, এর জন্য তিনি ১,০৫৬ টাকা পাবেন।

টাকা গ্রহণের জন্য ফারহান তাকে রায়হান ইসলাম নামের আরেক টেলিগ্রাম ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেন। রায়হান ইসলাম ভুক্তভোগীকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেন, যেখানে দাবি করা হয় প্রায় ১০ লক্ষ সদস্য আছে। সেই গ্রুপে সদস্যরা টাকা পাওয়ার স্ক্রিনশট পাঠাচ্ছিলেন। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হলে ভুক্তভোগীকে বলা হয় সিস্টেমে যুক্ত হতে হলে আগে ২,০০০ টাকা একাউন্ট খোলার ফি দিতে হবে।

ভুক্তভোগী কোনো যাচাই-বাছাই না করেই তাদের দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠান। এরপর Joga Wan নামের আরেকজন ব্যক্তি তার সাথে যোগাযোগ করে এবং একটি ওয়েবসাইট (rents21.com) এর মাধ্যমে বাড়ি ভাড়া বা সাবলেট সম্পর্কিত কাজ করাতে থাকে। ধাপে ধাপে প্রতারক চক্র ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন বিকাশ ও নগদ নাম্বারে মোট ১,৪৬,৮৬৮ টাকা হাতিয়ে নেয়।

সবশেষে প্রতারকরা টাকা ফেরতের প্রলোভন দেখিয়ে আবারও ৭২,০০০ টাকা দাবি করে। ভুক্তভোগী বারবার অনুরোধ করলেও তারা একই দাবি করতে থাকে। এমনকি তাদের দেওয়া বিকাশ নাম্বারে কল করলেও কেউ ফোন রিসিভ করে না।

আইনি উদ্যোগ

ভুক্তভোগী বিষয়টি নিয়ে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি (GD) করেছেন। আগামীকাল তিনি সাইবার ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করবেন এবং প্রয়োজনে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। তিনি প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তার কষ্টার্জিত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

১৯০ পদে বস্ত্র অধিদপ্তর (dot) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ৩১/০৮ Deadline: 31 Aug 2025  🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩 👉 প্রতিষ্ঠানঃ বস্ত্...
30/08/2025

১৯০ পদে বস্ত্র অধিদপ্তর (dot) এ নিয়োগ বিজ্ঞপ্তি - ৩১/০৮
Deadline: 31 Aug 2025

🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বস্ত্র অধিদপ্তর (dot)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ১৯০টি
👉 আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২৫

Computer operator (কম্পিউটার অপারেটর)
Tailor Master (টেইলার মাস্টার)
Upper Division Assistant (উচ্চমান সহকারী)
Artist Designer (আর্টিস্ট ডিজাইনার)
Pattern Designer (প্যাটার্ণ ডিজাইনার)
Technical Assistant (টেকনিক্যাল এসিসট্যান্ট)
Library Assistant (লাইব্রেরী এ্যসিসটেন্ট)
Office Assistant cum-Computer Typist (অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক)
Mechanics (ম্যাকানিক্স)
Accounting Assistant cm Cashier (হিসাব সহকারী কাম ক্যাশিয়ার)
Artist Assistant (আর্টিস্ট এসিস্ট্যান্ট)
Boiler Operator (বয়লার অপারেটর)
Electrician (ইলেকট্রিশিয়ান)
Laboratory Assistant (ল্যাবরেটরী এসিসট্যান্ট)
Office Assistant (অফিস সহায়ক)
Security Guard (নিরাপত্তা প্রহরী)
Gardener (মালি)
Cook (বাবুর্চি)

স্বয়ং আইন উপদেষ্টায় যদি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তাহলে নুরু বিচার চাইবে কার কাছে?🤔
29/08/2025

স্বয়ং আইন উপদেষ্টায় যদি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তাহলে নুরু বিচার চাইবে কার কাছে?🤔

৯ম থেকে ১৮তম গ্রেডের বিভিন্ন পদে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি - ১৬/০৯Deadline: 16 Sep 20...
29/08/2025

৯ম থেকে ১৮তম গ্রেডের বিভিন্ন পদে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি - ১৬/০৯
Deadline: 16 Sep 2025

29/08/2025

প্রাইমারি শিক্ষক নিয়োগ নতুন মানবণ্টন।
লিখিত-৯০; ভাইভা -১০; মেধা-৯৩%; কোটা-৭%

প্রাইমারিতে খেলতে হবে মূলত বাংলা আর ইংলিশ। প্রাইমারির মান বন্টন।
29/08/2025

প্রাইমারিতে খেলতে হবে মূলত বাংলা আর ইংলিশ। প্রাইমারির মান বন্টন।

Address

Kakon Hat High School
Dhaka

Telephone

+8801737905318

Website

http://www.sopnerbcs.com/

Alerts

Be the first to know and let us send you an email when Alauddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alauddin:

Share