Engr Md Hasan

Engr Md Hasan I'm just me,
Don't compare
me to anyone.

জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় মাত্র ! 🥴
22/07/2025

জীবন হলো মৃত্যুর কাছ থেকে
ধার নেওয়া কিছুটা সময় মাত্র ! 🥴

SDB তে ব্রেকারের তাপমাত্রা পরিমাপ করতেছি 🙀
22/06/2025

SDB তে ব্রেকারের তাপমাত্রা পরিমাপ করতেছি 🙀

একটি পূর্ণতার গল্প 🙀বিকেলের আলোয় এক গ্রামে দেখা হয় রূপা ও আরিয়ানের।রূপা নদীর ঘাটে জল আনতে আসে, আরিয়ান আসে তার গরু চড়...
21/06/2025

একটি পূর্ণতার গল্প 🙀

বিকেলের আলোয় এক গ্রামে দেখা হয় রূপা ও আরিয়ানের।
রূপা নদীর ঘাটে জল আনতে আসে, আরিয়ান আসে তার গরু চড়াতে ।
দৃষ্টিতে দৃষ্টি পড়ে, নীরব ভালোবাসার শুরু।
প্রথমে শুধু চাওয়া, পরে ধীরে ধীরে কথা।
মাঠে কাজের ফাঁকে আরিয়ান রাখে রূপার জন্য ফুল।
রূপা হাসে লাজুক মুখে, চোখে জ্বলে প্রেমের আলো।
বর্ষার একদিন, বৃষ্টিতে ভিজে তারা প্রথম হাত ধরেছিল।
নদীর পাড়ে বসে তারা ভাগ করে স্বপ্ন আর গল্প।
রূপার বাবার কড়াকড়িতে বন্ধ হয়ে যায় দেখা।
তবুও আরিয়ান থামে না, প্রতিদিন চিঠি রেখে যায় গাছের নিচে।
রূপা সেই চিঠি পড়ে জানালার পাশে বসে।
চিঠিতে লেখা থাকতো – "তুমি না এলে, জীবন থেমে যাবে।"
একদিন গ্রামে এল নতুন ছেলের প্রস্তাব রূপার জন্য।
রূপা কাঁদে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না।
রাত্রে আরিয়ান আসে চুপিচুপি, বলে – “চলো পালিয়ে যাই।”
রূপা দ্বিধায়, কিন্তু ভালোবাসার জয় হয়।
তারা চলে যায় দূরে, শহরে, নতুন জীবনের খোঁজে।
চাকরি করে, ঘর বাঁধে, ভালোবাসা আরো গাঢ় হয়।
বছর পেরিয়ে, গ্রামে চিঠি আসে – “আমরা ভালো আছি, ভালোবাসা এখনো বেঁচে আছে।”
গ্রাম জানে, এই প্রেম ছিল সবার থেকে আলাদা – একেবারে নিখাদ।

আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভুলা যায় না।
21/06/2025

আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভুলা যায় না।

18/05/2025

এল টি প্যানেল।

11/05/2025

4000A BBT Connector

নাম জানা থাকলে বলে যান।
09/05/2025

নাম জানা থাকলে বলে যান।

700A MCCB
05/05/2025

700A MCCB

মটর কন্ট্রোলিং প্যানেল।
04/05/2025

মটর কন্ট্রোলিং প্যানেল।

৩০০ HP মটরের জন্য কন্ট্রোল প্যানেল।
02/05/2025

৩০০ HP মটরের জন্য কন্ট্রোল প্যানেল।

23/04/2025

ইলেকট্রিক্যালের বিভিন্ন ফিটিংসের নাম ও কাজ।

SDB
12/04/2025

SDB

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Engr Md Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category