Rafi the little Traveler

Rafi the little Traveler Traveler | Storyteller | Adventurer |

Email :- [email protected]
(4)

নাপিত্তাছড়ার সেইদিন 🍃
08/08/2025

নাপিত্তাছড়ার সেইদিন 🍃

আমার সব সুখ মনে হয় কাশ্মীরে লুকিয়ে আছে। প্রতিদিন দিন গণি আবার কাশ্মীর যাওয়ার।
07/08/2025

আমার সব সুখ মনে হয় কাশ্মীরে লুকিয়ে আছে।
প্রতিদিন দিন গণি আবার কাশ্মীর যাওয়ার।

06/08/2025

জীবন একটাই, আর পৃথিবীটা অনেক বড়।
তাই, বেরিয়ে পড়ুন একা, নিজের মত করে।

সলো ট্রিপে এবার আমি চলে গিয়েছি খৈয়াছাড়া ঝর্নাতে।
অদ্ভুত এক অভিজ্ঞতা হলো এই ট্রিপে।

04/08/2025

আমাকে আমার মতো থাকতে দাও।

30/07/2025

আমার লাংলোক ঝর্ণা ভ্রমণের গল্প।

আপনারা চাইলে ঢাকা থেকে একদিনের ট্রিপে ঘুরে আসতে পারবেন লাংলোক খরচ হতে পারে ৪০০০ টাকার মতো। দুইদিন সময় নিয়ে ঘুরলে ৫০০০ -৬০০০ টাকার মতো।

-> ঢাকা → বান্দরবান → থানচি → তিন্দু → বাঘেরমুখ → লাংলোক।

প্রকৃতির ডাকে সাড়া দিয়ে একদিনের এক দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েছিলাম আমি আর অপূর্ব ভাইয়া।
রাত ৯:৩০-এ ঢাকা থেকে রওনা দেই নন-এসি বাসে, জনপ্রতি ভাড়া ৮৫০ টাকা। ভোর ৬:৩০ মিনিটে পৌঁছে যাই বান্দরবানে।
শহরে নেমে ফ্রেশ হয়ে হালকা নাস্তা সেরে, গন্তব্য ঠিক করি — থানচি।

থানচি যাওয়ার জন্য দুইটা অপশন:
🔸 লোকাল বাস – জনপ্রতি ২৬০ টাকা (সময় বেশি লাগে, কিছুটা কষ্টকর)
🔸 চান্দের গাড়ি – পুরো গাড়ি ৫০০০–৬০০০ টাকা, ১২–১৩ জন বসতে পারে।
যদি আসা–যাওয়া মিলিয়ে বুক করেন, মোট খরচ পড়ে ৮৫০০–৯০০০ টাকা।
🔹 ১০ জনের গ্রুপ হলে জনপ্রতি মাত্র ৮৫০–৯০০ টাকা।

আমরা মাত্র দুইজন, তাই লোকাল বাসেই রওনা দেই থানচির পথে।
পথে বলিপাড়া আর্মি ক্যাম্পে NID দিয়ে এন্ট্রি করে সকাল ১১টার দিকে থানচি পৌঁছাই।

📌 সেখান থেকে:
🚤 নৌকা ভাড়া করি – ৩০০০ টাকা
🧭 গাইড নিই – ২০০০ টাকায়
(এক নৌকায় ৫ জন উঠতে পারে, তাই গ্রুপে গেলে খরচ ভাগ হয়ে যায় — সাশ্রয়ী হয়)

তারপর ৫০ টাকা দিয়ে একটা ট্রেকিং ফর্ম কিনে, থানচি থানায় গিয়ে আবার এনআইডি দিয়ে এন্ট্রি করি।
সব আনুষ্ঠানিকতা শেষ করে সাঙ্গু নদীর বুকে ২৫–৩০ মিনিটের এক মনমুগ্ধকর বোট জার্নি শুরু।

আমরা পৌঁছাই তিন্দু বিজিবি ক্যাম্পে – সেখানেও এন্ট্রি। এরপর রওনা হই বাঘেরমুখ।
সেখান থেকেই শুরু হয় আমাদের ট্রেকিং – গন্তব্য লাংলোক ঝর্ণা।

পথে এক পাহাড়ি পাড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, আবার হাঁটা শুরু।
প্রায় ৩০–৪০ মিনিটের ট্রেকিংয়ের পর, হঠাৎই সবুজের বুক চিরে দেখা মেলে সেই অপূর্ব ঝর্ণার – লাংলোক!

এই ঝর্ণার রূপ বর্ণনা করে শেষ করা যাবে না।
এতোটা নির্জন, এতোটা স্বচ্ছ, এতোটা মোহনীয় – যেন এক পাহাড়ি পরীর গল্প থেকে উঠে আসা!

প্রকৃতির বুকে কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসি তিন্দুতে।
সেখানে স্থানীয় এক দিদির বাসায় খেলাম ভাত, ডাল আর পাহাড়ি মুরগি – দাম মাত্র ১৮০ টাকা।
খাবার শেষে ফিরে আসি থানচিতে – তখন বাজে বিকেল ৪টা।

🔁 ডে ট্রিপ পরিকল্পনা (৮–১০ জনের গ্রুপে):

🚍 ঢাকা ↔️ বান্দরবান বাস ভাড়া: ৮৫০×২ = ১৭০০ টাকা
🍽️ সকালের নাস্তা: ৫০ টাকা
🚙 চান্দের গাড়ি (আসা–যাওয়া): ৯০০০/১০ = ৯০০ টাকা
🧭 গাইড: ২০০০/১০ = ২০০ টাকা
🚤 নৌকা (২টা): ৬০০০/১০ = ৬০০ টাকা
🍛 দুপুরের খাবার: ২০০ টাকা
☕ সারাদিন চা-নাস্তা: ১০০ টাকা
🍲 রাতের খাবার: ২০০ টাকা
💰 মোট খরচ: প্রায় ৩৯৫০ টাকা

🧳 সেফটি মানি: ১০০০ টাকা সঙ্গে রাখুন

🏕️ এক রাত থাকলে (থানচিতে):

🏨 রুম ভাড়া (২–৩ জন): ৫০০–৭০০ টাকা
👉 জনপ্রতি ২৫০–৩৫০ টাকা
🍽️ খাবারের বাজেট: ৫০০ টাকা
🏍️ তুমাতুঙ্গি ঘোরার জন্য বাইক: ২০০ টাকা

➡️ তাহলে সব মিলিয়ে খরচ হবে ৫০০০–৬০০০ টাকা (জনপ্রতি)

🔖 ভ্রমণ টিপসঃ

✅ এনআইডি অবশ্যই রাখবেন
✅ পানির বোতল, ট্রেকিং শু, সানস্ক্রিন, স্ন্যাকস রাখবেন
✅ ট্রেকিংয়ের সময় হালকা ব্যাগ বহন করবেন
✅ নিজের ও প্রকৃতির নিরাপত্তা বজায় রাখবেন 🌱

📸 যেখানে নদী, পাহাড় আর ঝর্ণা একসাথে গল্প বলে — সেখানে একদিন কাটানো মানেই জীবনের এক নতুন অভিজ্ঞতা।
🗺️ লাংলোক যেন সেই নিঃশব্দে লুকানো রত্ন, যার দেখা পেতে হলে আপনাকে সত্যিকারের প্রকৃতিপ্রেমী হতে হবে

নদীর নাম সাঙ্গু।
28/07/2025

নদীর নাম সাঙ্গু।

27/07/2025

বান্দরবানের গহীনে লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা লাংলোক।

ভয়ংকর সুন্দর! 📌 লাংলোক ঝর্ণা, বান্দরবন
25/07/2025

ভয়ংকর সুন্দর!
📌 লাংলোক ঝর্ণা, বান্দরবন

21/07/2025

Died in a plane crash at the age when you look up at the sky, watching planes fly.

যখন প্রয়োজন একটু বাড়তি প্রশান্তির, তখনই আমার চাই এক্সট্রা Gear। অসাধারণ স্বাদে, তাই তো Gear-ই আমার প্রথম পছন্দ। Rating: ...
17/07/2025

যখন প্রয়োজন একটু বাড়তি প্রশান্তির, তখনই আমার চাই এক্সট্রা Gear। অসাধারণ স্বাদে, তাই তো Gear-ই আমার প্রথম পছন্দ।

Rating: 10/10।

Traveler's line 😇
16/07/2025

Traveler's line 😇

14/07/2025

Only nature can heal me anytime.

Address

12B
Dhaka

Telephone

+8801612172080

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafi the little Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafi the little Traveler:

Share