Anika's Home Corner

Anika's Home Corner Welcome to my page ❤️❤️
Home Decor 🏠|| Cooking 🥘|| Daily Vlog || Photography 📸
(36)

I am working on home decoration, I like decorating my rooms, kitchen, veranda, and every corners of my home.i make videos of decorating and post them for you, your valuable moments inspire me.

আগে বৃহস্পতিবার-শুক্রবার আসলে খুব ভালো লাগতো, কিন্তু এখন শুক্রবারের দিনটা আসলেই সেইদিনের সবকিছু মনে পড়ে। এমন এক শুক্রবার...
10/10/2025

আগে বৃহস্পতিবার-শুক্রবার আসলে খুব ভালো লাগতো, কিন্তু এখন শুক্রবারের দিনটা আসলেই সেইদিনের সবকিছু মনে পড়ে। এমন এক শুক্রবারেই বাবা চলে গিয়েছিলেন।
বাবা(শ্বশুর) আমাদের মাঝে নেই আর ৪দিন পর ২মাস হয়ে যাবে। দিনগুলো কিভাবে কিভাবে যেন চলে যাচ্ছে, এভাবে দেখতে দেখতে মাস ঘুরে বছরও হয়ে যাবে। কিন্তু বাবাকে আর দেখতে পাবো না কখনোই। কাছের কোনো একজন মানুষ চলে গেলে সবচেয়ে কষ্ট কখন হয় জানেন, তার রুমে ঢুকলে, রুমটার দিকে তাকালে, সবকিছুতেই কেমন যেন হাহাকার একটা ভাব।বাবার ব্যবহার করা সবকিছুই ঠিক যেমন ছিল তেমন ভাবেই রয়ে গেসে শুধু বাবাই নাই এখন।
বয়স হয়ে গিয়েছিল, তাই সেভাবে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারতো না বাবা, আমি নিজ হাতেই ২/৩দিন পর পর রুমের সব গুছিয়ে দিতাম। আবার এলোমেলো করে ফেলতেন। এখন না ওই রুমের কোনো কিছুই আর এলোমেলো হয় না, যেমন করে গুছিয়ে রাখি সেভাবেই থেকে যায় সবকিছু।

বাবা-মার রুমটা এমন যায়গায় ছিল যে কিচেনে যেতে গেলেই তাদের রুমটার সামনে দিয়ে যেতে হয়, প্রতিবার কিচেনে গেলেই তাকিয়ে দেখতাম বাবা চেয়ারে বসে আছে, কুরআন পড়ছেন নইলে শুয়ে আছে, নইলে জোরে সাউন্ড দিয়ে মোবাইল দেখছে। এখনো যাওয়া আসা করি কিন্তু রুম থেকে আর কোনো সাউন্ড আসে না, বাবার চেয়ারটা খালি পড়ে থাকে।
বাবা কোনো দিন আমার নাম ধরে ডাকে নাই, সবসময় মা বলেই ডাকতো। আমি যখন আব্বু আম্মুর বাসায় বেড়াতে যেতাম, কিছুদিন থাকার পর যেদিন ব্যাক করতাম বাসায় আব্বু বাবাকে ফোন দিয়ে দিতো বিয়াই ওরা রওনা দিয়েছে সাথে ব্যাগ আছে অনেক নিচে থেকেন- গাড়ি গলিতে ঢুকতেই দেখতাম বাবা গেটের সামনে দাড়িয়ে আছে। কিছুদিন আগেও আব্বু আম্মুর বাসা থেকে বেড়িয়ে আসলাম কিন্তু বাবা আর গেটে দাড়ায় থাকে নাই। আর কখনো থাকবেও না।

বাবার কথা মনে করতে গেলে প্রতিবার ই চোখ ভিজে আসে।

08/10/2025

রঙে রঙিন হোক আমার ঘরখানা ❣️❣️ PAAKHI

জীবনের কিছু গল্প থাকে, যা কখনো বলা হয় না,আর কিছু কথা থাকে, যা বলা হলেও কেউ ঠিক শুনে না।রোজকার ব্যস্ততার ভিড়ে আমরা হাসি, ...
07/10/2025

জীবনের কিছু গল্প থাকে, যা কখনো বলা হয় না,
আর কিছু কথা থাকে, যা বলা হলেও কেউ ঠিক শুনে না।

রোজকার ব্যস্ততার ভিড়ে আমরা হাসি, কথা বলি —কিন্তু মনটা কোথাও একটুখানি ফাঁকা থেকেই যায়।
সেই ফাঁকাটুকুতেই লুকিয়ে থাকে গল্পগুলো —অসম্পূর্ণ চিঠি, হারিয়ে যাওয়া বন্ধু, পুরনো গানের সুর,আর একটুখানি না বলা ভালোবাসা।
সব গল্পের শেষ হয় না,কিছু গল্প শুধু মনে থেকে যায়…
চুপচাপ, মনের গভীরে।

04/10/2025

প্রসঙ্গ যখন ঘর সাজানোর আমার কাছে রিয়েল প্লেন্ট ই সেরা 🌿🌿Plants Cafe

যাদের কিচেন ছোট বা স্পেস কম তারা কিন্তু এইরকম কিচেন অরগানাইজার নিয়ে নিতে পারো। একসাথে অনেক কিছু সাজিয়ে হাতের কাছেই রেখে ...
03/10/2025

যাদের কিচেন ছোট বা স্পেস কম তারা কিন্তু এইরকম কিচেন অরগানাইজার নিয়ে নিতে পারো। একসাথে অনেক কিছু সাজিয়ে হাতের কাছেই রেখে দিতে পারবে। আর ডিজাইনটাও বেশ ইউনিক।

সবার এই খোলা জানালা টা নিয়ে অনেক অনেক queries ছিল, এটা আমি কোথা থেকে নিয়েছিলাম। এবার সবার প্রশ্নের উত্তর দিয়ে দিবো ইনশাআ...
01/10/2025

সবার এই খোলা জানালা টা নিয়ে অনেক অনেক queries ছিল, এটা আমি কোথা থেকে নিয়েছিলাম। এবার সবার প্রশ্নের উত্তর দিয়ে দিবো ইনশাআল্লাহ।
Stay Connected 🌸🌸🌸

আমাদের জীবনটা কি সবসময় এই ছবিগুলোর মত কালারফুল??🌸 কুশন কভার: Jadur kupi by khujista🌸 Teapot Set: Eternal Ceramics
30/09/2025

আমাদের জীবনটা কি সবসময় এই ছবিগুলোর মত কালারফুল??
🌸 কুশন কভার: Jadur kupi by khujista
🌸 Teapot Set: Eternal Ceramics

26/09/2025
এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস কোনটা বলেন তো?
26/09/2025

এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস কোনটা বলেন তো?

লাগছে নাকি ফাইভ স্টার হোটেলের রুমের মত???Bedsheet & Katha: PAAKHICushion Covers: Jadur kupi by khujistaLamp: গৃহ-নৈপুণ্য
20/09/2025

লাগছে নাকি ফাইভ স্টার হোটেলের রুমের মত???

Bedsheet & Katha: PAAKHI
Cushion Covers: Jadur kupi by khujista
Lamp: গৃহ-নৈপুণ্য

Life Update Right Now! একদিকে এতগুলো কাজ pending হয়ে আছে আরেকদিকে ছেলেটার হাত fracture হয়ে plaster করে নিয়ে বসে আছি। খা...
18/09/2025

Life Update Right Now!

একদিকে এতগুলো কাজ pending হয়ে আছে আরেকদিকে ছেলেটার হাত fracture হয়ে plaster করে নিয়ে বসে আছি। খারাপ সময় পিছু ছাড়ছে না। আল্লাহর পরীক্ষার মধ্যে দিয়েই যাচ্ছি সবাই।

Address

Road# 15
Dhaka
MIRPUR-1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anika's Home Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share